কলকাতা, 12 মার্চ: রাজ্যপালের মধ্যস্থতায় মমতা সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে রাজি সরকারি কর্মচারীরা ৷ রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন আন্দোলনকারীরা । এরপরেই একথা জানান তাঁরা ৷ এদিন বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ প্রতিনিধি । সেই দলে ছিলেন আন্দোলনকারী ভাস্কর ঘোষও । শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে । সেইজন্য আলোচনা করতে রবিবার সকাল 11টায় রাজ্যপালের কাছে পৌঁছন সরকারি কর্মচারীরা ।
রাজভবনে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা: কেন্দ্রীয় হারে ডিএ'র দাবিতে শহিদ মিনারের সামনে 45 দিন ধরে অনশনে রয়েছে রাজ্য সরকারের 55টি সংগঠন । 31 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে তারা । একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন । তবে নিজেদের দাবি থেকে এক পা'ও সরতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা । অপরদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও আলোচনার কথা জানিয়েছিলেন । সেই মতোই আজ রাজভবনে আলোচনা করতে যান আন্দোলনকারীরা ।
রাজ্যপালের সঙ্গে বৈঠক: সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে প্রায় 15 মিনিট কথা বলেন তাঁরা । বৈঠকের পরে রাজভবন থেকে বেড়িয়ে এসে সাংবাদিকেদের মুখোমুখি হন ওই পাঁচজন প্রতিনিধি । তাঁদের পক্ষ থেকে আন্দোলনকারী সরকারি কর্মী বিপুল রায় বলেন, "রাজ্যপাল অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন । তবে সরকার এখনও এই বিষয় নিয়ে কোনও কথা বলেনি । ফলত আমরা ত্রিপাক্ষিক একটি বৈঠকের কথা বলেছি । রাজ্যপালের সামনে আমরা রাজ্য সরকারের থেকে শুনতে চাই তাঁদের কী সমস্যা । তারপরেই আন্দোলন তোলার কথা ভাবা হবে ৷"
10 তারিখের ধর্মঘটের প্রভাব: এছাড়াও আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, 10 তারিখের ধর্মঘটে যারা অংশ নিয়েছেন তাঁদের উপর বহিরাগতদের আক্রমণ চলছে । ফলে রাজ্যপালের কাছে তাঁরা এই অভিযোগও তুলে ধরেছেন । এমনকী তাঁদের কথা অনুযায়ী, এই সম্পূর্ণ ঘটনাটিতে আশ্বস্ত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সূত্রের খবর, রাজ্যপালকে এই প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক চায় তাঁরা । রাজ্যপাল জানিয়েছেন, তিনি সাংবিধানিক পদে থেকে যতটা সম্ভব চেষ্টা করবেন । তাঁর মধ্যস্থতায় এই বৈঠক আয়োজনের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন সিভি আনন্দ বোস ।
প্রসঙ্গত, বকেয়া ডিএ মেটানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারী কর্মীরা । আন্দোলনের কর্মসূচি হিসাবে কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন তাঁরা । পাশাপাশি 10 মার্চ সারা রাজ্যে ধর্মঘট হয় । তাতে সামিল হয় সরকারি কর্মীরা ৷ তার জেরে তাদের শাসকদলের রোষের মুখেও পড়তে হয় ৷ বেশ কিছু যায়গায় কর্মস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিদের ৷ তবে এই বকেয়া ডিএ'কে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মতবিরোধ । রাজ্যপালের হস্তক্ষেপে সমাধানের আশায় দিন গুনছেন সকলে ৷
আরও পড়ুন: অনশন ছেড়ে আলোচনায় বসুন ! টুইটে বার্তা রাজ্যপাল আনন্দ বোসের