ETV Bharat / state

বিনামূল্যে হওয়া রক্ত পরীক্ষার জন্য লাগছে টাকা, তদন্তে R G কর কর্তৃপক্ষ - Blood test

হাসপাতালে হয় না এমন রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের অন্দরেই রয়েছে এজেন্সি, যার সমস্ত খরচ বহন করে সরকার । ফলে হাসপাতালের নিজস্ব প্যাথলজিতে রক্ত পরীক্ষা না করিয়ে এই এজেন্সিতে করালেও টাকা লাগার কথা নয় । কিন্তু R G কর মেডিকেল কলেজে এই এজেন্সিই রোগী- পরিজনদের থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে । ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ ।

R G Kar medical College and Hospital
R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Dec 5, 2019, 3:32 AM IST

Updated : Dec 6, 2019, 6:26 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর : ফের রক্ত পরীক্ষা করতে রোগী-পরিজনদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল R G কর মেডিকেল কলেজ ও হাসাপাতালে । বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা ।

মাস তিনেক আগেও রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নিয়ে রক্তপরীক্ষার অভিযোগ পেয়েছিল R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সেই সময় সমস্যার সমাধান হয়নি । রক্তের যে সব নমুনার পরীক্ষা হাসপাতালে হয় না, সে সব পরীক্ষা বেসরকারি এজেন্সিকে দিয়ে করানো হয় । এই পরীক্ষার জন্য ওই এজেন্সিকে টাকা দেওয়া হয় হাসপাতাল থেকে । কোন পরীক্ষার জন্য কত টাকা দেওয়া হবে তাও নির্ধারিত রয়েছে । এই পরীক্ষা করতে রোগী-পরিজনদের কাছ থেকে এই এজেন্সি টাকা নিতে পারে না । সরকার অনুমোদিত এই এজেন্সিকে এই জন্য হাসপাতালের মধ্যে বসার জায়গাও দেওয়া হয়েছে । কিন্তু অভিযোগ, রক্তের নমুনা পরীক্ষা করে দিয়ে রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে একই পরীক্ষার জন্য ভিন্ন রকমের টাকা চাওয়া হচ্ছে এই এজেন্সির কর্মীদের তরফে । এবার এক রোগীর আত্মীয় ৃ এই বিষয়টি ভিডিয়ো করেন । তারপরে কর্তৃপক্ষকে জানানো হয় ।

এমন অভিযোগের জেরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের এখানে রক্তের যে সব পরীক্ষা হয় না, সেগুলি করে দেয় বেসরকারি এই এজেন্সি । সরকার অনুমোদিত এই ব্যবস্থার জন্য হাসপাতালে সেন্টার রয়েছে
। আমাদের এখানে যে সব পরীক্ষা হয়, তার জন্য আমরা এই এজেন্সিকে টাকা দেব না ।" শুধুমাত্র তাই নয় । তিনি বলেন, "মাস তিনেক আগেও এমন অভিযোগ পেয়েছিলাম । তখন সমস্যার সমাধান হয়নি । আবার এমন অভিযোগ উঠল । এ বার শেষ দেখে ছাড়া হবে । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

এই হাসপাতালের এক আধিকারিক বলেন, "হয়তো কোনও দালাল চক্র ফের সক্রিয় হয়েছে । এই জন্য অভিযোগ উঠল । তবে, কোনটা ঠিক, কোনটা ভুল, সে সব তদন্ত করে দেখা হচ্ছে ।" হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই তদন্তের রিপোর্ট আজ পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 5 ডিসেম্বর : ফের রক্ত পরীক্ষা করতে রোগী-পরিজনদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল R G কর মেডিকেল কলেজ ও হাসাপাতালে । বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা ।

মাস তিনেক আগেও রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নিয়ে রক্তপরীক্ষার অভিযোগ পেয়েছিল R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সেই সময় সমস্যার সমাধান হয়নি । রক্তের যে সব নমুনার পরীক্ষা হাসপাতালে হয় না, সে সব পরীক্ষা বেসরকারি এজেন্সিকে দিয়ে করানো হয় । এই পরীক্ষার জন্য ওই এজেন্সিকে টাকা দেওয়া হয় হাসপাতাল থেকে । কোন পরীক্ষার জন্য কত টাকা দেওয়া হবে তাও নির্ধারিত রয়েছে । এই পরীক্ষা করতে রোগী-পরিজনদের কাছ থেকে এই এজেন্সি টাকা নিতে পারে না । সরকার অনুমোদিত এই এজেন্সিকে এই জন্য হাসপাতালের মধ্যে বসার জায়গাও দেওয়া হয়েছে । কিন্তু অভিযোগ, রক্তের নমুনা পরীক্ষা করে দিয়ে রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । কোনও কোনও ক্ষেত্রে একই পরীক্ষার জন্য ভিন্ন রকমের টাকা চাওয়া হচ্ছে এই এজেন্সির কর্মীদের তরফে । এবার এক রোগীর আত্মীয় ৃ এই বিষয়টি ভিডিয়ো করেন । তারপরে কর্তৃপক্ষকে জানানো হয় ।

এমন অভিযোগের জেরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের এখানে রক্তের যে সব পরীক্ষা হয় না, সেগুলি করে দেয় বেসরকারি এই এজেন্সি । সরকার অনুমোদিত এই ব্যবস্থার জন্য হাসপাতালে সেন্টার রয়েছে
। আমাদের এখানে যে সব পরীক্ষা হয়, তার জন্য আমরা এই এজেন্সিকে টাকা দেব না ।" শুধুমাত্র তাই নয় । তিনি বলেন, "মাস তিনেক আগেও এমন অভিযোগ পেয়েছিলাম । তখন সমস্যার সমাধান হয়নি । আবার এমন অভিযোগ উঠল । এ বার শেষ দেখে ছাড়া হবে । অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

এই হাসপাতালের এক আধিকারিক বলেন, "হয়তো কোনও দালাল চক্র ফের সক্রিয় হয়েছে । এই জন্য অভিযোগ উঠল । তবে, কোনটা ঠিক, কোনটা ভুল, সে সব তদন্ত করে দেখা হচ্ছে ।" হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই তদন্তের রিপোর্ট আজ পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, ৪ ডিসেম্বর: মাস তিনেক আগেও রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নিয়ে রক্তপরীক্ষার অভিযোগ পেয়েছিল RG KAR মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সময় সমস্যার সমাধান হয়নি। আবার অভিযোগ উঠল। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বার তারা শেষ দেখে ছাড়বে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Body:রক্তের যে সব নমুনার পরীক্ষা RG KAR মেডিকেল কলেজ ও হাসপাতালে হয় না, সে সব পরীক্ষা বেসরকারি এজেন্সিকে দিয়ে করানো হয়। এই পরীক্ষার জন্য ওই এজেন্সিকে টাকা দেওয়া হয় হাসপাতাল থেকে। কোন পরীক্ষার জন্য কত টাকা দেওয়া হবে তাও নির্ধারিত রয়েছে। এই পরীক্ষা করিয়ে দিয়ে রোগী-পরিজনদের কাছ থেকে এই এজেন্সি টাকা নিতে পারে না। সরকার অনুমোদিত এই এজেন্সিকে এই জন্য হাসপাতালের মধ্যে বসার জায়গা দেওয়া হয়েছে। অভিযোগ, রক্তের নমুনা পরীক্ষা করে দিয়ে রোগী-পরিজনদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে একই পরীক্ষার জন্য ভিন্ন রকমের টাকা চাওয়া হচ্ছে এই এজেন্সির কর্মীদের তরফে। এক রোগী পরিজন এই বিষয়টি ভিডিও করেন। তার পরে বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানান।

এমন অভিযোগের জেরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। RG KAR মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের এখানে রক্তের যে সব পরীক্ষা হয় না, সেগুলি করে দেয় বেসরকারি এই এজেন্সি। সরকার অনুমোদিত এই ব্যবস্থার জন্য হাসপাতালে সেন্টার রয়েছে।" তিনি বলেন, "আমাদের এখানে যে সব পরীক্ষা হয়, তার জন্য আমরা এই এজেন্সিকে টাকা দেব না।" শুধুমাত্র তাই নয়। তিনি বলেন, "মাস তিনেক আগে এমন অভিযোগ পেয়েছিলাম। তখন সমস্যার সমাধান হয়নি। আবার এমন অভিযোগ উঠল। এ বার শেষ দেখে ছাড়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
Conclusion:এই হাসপাতালের এক আধিকারিক বলেন, "হয়তো কোনও দালাল চক্র ফের সক্রিয় হয়েছে। এই জন্য অভিযোগ উঠল। তবে, কোনটা ঠিক, কোনটা ভুল, সে সব তদন্ত করে দেখা হচ্ছে।" হাসপাতালের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার তদন্তের রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
_______


ভিস্যুয়াল:
wb_kol_02a_rgkar_blood_complain_vis_7203421



Last Updated : Dec 6, 2019, 6:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.