কলকাতা, 26 এপ্রিল: তিন বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা ৷ আগামী মে মাসে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ৷ জুলাই মাসে হবে স্নাতকোত্তর ভর্তির পরীক্ষা ৷ পাশাপাশি, যারা স্নাতকের প্রবেশিকা পরীক্ষায় বসবেন, তাঁদের সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়ারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ তাঁরাই পরীক্ষার্থীদের জন্য স্যাম্পেল প্রশ্নপত্র তৈরি করবে ৷ সেই প্রশ্নপত্রে প্রবেশিকা পরীক্ষার্থীদের নেওয়া হবে মক টেস্ট ৷
করোনা অতিমারির জেরে টানা তিন বছর বন্ধ ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে ভরতির পরীক্ষা ৷ তাই গত তিনবছরের এই সময়ে কী ধরনের পড়াশোনা হয়েছে ? প্রশ্নের ধাঁচে কোনও পরিবর্তন হয়েছে কি না ? সেইসব বিষয়গুলি নিয়ে পরীক্ষার্থীদের একটা সম্যক ধারণা তৈরি হবে এই মক টেস্টের মাধ্যমে ৷ এ প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আনন্দরূপা ধর জানান, স্নাতকস্তরে প্রবেশিকার আগে সবক’টি বিষয়ে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে ৷ যাবতীয় অ্যাকাডেমিক সাহায্য করা হচ্ছে প্রতিটি বিভাগের প্রবেশিকার জন্য ৷
তিনি জানান, মক টেস্টের প্রশ্নপত্রগুলি অনলাইনে পাওয়া যাবে ৷ তবে, তা কীভাবে কোন সাইট থেকে পাবেন পরীক্ষার্থীরা, তা জানতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে কর্তৃপক্ষ ৷ সেই নম্বরে ফোন করে পুরো প্রক্রিয়া সম্পর্কে জেনে নিতে হবে ৷ হেল্পলাইন নম্বরগুলি হল- 7980107781, 9903492449, 9051756553 ৷ এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন মক টেস্ট দিতে ইচ্ছুক পড়ুয়ারা ৷ সেই মতো অনলাইনে প্রশ্নপত্রের সমাধান করে সাবমিট করতে পারবে সবাই ৷ এমনকি উত্তরপত্র জমা দেওয়ার পর, অনলাইনেই তা চেক করা হবে ৷ পুরো বিষয়টি অনলাইনে হওয়ায় দ্রুততার সঙ্গে মক প্রবেশিকায় প্রাপ্ত নম্বর সেখানেই দিয়ে দেওয়া হবে ৷ মূলত কতগুলি উত্তর সঠিক এবং কতগুলি ভুল, তার ভিত্তিতে এই নম্বর যোগ হবে ৷
আরও পড়ুন: মাতৃভাষার বদলে পঠনপাঠনে গুরুত্ব ইরেজিকে, প্রেসিডেন্সি ছাড়ছেন বহু পড়ুয়া
মক টেস্টের প্রশ্নপত্র বর্তমান সিলেবাস, বেশ কয়েক বছরের পুরনো প্রশ্নপত্র এবং প্রবেশিকা প্রশ্নপত্র থেকে মিলিয়ে তৈরি করা হয়েছে ৷ আপাতত স্নাতক স্তরের প্রবেশিকার জন্য মক টেস্ট নেওয়া হবে ৷ স্নাতকোত্তরের মক টেস্টের ক্ষেত্রে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ৷ প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 20 ও 21 মে স্নাতক স্তরের প্রবেশিকা নেওয়া হবে ৷ অনলাইনে আবেদনপত্র দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ৷