কলকাতা, 24 অক্টোবর : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে আজ যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বুদ্ধবাবুর সঙ্গে রাজ্যপাল আজ সন্ধেয় এক সৌজন্য সাক্ষাৎ করবেন । মূলত, দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতেই রাজ্যপাল বুদ্ধবাবুর বাড়ি যাচ্ছেন । জানা গেছে, ফুল এবং মিষ্টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ।
এর আগেও একবার সৌজন্য সাক্ষাৎ করতে রাজ্যপাল সস্ত্রীক গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে । রাজ্যপালের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর ।
শারীরিকভাবে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য । চারিদিকে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের জেরে তাঁকে বাড়ির মধ্যেই অতিরিক্ত সতর্কতার সঙ্গে রাখা হয়েছে । এরই মধ্যে আজ সন্ধেয় রাজ্যপাল তাঁর বাসভবনে যাবেন ।
আরও পড়ুন : দুর্গাপুজোয় প্রকাশিত হচ্ছে না নতুন বই, মন খারাপ বুদ্ধদেব ভট্টাচার্যের
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সূত্রে জানানো হয়েছে, দলীয় মুখপত্রের চিত্র সাংবাদিক ছাড়া রাজ্যের যে কোনও গণ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ বুদ্ধবাবুর বাড়িতে । রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ছাড়া সাক্ষাতের সময় আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটটিতে । কোনওরকম ভিড় এড়াতে ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।