ETV Bharat / state

পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা - graduation

পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় কলকাতায় পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা । বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজে পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় পিছোনো হল তৃতীয় বর্ষের পরীক্ষার দিন ।

কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 25, 2019, 5:14 AM IST

কলকাতা, 25 মে : পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় B.A, B.Sc ও B.Com জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষার দিন পরিবর্তন করা হল । আগামী 27 ও 28 মে ছিল ওই পরীক্ষাগুলি ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে জানানো হচ্ছে যে কলেজগুলিতে পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় ব্যাচেলর অফ আর্টস ও ব্যাচেলর অফ সায়েন্স জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষা ও ব্যাচেলর অফ কমার্স জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষা রিসিডিউল করা হল । 2019 সালের B.A, B.Sc পার্ট-থ্রি জেনারেল পরীক্ষা হওয়ার কথা ছিল 27 মে । 2019 সালের B.com পার্ট-থ্রি জেনারেল হিসাবে পরীক্ষা হওয়ার কথা ছিল 24 মে । তা পরিবর্তন করে B.A ও B.Sc-এর নতুন পরীক্ষার দিন আগামী 31 মে ও B.com-এর নতুন পরীক্ষার দিন 1 জুন করা হয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, 29 ও 30 মে-তে সিডিউল করা পরীক্ষার দিন অপরিবর্তিত থাকবে । আর পরিবর্তিত দিনের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে ।

কলকাতা, 25 মে : পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় B.A, B.Sc ও B.Com জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষার দিন পরিবর্তন করা হল । আগামী 27 ও 28 মে ছিল ওই পরীক্ষাগুলি ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে জানানো হচ্ছে যে কলেজগুলিতে পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় ব্যাচেলর অফ আর্টস ও ব্যাচেলর অফ সায়েন্স জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষা ও ব্যাচেলর অফ কমার্স জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষা রিসিডিউল করা হল । 2019 সালের B.A, B.Sc পার্ট-থ্রি জেনারেল পরীক্ষা হওয়ার কথা ছিল 27 মে । 2019 সালের B.com পার্ট-থ্রি জেনারেল হিসাবে পরীক্ষা হওয়ার কথা ছিল 24 মে । তা পরিবর্তন করে B.A ও B.Sc-এর নতুন পরীক্ষার দিন আগামী 31 মে ও B.com-এর নতুন পরীক্ষার দিন 1 জুন করা হয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, 29 ও 30 মে-তে সিডিউল করা পরীক্ষার দিন অপরিবর্তিত থাকবে । আর পরিবর্তিত দিনের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.