ETV Bharat / state

"আমি বলার পর রাজ্য উদ্যোগ নেয়", বাংলায় JEE-র প্রশ্নপত্র নিয়ে টুইট রাজ্যপালের - বাংলায় কেন জয়েন্ট এন্ট্রান্স নয়

রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে লিখেছেন, "2013 সালের 10 অক্টোবর প্রথমবার (ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে) যোগাযোগ করা হয় ৷ এরপর আবার যোগাযোগ করা হয়েছে 2019 সালের 7 নভেম্বর । পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি জনসমক্ষে আবেদন করার পর শেষ (এবছর) যোগাযোগ করা হয়েছিল । শুধুমাত্র পড়ুয়াদের কল্যাণের বিষয়ে চিন্তা করা উচিত ।"

রাজ্যপাল
author img

By

Published : Nov 20, 2019, 7:25 PM IST

Updated : Nov 20, 2019, 9:01 PM IST

কলকাতা, 20 নভেম্বর : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি টুইট করেন, "আমি সর্বসমক্ষে বিষয়টি নিয়ে বলার পরেই JEE পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে বাংলায় প্রশ্নপত্র করার আবেদন করে চিঠি পাঠায় রাজ্য৷"

বাংলায় কেন জয়েন্ট এন্ট্রান্স নয়- এই প্রশ্ন তুলে সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষাতেও করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়ে আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র বাংলায় করার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয় ।

  • @MamataOfficial⁩. First communication of October 10,2013 and now one on November 07,2019. The last one after I had publicly pleaded that steps need to be taken by State of W B. There should be concern only for the welfare of Students. pic.twitter.com/u00tsiRCGB

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাজ্যপাল জগদীপ ধনকড় একটি টুইট করেন । টুইটে লিখেছেন, "2013 সালের 10 অক্টোবর প্রথমবার (ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে) যোগাযোগ করা হয় ৷ এরপর আবার যোগাযোগ করা হয়েছে 2019 সালের 7 নভেম্বর । পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি জনসমক্ষে আবেদন করার পর শেষ (এবছর) যোগাযোগ করা হয়েছিল । শুধুমাত্র পড়ুয়াদের কল্যাণের বিষয়ে চিন্তা করা উচিত ।" টুইটে তিনি 2013 ও 2019 সালে বাংলা ভাষায় প্রশ্নপত্রের আবেদন জানিয়ে রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পাঠানো চিঠির ছবিও পোস্ট করেছেন ।

কলকাতা, 20 নভেম্বর : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি টুইট করেন, "আমি সর্বসমক্ষে বিষয়টি নিয়ে বলার পরেই JEE পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে বাংলায় প্রশ্নপত্র করার আবেদন করে চিঠি পাঠায় রাজ্য৷"

বাংলায় কেন জয়েন্ট এন্ট্রান্স নয়- এই প্রশ্ন তুলে সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষাতেও করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়ে আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র বাংলায় করার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয় ।

  • @MamataOfficial⁩. First communication of October 10,2013 and now one on November 07,2019. The last one after I had publicly pleaded that steps need to be taken by State of W B. There should be concern only for the welfare of Students. pic.twitter.com/u00tsiRCGB

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাজ্যপাল জগদীপ ধনকড় একটি টুইট করেন । টুইটে লিখেছেন, "2013 সালের 10 অক্টোবর প্রথমবার (ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে) যোগাযোগ করা হয় ৷ এরপর আবার যোগাযোগ করা হয়েছে 2019 সালের 7 নভেম্বর । পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি জনসমক্ষে আবেদন করার পর শেষ (এবছর) যোগাযোগ করা হয়েছিল । শুধুমাত্র পড়ুয়াদের কল্যাণের বিষয়ে চিন্তা করা উচিত ।" টুইটে তিনি 2013 ও 2019 সালে বাংলা ভাষায় প্রশ্নপত্রের আবেদন জানিয়ে রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পাঠানো চিঠির ছবিও পোস্ট করেছেন ।

Intro:কলকাতা, ২০ নভেম্বর: সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা নিয়ে ট্যুইট করে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সকালে এ বিষয়ে একটি ট্যুইট করেন তিনি। ট্যুইটে রাজ্যপাল দাবি করেছেন, তিনি জনসমক্ষে জয়েন্ট নিয়ে রাজ্য সরকারের উপযুক্ত পদক্ষেপ ‌নেওয়া উচিত বলার পরেই JEE (Main) ২০২০-তে বাংলায় প্রশ্নপত্রের আবেদন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়েছে রাজ্য।

Body:সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় ইংরেজি ও হিন্দির সঙ্গে গুজরাতিতেও প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট পরীক্ষায় বাংলা ভাষার প্রশ্নপত্রের দাবি জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল। বাংলা ভাষায় প্রশ্নপত্রের বিষয়টি নিয়ে রাজ্যপালের দারস্থ হয় বাম ও কংগ্রেসও। রাজ্যের তরফ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়ে আবেদন করা হয় JEE (Main) ২০২০-তে বাংলা ভাষায় প্রশ্নপত্র করার।

আজ রাজ্যপাল জগদীপ ধনকড় একটি ট্যুইট করেন। যেখানে তিনি লিখেছেন, প্রথম যোগাযোগ ২০১৩ সালের ১০ অক্টোবর ও এখন একটি যোগাযোগ করা হয়েছে ২০১৯ সালের ৭ নভেম্বর। পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি জনসমক্ষে আবেদন করার পর শেষ যোগাযোগটি করা হয়। শুধুমাত্র পড়ুয়াদের কল্যানের বিষয়ে চিন্তা করা উচিত। ট্যুইটে তিনি ২০১৩ সালে রাজ্য সরকারের পাঠানো চিঠি ও সম্প্রতি ২০১৯ সালের ৯ নভেম্বর বাংলা ভাষায় প্রশ্নপত্রের আবেদন জানিয়ে চিঠির ছবিও দিয়েছেন।

Conclusion:
Last Updated : Nov 20, 2019, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.