কলকাতা, 19 নভেম্বর : অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই মুহূর্তে SSKM হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালেই রাজ্যপাল জগদীপ ধনকড় হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান । মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গতকাল নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে । গতকাল তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে ।
মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, " মেন আর্টারিতে ব্লক ছিল । স্টেন্ট বসিয়ে তা খুলে দেওয়া হয়েছে । সাকসেসফুল হয়েছে । " তিনি আরও বলেন, " ওনাকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে । তার পরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন । প্রায় কুড়ি বছর ধরে রবীন্দ্রনাথ ঘোষের ডায়াবেটিস রয়েছে । নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস ।" পাশাপাশি রঘুনাথবাবু জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে । ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যাও দেখা দিয়েছিল । তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে ।
গতকাল উত্তরবঙ্গ সফর থেকে সন্ধ্যায় কলকাতা ফিরেছেন রাজ্যপাল । রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছে। গতকালও উত্তরবঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তারপর আজ সকালেই ছুটে গেলেন অসুস্থ মন্ত্রীকে দেখতে।