কলকাতা, 17 জানুয়ারি: আজ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির (West Bengal Universities) উপাচার্যদের সঙ্গে বৈঠকে মিলিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor Meets University VCs)৷ রাজ্যপাল হওয়ার পর থেকে এই প্রথমবার বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন আচার্য ৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellors of West Bengal Universities) আজ রাজভবনের এই বৈঠকে যোগ দিয়েছেন ৷ কথা ছিল, 30টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আসবেন এই বৈঠকে ৷ তবে তার মধ্যে 23টি বিশ্ববিদ্যালয় উপাচার্য আজকের বৈঠকে যোগ দিয়েছেন ।
যে বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যরা আজ এই বৈঠকে এসেছেন তাঁরা হলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়, হাইয়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কৌশিকী দাশগুপ্ত, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রতকুমার দে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপনকুমার বিশ্বাস ৷
আরও পড়ুন: চার বছর ধরে বন্ধ; পুনরায় প্রেসিডেন্সির সমাবর্তন শুরু করার দাবি পড়ুয়াদের
এ ছাড়াও বৈঠকে যোগ দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিসকুমার চট্টোপাধ্যায়, কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়, মৌলানা আবুল আজাদের উপাচার্য সৈকত মৈত্র, সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা, বারাসত স্টেট ইউনিভার্সিটির উপাচার্য মহুয়া দাস,
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের উপাচার্য সোমা বন্দ্যপাধ্যায় ।