কলকাতা, 16 ডিসেম্বর : গত সপ্তাহে বিধানসভা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি । ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল । আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন তিনি ।
রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রাজ্য-রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় । গত সপ্তাহে বিধানসভায় নির্দিষ্ট গেট দিয়ে রাজ্যপাল ঢুকতে না পারায় সেই সংঘাত আরও তীব্র হয় । 5 ডিসেম্বর (বৃহস্পতিবার) বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু নির্দিষ্ট গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভায় ঢুকতে পারেননি । সেখানে তখন ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা । এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল । রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে ক্ষোভ প্রকাশ করেন ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগামীকাল ফের বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল । বিধানসভার গ্রন্থাগার, অধিবেশন কক্ষ, অধ্যক্ষের ঘর, কমিটির বৈঠকের ঘর সহ বাম, কংগ্রেস ও BJP -ঘর পরিদর্শন করবেন তিনি । যদিও আগেরবারের মতো আগামীকাল কোনওরকম সমস্যা হবে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে । রাজ্যপাল গাড়ি নিয়ে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন বলে সূত্রের খবর । কিন্তু তা সত্ত্বেও রাজ্যপালের বিধানসভা পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । কারণ আগামীকাল বিধানসভায় থাকবেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । থাকছেন না বিধানসভার সচিবও । দু'জনেই প্রিসাইডিং সেমিনারে দেরাদুনে রয়েছেন । সেক্ষেত্রে কাল ফের রাজ্যপাল ক্ষোভ করেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।