ETV Bharat / state

রাজ্য সরকারের কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয়, টুইট রাজ্যপালের - Kolkata

কোরোনা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা দৈনিক বুলেটিন নিয়ে খুশি নন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ ফের তা টুইট করে বুঝিয়ে দিলেন তিনি ৷ সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের একটি টুইটকে রিটুইট করে তিনি লিখে জানান, এটি বিশ্বাসযোগ্য নয় ৷

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Jun 13, 2020, 12:53 PM IST

Updated : Jun 13, 2020, 5:09 PM IST

কলকাতা, 13 জুন : আজ সকালে মমতা বন্দ্যাপাধ্যায়কে উদ্দেশ্য করে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ জানিয়ে দিলেন, রাজ্য সরকারের তরফে দেওয়া কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয় ৷ সরকারের তরফে কেন সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ৷

প্রসঙ্গত, গতকাল রাতে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন ৷ তিনি লেখেন, "পুরো স্বচ্ছ ৷ তাঁদের জন্য, যাঁরা সংখ্যা, গ্রাফ-সহ বাংলার কোরোনা আপডেট সম্পর্কে জানতে চান ৷ তাঁদের জন্য দৈনিক বুলেটিনের লিঙ্ক দেওয়া হল ৷"

ডেরেকের এই টুইটের পরই ফের ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল ৷ তিনি তাঁর টুইটের রিটুইট করে লেখেন, "প্রিয় ডেরেক ও'ব্রায়েন, দুই সপ্তাহের উপর হয়ে গেল কোরোনা পরীক্ষার রিপোর্ট কতটা বাকি রয়েছে তার সংখ্যা জানার জন্য আমি হাজারবারেরও বেশি আবেদন করে চলেছি ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সোশাল মিডিয়ার মুখপাত্র যে স্বচ্ছের কথা বলেছেন, তা বিশ্বাসযোগ্য নয় ৷ কেন প্রকাশ করা হচ্ছে না !"

  • Dear @derekobrienmp

    Now for about two weeks I have been urging you to reveal the number of pending results for test report, that I had indicated is in thousands

    Your assertion as social media spokesperson @MamataOfficial ‘Transparent Thorough’ is unconvincing.

    Why not reveal! https://t.co/BwYJuf8hgA

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার বাকি থাকা টেস্ট রিপোর্ট জানতে চেয়ে এই টুইট প্রথম নয় ৷ আগেও বেশ কয়েকবার তিনি এই তথ্য জানতে চেয়েছেন ৷ এই মাসের প্রথমদিকে কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে ডেরেক ও'ব্রায়েন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি ৷ কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন তিনি ৷

আজ সকালে তিনি আরও কয়েকটি টুইট করেন ৷ তিনি টুইটারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর টুইট নিয়েও মন্তব্য করেন ৷ গতকাল মহুয়া মৈত্র কলকাতা পুলিশের একটি টুইটকে রিটুইট করে লেখেন, BJP-র হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ যে সরকার মসৃনভাবে কোরোনা, আমফান ও পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে কাজ করে চলেছে ৷ একটি নষ্ট আপেল গাছ থেকে বেশি দূরে গিয়ে পড়তে পারে না ৷

রাজ্যপাল মহুয়ার টুইটকে নিজে রিটুইট করেন ৷ লেখেন, "মহুয়া মৈত্র তাঁর নিজের সরকারের বিরুদ্ধে ধারালো তীরগুলি নির্দিষ্ট লক্ষ্যে ছুঁড়েছেন । যা আমাদের পঞ্চায়েতের চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে কাটমানি'র কথা আবার মনে করিয়েছে। যা সর্বত্র বিরাজমান মমতা বন্দ্যোপাধ্যায়৷"

তিনি আরও লেখেন, "পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে নিজে এখন বেকায়দায় পড়েছেন । আপাদমস্তক চুরি দুর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সকলের নজরে এনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ পেতে চাইছেন । রাজ্যপালকে আক্রমণ কি সেজন্য? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা দেখে অবাক হই ৷"

কলকাতা, 13 জুন : আজ সকালে মমতা বন্দ্যাপাধ্যায়কে উদ্দেশ্য করে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ জানিয়ে দিলেন, রাজ্য সরকারের তরফে দেওয়া কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয় ৷ সরকারের তরফে কেন সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ৷

প্রসঙ্গত, গতকাল রাতে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন ৷ তিনি লেখেন, "পুরো স্বচ্ছ ৷ তাঁদের জন্য, যাঁরা সংখ্যা, গ্রাফ-সহ বাংলার কোরোনা আপডেট সম্পর্কে জানতে চান ৷ তাঁদের জন্য দৈনিক বুলেটিনের লিঙ্ক দেওয়া হল ৷"

ডেরেকের এই টুইটের পরই ফের ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল ৷ তিনি তাঁর টুইটের রিটুইট করে লেখেন, "প্রিয় ডেরেক ও'ব্রায়েন, দুই সপ্তাহের উপর হয়ে গেল কোরোনা পরীক্ষার রিপোর্ট কতটা বাকি রয়েছে তার সংখ্যা জানার জন্য আমি হাজারবারেরও বেশি আবেদন করে চলেছি ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সোশাল মিডিয়ার মুখপাত্র যে স্বচ্ছের কথা বলেছেন, তা বিশ্বাসযোগ্য নয় ৷ কেন প্রকাশ করা হচ্ছে না !"

  • Dear @derekobrienmp

    Now for about two weeks I have been urging you to reveal the number of pending results for test report, that I had indicated is in thousands

    Your assertion as social media spokesperson @MamataOfficial ‘Transparent Thorough’ is unconvincing.

    Why not reveal! https://t.co/BwYJuf8hgA

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার বাকি থাকা টেস্ট রিপোর্ট জানতে চেয়ে এই টুইট প্রথম নয় ৷ আগেও বেশ কয়েকবার তিনি এই তথ্য জানতে চেয়েছেন ৷ এই মাসের প্রথমদিকে কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে ডেরেক ও'ব্রায়েন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি ৷ কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন তিনি ৷

আজ সকালে তিনি আরও কয়েকটি টুইট করেন ৷ তিনি টুইটারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর টুইট নিয়েও মন্তব্য করেন ৷ গতকাল মহুয়া মৈত্র কলকাতা পুলিশের একটি টুইটকে রিটুইট করে লেখেন, BJP-র হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ যে সরকার মসৃনভাবে কোরোনা, আমফান ও পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে কাজ করে চলেছে ৷ একটি নষ্ট আপেল গাছ থেকে বেশি দূরে গিয়ে পড়তে পারে না ৷

রাজ্যপাল মহুয়ার টুইটকে নিজে রিটুইট করেন ৷ লেখেন, "মহুয়া মৈত্র তাঁর নিজের সরকারের বিরুদ্ধে ধারালো তীরগুলি নির্দিষ্ট লক্ষ্যে ছুঁড়েছেন । যা আমাদের পঞ্চায়েতের চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে কাটমানি'র কথা আবার মনে করিয়েছে। যা সর্বত্র বিরাজমান মমতা বন্দ্যোপাধ্যায়৷"

তিনি আরও লেখেন, "পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে নিজে এখন বেকায়দায় পড়েছেন । আপাদমস্তক চুরি দুর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সকলের নজরে এনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ পেতে চাইছেন । রাজ্যপালকে আক্রমণ কি সেজন্য? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা দেখে অবাক হই ৷"

Last Updated : Jun 13, 2020, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.