ETV Bharat / state

যাদবপুরের কোর্ট বৈঠকে থাকতে পারেন রাজ্যপাল

author img

By

Published : Oct 16, 2019, 8:17 PM IST

Updated : Oct 16, 2019, 9:42 PM IST

আগামী শুক্রবার অর্থাৎ 18 অক্টোবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে থাকতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সাম্প্রতিককালে কোনও বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে রাজ্যপালের উপস্থিত থাকার ঘটনা নজিরবিহীন ৷ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে ৷

রাজ্যপাল জগদীপ ধনকর

কলকাতা, 16 অক্টোবর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । যা সাম্প্রতিককালে কখনও ঘটেনি ৷ আগামী শুক্রবার সমাবর্তন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক হতে চলেছে । যেখানে কোনও কোনও ব্যক্তিকে সাম্মানিক D.Litt ও D.Sc দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে । জানা গেছে, কোর্ট কমিটির চেয়ারপারসন হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন আচার্য ৷ নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে । রাজভবন সূত্রে খবর, তিনি ওই বৈঠকে যাবেন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে যে ঘটনা ঘটেছিল তারপর এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখতে চলেছেন জগদীপ ধনকড় ।

আগামী 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে । প্রতি বছরের মতো এবছরও কোন কোন ব্যক্তিকে সাম্মানিক D.Litt বা D.Sc দেওয়া হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে । ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের একজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে D.Litt ও D.Sc-র প্রাপক হিসেবে মোট চার জনের নাম নির্দিষ্ট করা হয়েছে । সাম্মানিক D.Litt-এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে । D.Sc-র জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন CNR রাও এবং ISI-এর ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছিল । সবকটি নামই 30 সেপ্টেম্বর একজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছিল । তারপর কোর্ট বৈঠকে প্রস্তাবিত নামগুলিতে চূড়ান্ত সিলমোহর পড়ার কথা । আগামী শুক্রবার সকাল 11টায় হবে এই কোর্ট বৈঠক ।

কোর্ট বৈঠকে রাজ্যপালের আসার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "আগামী 18 তারিখ 11টার সময় কোর্ট বৈঠক শুরু হবে । আমরা আচার্যকে ও কোর্ট সদস্যদের আমন্ত্রণ জানিয়েছি । এই বৈঠকেই আমাদের পরবর্তী পদক্ষেপ ও সমাবর্তনের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আশা করছি আচার্য আসবেন।" রাজভবন সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল । শুক্রবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাবেন । সাম্প্রতিককালের ইতিহাসে কোনও রাজ্যপালের কোর্ট বৈঠকে যাওয়ার নজির নেই বলেই জানা গেছে । পাশাপাশি, কীভাবে D.Litt ও D.Sc প্রাপকদের নির্বাচন করা হল সেই তথ্য চেয়ে পাঠিয়েছিলেন আচার্য । এটাও প্রথম । সূত্রের খবর, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, আগামীদিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও উনি যাবেন বলে জানা গেছে ।

কলকাতা, 16 অক্টোবর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । যা সাম্প্রতিককালে কখনও ঘটেনি ৷ আগামী শুক্রবার সমাবর্তন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক হতে চলেছে । যেখানে কোনও কোনও ব্যক্তিকে সাম্মানিক D.Litt ও D.Sc দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে । জানা গেছে, কোর্ট কমিটির চেয়ারপারসন হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন আচার্য ৷ নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে । রাজভবন সূত্রে খবর, তিনি ওই বৈঠকে যাবেন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে যে ঘটনা ঘটেছিল তারপর এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখতে চলেছেন জগদীপ ধনকড় ।

আগামী 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে । প্রতি বছরের মতো এবছরও কোন কোন ব্যক্তিকে সাম্মানিক D.Litt বা D.Sc দেওয়া হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে । ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের একজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে D.Litt ও D.Sc-র প্রাপক হিসেবে মোট চার জনের নাম নির্দিষ্ট করা হয়েছে । সাম্মানিক D.Litt-এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে । D.Sc-র জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন CNR রাও এবং ISI-এর ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছিল । সবকটি নামই 30 সেপ্টেম্বর একজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছিল । তারপর কোর্ট বৈঠকে প্রস্তাবিত নামগুলিতে চূড়ান্ত সিলমোহর পড়ার কথা । আগামী শুক্রবার সকাল 11টায় হবে এই কোর্ট বৈঠক ।

কোর্ট বৈঠকে রাজ্যপালের আসার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "আগামী 18 তারিখ 11টার সময় কোর্ট বৈঠক শুরু হবে । আমরা আচার্যকে ও কোর্ট সদস্যদের আমন্ত্রণ জানিয়েছি । এই বৈঠকেই আমাদের পরবর্তী পদক্ষেপ ও সমাবর্তনের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আশা করছি আচার্য আসবেন।" রাজভবন সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল । শুক্রবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাবেন । সাম্প্রতিককালের ইতিহাসে কোনও রাজ্যপালের কোর্ট বৈঠকে যাওয়ার নজির নেই বলেই জানা গেছে । পাশাপাশি, কীভাবে D.Litt ও D.Sc প্রাপকদের নির্বাচন করা হল সেই তথ্য চেয়ে পাঠিয়েছিলেন আচার্য । এটাও প্রথম । সূত্রের খবর, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, আগামীদিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও উনি যাবেন বলে জানা গেছে ।

Intro:কলকাতা, ১৬ অক্টোবর: সাম্প্রতিককালের নজির ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। আগামী শুক্রবার সমাবর্তন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক হতে চলেছে। যেখানে কোন কোন ব্যক্তিকে সাম্মানিক D.Litt ও D.Sc দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জানা গেছে, কোর্ট কমিটির চেয়ারপার্সন হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন আচার্য। নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাঁকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। রাজভবন সূত্রে খবর, তিনি ওই বৈঠকে যাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে যে ঘটনা ঘটেছিল তারপর এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখতে চলেছেন জগদীপ ধনকর।
Body:আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। প্রতি বছরের মতো এবছরও কোন কোন ব্যক্তিকে সাম্মানিক D.Litt বা D.Sc দেওয়া হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে D.Litt ও D.Sc-র প্রাপক হিসেবে মোট চারজনের নাম নির্দিষ্ট করা হয়েছে। সাম্মানিক D.Litt-এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সালমান হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে। D.Sc-র জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সিএনআর রাও এবং ISI-এর ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছিল। সবকটি নামই ৩০ সেপ্টেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছিল। তারপর কোর্ট বৈঠকে প্রস্তাবিত নামগুলিতে চূড়ান্ত সীলমোহর পড়ার কথা। আগামী শুক্রবার সকাল ১১টায় হবে এই কোর্ট বৈঠক।

কোর্ট বৈঠকে রাজ্যপালের আসার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "আগামী ১৮ তারিখ ১১টার সময় কোর্ট বৈঠক শুরু হবে। সেই হিসেবে আমরা আমাদের মাননীয় আচার্যকে আমন্ত্রণ জানিয়েছি ও কোর্ট সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছি। ওই বৈঠকেই আমাদের পরবর্তী পদক্ষেপ ও সমাবর্তনের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আচার্য হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো আমাদের উচিত, সেটাই করেছি। আশা করছি উনি আসবেন।"

রাজভবন সূত্রে জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যাওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তিনি শুক্রবার যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে। সাম্প্রতিককালের ইতিহাসে কোনও রাজ্যপালের কোর্ট বৈঠকে যাওয়ার নজির নেই বলেই জানা গেছে। পাশাপাশি, কীভাবে D.Litt ও D.Sc প্রাপকদের নির্বাচন করা হল সেই তথ্য চেয়ে পাঠিয়েছিলেন আচার্য। এটাও প্রথম। সূত্রের খবর, শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, আগামীদিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও উনি যাবেন।
Conclusion:
Last Updated : Oct 16, 2019, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.