ETV Bharat / state

রাজ্য পুলিশের পদক্ষেপ যন্ত্রণাদায়ক, ফের টুইটারে সমালোচনা রাজ্যপালের

author img

By

Published : Sep 21, 2020, 12:44 PM IST

19 সেপ্টেম্বর ভোররাতে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ছ'জনকে । তাদের গ্রেপ্তারির পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল । আজ ফের পুলিশ-প্রশানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷

Jagdeep Dhankar
জগদীপ ধনকড়

কলকাতা , 21 সেপ্টেম্বর : পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কয়েকদিন আগে আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পরই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছিলেন তিনি ৷ প্রশ্ন তুলেছিলেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ আজ ফের তিনটি টুইট করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ৷

দু’দিন আগেই আল কায়দা জঙ্গি গ্রেপ্তার নিয়ে DGP-র বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছিলেন, DGP বাস্তব থেকে অনেক দূরে । যা যথেষ্ট বিরক্তিকর । আজ ফের টুইটারে তিনি লেখেন , ’’আইনশৃঙ্খলা নিয়ে কোনও গুরুত্বই নেই ৷ রাজ্য ইতিমধ্যে সন্ত্রাস, অপরাধ, বোমা তৈরির নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে ৷ আশা করি তিনি (DGP) বাস্তব পরিস্থিতি বুঝেই চেষ্টা করছেন ৷’’

রাজ্যপাল আরও লেখেন, "আমি যখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে DGP-র কাছে জানতে চাই তখন তিনি দু'টি বাক্যে উত্তর দিয়েছিলেন । বলেছিলেন, রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা মেনেই কাজ করে । কারও প্রতি কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হয় না ।"

তাঁর অভিযোগ, পুলিশ ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে ৷ বিরোধী দলের সাংসদ, বিধায়ক , কর্মীদের উপর যে হামলা চালানো হচ্ছে সেক্ষেত্রে পুলিশের একতরফা কার্যকলাপ কখনওই গ্রহণযোগ্য নয় ৷ পুলিশ-রাজ্য প্রশাসনের এই ধরনের কার্যকলাপ মানবাধিকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

শেষ টুইটে তিনি আরও অভিযোগ করেন , রাজনৈতিক নেতাদের সামনে পুলিশ সবসময় নতজানু হয়ে থাকে ৷ যা কখনওই কাম্য নয় ৷

19 সেপ্টেম্বর ভোর রাতে মুর্শিদাবাদ থেকে ছ'জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারির পর রাজ্য প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল । আজ ফের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷

কলকাতা , 21 সেপ্টেম্বর : পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কয়েকদিন আগে আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পরই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছিলেন তিনি ৷ প্রশ্ন তুলেছিলেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ আজ ফের তিনটি টুইট করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ৷

দু’দিন আগেই আল কায়দা জঙ্গি গ্রেপ্তার নিয়ে DGP-র বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছিলেন, DGP বাস্তব থেকে অনেক দূরে । যা যথেষ্ট বিরক্তিকর । আজ ফের টুইটারে তিনি লেখেন , ’’আইনশৃঙ্খলা নিয়ে কোনও গুরুত্বই নেই ৷ রাজ্য ইতিমধ্যে সন্ত্রাস, অপরাধ, বোমা তৈরির নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে ৷ আশা করি তিনি (DGP) বাস্তব পরিস্থিতি বুঝেই চেষ্টা করছেন ৷’’

রাজ্যপাল আরও লেখেন, "আমি যখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে DGP-র কাছে জানতে চাই তখন তিনি দু'টি বাক্যে উত্তর দিয়েছিলেন । বলেছিলেন, রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা মেনেই কাজ করে । কারও প্রতি কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হয় না ।"

তাঁর অভিযোগ, পুলিশ ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে ৷ বিরোধী দলের সাংসদ, বিধায়ক , কর্মীদের উপর যে হামলা চালানো হচ্ছে সেক্ষেত্রে পুলিশের একতরফা কার্যকলাপ কখনওই গ্রহণযোগ্য নয় ৷ পুলিশ-রাজ্য প্রশাসনের এই ধরনের কার্যকলাপ মানবাধিকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

শেষ টুইটে তিনি আরও অভিযোগ করেন , রাজনৈতিক নেতাদের সামনে পুলিশ সবসময় নতজানু হয়ে থাকে ৷ যা কখনওই কাম্য নয় ৷

19 সেপ্টেম্বর ভোর রাতে মুর্শিদাবাদ থেকে ছ'জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারির পর রাজ্য প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল । আজ ফের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.