কলকাতা, 3 মার্চ : স্লোগান উঠেছিল গুলি করার । যে স্লোগানের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি । রবিবার সেই স্লোগানই শোনা গিয়েছে কলকাতার বুকে । যা নিয়ে এই মুহূর্তে উত্তাল বাংলার রাজনৈতিক মহল । সেই স্লোগান নিয়েই এবার মুখ খুললেন রাজ্যপাল । বললেন ব্যতিক্রমী কথা । বুঝিয়ে দিলেন এই ধরনের হিংসাত্মক স্লোগানে তাঁর সমর্থন নেই । এমন স্লোগান দেশের সংস্কৃতিবিরোধী ।
সাধারণভাবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখে প্রতিধ্বনি শোনা যায় BJP-র রাজনৈতিক লাইনের । এমন অভিযোগ রাজ্যের শাসক এবং বেশ কয়েকটি বিরোধী দলের । সুজন চক্রবর্তী থেকে শুরু করে আবদুল মান্নান কিংবা পার্থ চট্টোপাধ্যায়রা বিভিন্ন সময় বলেছেন, “রাজ্যপাল BJP রাজনৈতিক এজেন্ট ।" রাজ্যপালের বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী নেতাদের ওই বক্তব্য বলে মনে করছিল রাজনৈতিক মহল । কিন্তু আজ সম্পূর্ণ উলটো মেরুতে হাঁটলেন রাজ্যপাল । এই ধরনের স্লোগানকে সমর্থন করেন না বলে জানালেন তিনি । উল্লেখ করলেন দেশের মনীষীদের কথা ।
গতকাল রাজ্যপাল ভিক্টোরিয়ার অনুষ্ঠানের শেষে গোলি মারো স্লোগানের বিরোধিতা করতে কসুর করেননি । তিনি বলেন, "হিংসাত্মক যে কোনও কাজকর্ম বা প্রচার আমাদের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না । বাংলার বিভিন্ন মনীষীদের বিশ্বজুড়ে নাম রয়েছে । সেই সংস্কৃতি আমাদের ধরে রাখাটা জরুরি । এক শতাংশ কী বলছে তা নিয়ে 100 শতাংশ মাথাব্যথার কারণ নেই । আমাদের দেশ এগিয়ে যাচ্ছে । এ বিষয়ে কোনও সন্দেহ নেই । যেকোনও ধরনের হিংসা যে কোনও রকমভাবে যদি আসে সেটা আমাদের সংস্কৃতি বিরোধী । আমাদের মনীষীদের পৃথিবী সম্মান করে । আমরাও তাঁদের সম্মান করি ।"