ETV Bharat / state

রাজ্যে আইনশৃঙ্খলা 'উদ্বেগজনক', ডিজিকে তলব ধনকড়ের

author img

By

Published : May 3, 2021, 4:10 PM IST

Updated : May 3, 2021, 4:37 PM IST

তিনি টুইটারে লেখেন, একাধিক জায়গা থেকে বিভিন্ন হিংসার ঘটনা সামনে আসছে ৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷

ডিজিকে তলব ধনকড়ের
ডিজিকে তলব ধনকড়ের

কলকাতা, 3 মে : এবার রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলা উদ্বেগজনক একথা উল্লেখ করে টুইটে তিনি একথা জানান ৷

গতকাল নির্বাচনের ফল ঘোষণার পর একাধিক স্থানে বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা সামনে আসে ৷ আর এনিয়েই এদিন নিজের টুইটারে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি টুইটারে লেখেন, একাধিক জায়গা থেকে বিভিন্ন হিংসার ঘটনা সামনে আসছে ৷ তা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি ৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসা, ঘর পুড়িয়ে দেওয়া কিংবা যে সমস্ত হত্যার ঘটনা সামনে আসছে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন ৷ বিভিন্ন পার্টি অফিস, ঘর বাড়ি এবং দোকানে আক্রমণ হচ্ছে বলেও টুইটে জানান রাজ্যপাল ৷ তিনি এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও মনে করেন ৷ এরপরই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷

  • Perturbed and worried at several reports of violence, arson and killings from various parts of State. Party offices, houses & shops being attacked. Situation alarming.

    Prompt action called for @HomeBengal @WBPolice @CPKolkata

    Have conferred @MamataOfficial for urgent action.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই কিছু সময় পর তিনি আবার টুইট করেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এই কারণে তিনি রাজ্য পুলিশের ডিজিকে জরুরি তলব করেন ৷

  • Have been constrained to urgently summon DGP @WBPolice in the wake alarming law and order in the State.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

কলকাতা, 3 মে : এবার রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলা উদ্বেগজনক একথা উল্লেখ করে টুইটে তিনি একথা জানান ৷

গতকাল নির্বাচনের ফল ঘোষণার পর একাধিক স্থানে বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা সামনে আসে ৷ আর এনিয়েই এদিন নিজের টুইটারে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি টুইটারে লেখেন, একাধিক জায়গা থেকে বিভিন্ন হিংসার ঘটনা সামনে আসছে ৷ তা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি ৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসা, ঘর পুড়িয়ে দেওয়া কিংবা যে সমস্ত হত্যার ঘটনা সামনে আসছে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন ৷ বিভিন্ন পার্টি অফিস, ঘর বাড়ি এবং দোকানে আক্রমণ হচ্ছে বলেও টুইটে জানান রাজ্যপাল ৷ তিনি এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও মনে করেন ৷ এরপরই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ৷

  • Perturbed and worried at several reports of violence, arson and killings from various parts of State. Party offices, houses & shops being attacked. Situation alarming.

    Prompt action called for @HomeBengal @WBPolice @CPKolkata

    Have conferred @MamataOfficial for urgent action.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই কিছু সময় পর তিনি আবার টুইট করেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এই কারণে তিনি রাজ্য পুলিশের ডিজিকে জরুরি তলব করেন ৷

  • Have been constrained to urgently summon DGP @WBPolice in the wake alarming law and order in the State.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

Last Updated : May 3, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.