হাওড়া, 13 মে: বিশিষ্ট চিকিৎসক এবং হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে সাম্মানিক চিকিৎসা পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই মর্মে একটি নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে ।
রাজ্যপালের চিকিৎসা পরামর্শদাতা হিসেবে নিয়োগের পর রথীনবাবু জানান, এতে তিনি সম্মানিত বোধ করছেন । কিছুদিন আগে এক চিঠিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাঁকে ওই পদে নিয়োগ করেন । এই বিষয়ে রথীনবাবু জানিয়েছেন, এর আগে 1977 সালে তাঁর বাবা তথা প্রয়াত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীকে রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং রাজভবনের চিকিৎসক হিসেবে নিয়োগ করেছিলেন । 2003 সালে ভোলানাথবাবুর মৃত্যুর পর, রাজ্যপাল বীরেন শাহ রথীনবাবুকে ওই পদে নিয়োগ করেন । পরবর্তী রাজ্যপালদেরও তিনি চিকিৎসা করেছেন বলে দাবি করেছেন তিনি । এছাড়াও তিনি ভারত সরকারের একাধিক স্বাস্থ্য কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে ।
এছাড়াও তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের মেয়র পদে পাঁচ বছর দায়িত্ব সামলান রথীন চক্রবর্তী । 2013 সালের ডিসেম্বর থেকে 2018 সাল পর্যন্ত হাওড়ার মহানাগরিক হিসাবে কর্মরত ছিলেন । সেই পৌরবোর্ডের মেয়াদ শেষ হয় 10 ডিসেম্বর 2018 । এরপর হাওড়া পৌরনিগম বোর্ডহীন থাকায় একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডকে দায়িত্ব দেওয়া হয় । সেই বোর্ডেরও সদস্য ছিলেন তিনি । এছাড়াও একাধিক কাজে হাওড়া ও কলকাতা দুই জায়গাতেই সমানভাবে সক্রিয় হাওড়ার প্রাক্তন মহানাগরিক ।