কলকাতা, 5 ডিসেম্বর : ফের রক্ত পরীক্ষা করতে রোগী-পরিজনদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল R G কর মেডিকেল কলেজ ও হাসাপাতালে । বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা ।
মাস তিনেক আগেও রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নিয়ে রক্তপরীক্ষার অভিযোগ পেয়েছিল R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সেই সময় সমস্যার সমাধান হয়নি । রক্তের যে সব নমুনার পরীক্ষা হাসপাতালে হয় না, সে সব পরীক্ষা বেসরকারি এজেন্সিকে দিয়ে করানো হয় । এই পরীক্ষার জন্য ওই এজেন্সিকে টাকা দেওয়া হয় হাসপাতাল থেকে । কোন পরীক্ষার জন্য কত টাকা দেওয়া হবে তাও নির্ধারিত রয়েছে । এই পরীক্ষা করতে রোগী-পরিজনদের কাছ থেকে এই এজেন্সি টাকা নিতে পারে না । সরকার অনুমোদিত এই এজেন্সিকে এই জন্য হাসপাতালের মধ্যে বসার জায়গাও দেওয়া হয়েছে । কিন্তু অভিযোগ, রক্তের নমুনা পরীক্ষা করে দিয়ে রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে একই পরীক্ষার জন্য ভিন্ন রকমের টাকা চাওয়া হচ্ছে এই এজেন্সির কর্মীদের তরফে । এবার এক রোগীর আত্মীয় ৃ এই বিষয়টি ভিডিয়ো করেন । তারপরে কর্তৃপক্ষকে জানানো হয় ।
এমন অভিযোগের জেরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের এখানে রক্তের যে সব পরীক্ষা হয় না, সেগুলি করে দেয় বেসরকারি এই এজেন্সি । সরকার অনুমোদিত এই ব্যবস্থার জন্য হাসপাতালে সেন্টার রয়েছে । আমাদের এখানে যে সব পরীক্ষা হয়, তার জন্য আমরা এই এজেন্সিকে টাকা দেব না ।" শুধুমাত্র তাই নয় । তিনি বলেন, "মাস তিনেক আগেও এমন অভিযোগ পেয়েছিলাম । তখন সমস্যার সমাধান হয়নি । আবার এমন অভিযোগ উঠল । এ বার শেষ দেখে ছাড়া হবে । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"
এই হাসপাতালের এক আধিকারিক বলেন, "হয়তো কোনও দালাল চক্র ফের সক্রিয় হয়েছে । এই জন্য অভিযোগ উঠল । তবে, কোনটা ঠিক, কোনটা ভুল, সে সব তদন্ত করে দেখা হচ্ছে ।" হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই তদন্তের রিপোর্ট আজ পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।