কলকাতা, 20 নভেম্বর : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি টুইট করেন, "আমি সর্বসমক্ষে বিষয়টি নিয়ে বলার পরেই JEE পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে বাংলায় প্রশ্নপত্র করার আবেদন করে চিঠি পাঠায় রাজ্য৷"
বাংলায় কেন জয়েন্ট এন্ট্রান্স নয়- এই প্রশ্ন তুলে সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষাতেও করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়ে আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স (মেন) - এর প্রশ্নপত্র বাংলায় করার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয় ।
-
@MamataOfficial. First communication of October 10,2013 and now one on November 07,2019. The last one after I had publicly pleaded that steps need to be taken by State of W B. There should be concern only for the welfare of Students. pic.twitter.com/u00tsiRCGB
— Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@MamataOfficial. First communication of October 10,2013 and now one on November 07,2019. The last one after I had publicly pleaded that steps need to be taken by State of W B. There should be concern only for the welfare of Students. pic.twitter.com/u00tsiRCGB
— Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2019@MamataOfficial. First communication of October 10,2013 and now one on November 07,2019. The last one after I had publicly pleaded that steps need to be taken by State of W B. There should be concern only for the welfare of Students. pic.twitter.com/u00tsiRCGB
— Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2019
আজ রাজ্যপাল জগদীপ ধনকড় একটি টুইট করেন । টুইটে লিখেছেন, "2013 সালের 10 অক্টোবর প্রথমবার (ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে) যোগাযোগ করা হয় ৷ এরপর আবার যোগাযোগ করা হয়েছে 2019 সালের 7 নভেম্বর । পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি জনসমক্ষে আবেদন করার পর শেষ (এবছর) যোগাযোগ করা হয়েছিল । শুধুমাত্র পড়ুয়াদের কল্যাণের বিষয়ে চিন্তা করা উচিত ।" টুইটে তিনি 2013 ও 2019 সালে বাংলা ভাষায় প্রশ্নপত্রের আবেদন জানিয়ে রাজ্যের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পাঠানো চিঠির ছবিও পোস্ট করেছেন ।