কলকাতা, 15 মে : আত্মনির্ভর ভারত অভিযানে ইতিমধ্যেই দেশের পরিযায়ী শ্রমিক, কৃষকদের জন্য একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে । এবার সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যপালের । টুইট বার্তায় তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, রাজ্যে পি এম কিষান যোজনা কার্যকর করা হোক । যাতে রাজ্যের কৃষকরা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে পারেন । এই যোজনা কার্যকর না করার জন্য ইতিমধ্যেই রাজ্যের 70 লাখ কৃষকের প্রায় সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে । যদিও দেশের অন্যত্র কৃষকরা এর সুফল ভোগ করছেন ।"
আত্মনির্ভর ভারত অভিযানের 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের দ্বিতীয় দিনের বিশ্লেষণে কৃষক ও হকারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তিনি জানান, হকারদের ঋণ দিতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি গত তিন মাসে 25 লাখ নতুন কিষান ক্রেডিট কার্ড জারি করা হয়েছে, যাতে ক্ষুদ্র চাষিরা ছাড়ের শর্তে ঋণ নিতে পারে । এই ঋণের সীমা 25 হাজার কোটি টাকা । এই বিষয়গুলি তুলে ধরে আজ প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন তিনি । টুইট বার্তায় রাজ্য়পাল লেখেন, "প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ প্রশংসনীয় । পিএম কিষান যোজনায় 2 লাখ কোটি টাকার রেয়াতি ঋণের সাহায্য পাবেন কৃষকরা । পাশাপাশি হকাররা মূলধন অনুযায়ী 10 হাজার টাক করে ঋণ পাবেন ।"
-
@MamataOfficial কে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের 70 লক্ষ কৃষিজীবী কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@MamataOfficial কে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের 70 লক্ষ কৃষিজীবী কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020@MamataOfficial কে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের 70 লক্ষ কৃষিজীবী কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020
গতকাল পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণার প্রসঙ্গ তুলে টুইটে তিনি লেখেন, "পরিযায়ী শ্রমিকরা দু'মাস বিনামূল্যে রেশন পাবেন । জনপ্রতি মাসিক 5 কেজি করে খাদ্যশস্য এবং 1 কেজি করে ডাল পাওয়া যাবে ।"
আবারও রাজ্য প্রশাসনকে খোঁচা দিলেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রী যে কৃষকদের নিয়ে যথাযথ পদক্ষেপ করছেন না, কোথাও যেন সেই বিষয়টিকে টুইটে প্রকাশ করলেন । আর সেই সূত্র ধরেই রাজ্য়ে পি এম কিষান যোজনা কার্যকরের আবেদন জানালেন তিনি ।