ETV Bharat / state

আগামীকাল ফের বিধানসভা যাচ্ছেন রাজ্যপাল, থাকছেন না অধ্যক্ষ - রাজ্যপাল

আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল । বিধানসভার গ্রন্থাগার, অধিবেশন কক্ষ, অধ্যক্ষের ঘর, কমিটির বৈঠকের ঘর সহ বাম, কংগ্রেস ও BJP -ঘর পরিদর্শন করবেন তিনি ।

Jagdeep Dhankhar
ফাইল ফোটো
author img

By

Published : Dec 16, 2019, 11:40 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : গত সপ্তাহে বিধানসভা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি । ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল । আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন তিনি ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রাজ্য-রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় । গত সপ্তাহে বিধানসভায় নির্দিষ্ট গেট দিয়ে রাজ্যপাল ঢুকতে না পারায় সেই সংঘাত আরও তীব্র হয় । 5 ডিসেম্বর (বৃহস্পতিবার) বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু নির্দিষ্ট গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভায় ঢুকতে পারেননি । সেখানে তখন ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল । রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে ক্ষোভ প্রকাশ করেন ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল । বিধানসভার গ্রন্থাগার, অধিবেশন কক্ষ, অধ্যক্ষের ঘর, কমিটির বৈঠকের ঘর সহ বাম, কংগ্রেস ও BJP -ঘর পরিদর্শন করবেন তিনি । যদিও আগেরবারের মতো আগামীকাল কোনওরকম সমস্যা হবে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে । রাজ্যপাল গাড়ি নিয়ে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন বলে সূত্রের খবর । কিন্তু তা সত্ত্বেও রাজ্যপালের বিধানসভা পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । কারণ আগামীকাল বিধানসভায় থাকবেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । থাকছেন না বিধানসভার সচিবও । দু'জনেই প্রিসাইডিং সেমিনারে দেরাদুনে রয়েছেন । সেক্ষেত্রে কাল ফের রাজ্যপাল ক্ষোভ করেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।

কলকাতা, 16 ডিসেম্বর : গত সপ্তাহে বিধানসভা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি । ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল । আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন তিনি ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রাজ্য-রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় । গত সপ্তাহে বিধানসভায় নির্দিষ্ট গেট দিয়ে রাজ্যপাল ঢুকতে না পারায় সেই সংঘাত আরও তীব্র হয় । 5 ডিসেম্বর (বৃহস্পতিবার) বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু নির্দিষ্ট গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভায় ঢুকতে পারেননি । সেখানে তখন ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল । রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে ক্ষোভ প্রকাশ করেন ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল । বিধানসভার গ্রন্থাগার, অধিবেশন কক্ষ, অধ্যক্ষের ঘর, কমিটির বৈঠকের ঘর সহ বাম, কংগ্রেস ও BJP -ঘর পরিদর্শন করবেন তিনি । যদিও আগেরবারের মতো আগামীকাল কোনওরকম সমস্যা হবে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে । রাজ্যপাল গাড়ি নিয়ে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন বলে সূত্রের খবর । কিন্তু তা সত্ত্বেও রাজ্যপালের বিধানসভা পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । কারণ আগামীকাল বিধানসভায় থাকবেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । থাকছেন না বিধানসভার সচিবও । দু'জনেই প্রিসাইডিং সেমিনারে দেরাদুনে রয়েছেন । সেক্ষেত্রে কাল ফের রাজ্যপাল ক্ষোভ করেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।

Intro:আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রিসাইডিং সেমিনারে দেরাদুনে রয়েছেন। অধ্যক্ষের সঙ্গে রয়েছেন বিধানসভার সচিবও। সূত্রের খবর, আগামীকাল সকাল দশটা নাগাদ রাজ্যপাল বিধানসভায় যাবেন। ঘুরে দেখবেন বিধানসভা ভবন। এর আগেও তিনি বিধানসভায় গিয়েছিলেন। সেই সময়ও বিধানসভার আধিকারিকরা কেউ ছিলেন না। চরম ক্ষোভ প্রকাশ করে বিধানসভার গেটে সাংবাদিক বৈঠক করে, রাজভবনে ফিরে আসেন রাজ্যপাল।


Body:আগামীকালের বিধানসভা পরিদর্শনের ঘটনাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও আগামীকাল বিধানসভায় রাজ্যপালকে ঢুকতে কোনরকম বাধার সৃষ্টি করা হবে না বলে জানা গিয়েছে। এর আগে রাজ্যপালকে হেঁটে বিধানসভা চত্বরে ঢুকতে হয়েছে। আগামীকাল সরাসরি গাড়ি নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন বলে সূত্রের খবর। অধ্যক্ষ না থাকায়, বিধানসভার সচিব যুগ্ম সচিব না থাকায় কাল ফের ক্ষোভ প্রকাশ করতে পারেন রাজ্যপাল।
আগামীকাল বিধানসভা ভবন পরিদর্শনে এসে রাজ্যপালের সম্ভাব্য গতিবিধি, যথাক্রমে, গ্রন্থাগার, অধিবেশন কক্ষ, অধ্যক্ষের ঘর, কমিটির বৈঠকের ঘর গুলিসহ, বিরোধী বাম কংগ্রেস এবং বিজেপির ঘরেও যাবেন রাজ্যপাল।
আগেরবার বিধানসভায় এসে শাসকদলের সব ঘরে তালা লাগানো দেখেছিলেন। এমনকি গ্রন্থাগারও বন্ধ ছিল সেদিন। দফায় দফায় বিধানসভার গেটে এসে সাংবাদিক বৈঠক করে যান রাজ্যপাল।
শাসকদলের বিধায়করা ক্ষোভে ফুঁসছে রাজ্যপালের এই আচরণে। রাজ্যের এক মন্ত্রী জানিয়েছেন রাজ্যপালের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এমন আচরণ করছেন তিনি।
আগামীকাল রাজ্যপালের বিধানসভা পরিদর্শন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজ্যপাল কাল সকাল দশটা নাগাদ বিধানসভা পরিদর্শনে ঢুকবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.