কলকাতা, 22 জানুয়ারি : অসুস্থ কবি শঙ্খ ঘোষ ৷ আজ তাঁকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানালেন, শঙ্খ ঘোষ আগের থেকে সুস্থ । চিন্তার কোনও বিষয় নেই । চিকিৎসকরা তাঁর যত্ন নিচ্ছে ।
শ্বাসকষ্টের সমস্যার কারণে গতকাল দুপুরে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় কবি শঙ্খ ঘোষকে । বিকেলে হাসপাতালের তরফে জানানো হয়, শঙ্খ ঘোষের শ্বাসনালী ও মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে । তবে, আপাতত স্থিতিশীল ।
কবির অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে আজ সকাল সাড়ে 11 টা নাগাদ হাসপাতালে আসেন জগদীপ ধনকড় । 12 টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন । শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান ।
রাজ্যপাল বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, ওঁর অবস্থা স্থিতিশীল । ওঁর জামাইও সেকথাই জানিয়েছেন । এখন তাঁকে রুটিন চেক আপের জন্য রাখা হয়েছে । তিনি 1951-তে গ্র্যাজুয়েট হয়েছেন । আর আমি সেই বছর জন্মেছি । তাঁর আশীর্বাদ পেয়ে আমি খুশি । আমরা 5 ফেব্রুয়ারি তাঁর জন্মদিন পালন করার জন্য অধীর আগ্রহে রয়েছি । তাঁর দুই মেয়েই ডাক্তার । আমি ওঁকে দেখার পর নিশ্চিন্ত । যে শারীরিক সমস্যা দেখা গিয়েছিল তা ততটা গুরুতর ছিল না । আমাকে দেখে হেসেছেন । আর আমি খুশি যে ডাক্তাররা পরিবারের সদস্যর মতো ওঁর যত্ন নিচ্ছে । আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি ।"