কলকাতা, 2 মে : রেশন বণ্টন ব্যবস্থা, কোরোনা তথ্য সহ একাধিক ইশুতে ইতিমধ্যেই বারবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এনিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে 13 পাতা-14 পাতার পত্র বিনিময়ও চলেছে । এবার সেই ইশুতেই রাজ্যপালকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । বলেন, "রাজ্যপালের ঘাড়ে মাথা নেই । তাই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না । BJP -র হয়ে কথা বলেন।"
রাজ্যপালকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যপালের ঘাড়ে মাথা নেই । তাই কেন্দ্রের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও উনি কোনও প্রতিবাদ করতে পারেন না । রাজভবন থেকে রাজ্যপালের বলা উচিত ছিল, কেন কোরোনা পরীক্ষার ভুল কিট পাঠানো হয়েছে রাজ্যে। যে পরিমাণে পরীক্ষা করার দরকার ছিল তা বন্ধ হয়ে গেল । এবং কোরোনা সংক্রমণের গতিবিধি নির্ণয়ের ক্ষেত্রে রাজ্য আরও পিছিয়ে গেল। কিট নিয়ে যারা ভুল করল, তাদের দোষী সাব্যস্ত করার মতো ক্ষমতা নেই কেন্দ্র সরকারের। শুধু ভুল কিট কিনে অর্থ ব্যয় করেছে কেন্দ্র । তার দায় কে নেবে ? রাজ্যপালের এইসব নিয়ে প্রশ্ন করার ক্ষমতা নেই । কোনওরকম প্রতিবাদ করার ক্ষমতা নেই । তাই আমাদের রাজ্যে এসে এই ধরনের নোংরা রাজনীতি করছেন ।"
ফিরহাদ হাকিমের কটাক্ষ, "রাজ্যপাল নিজের রাজভবন ছেড়ে BJP-র প্রধান কার্যালয়ে বসুন। রাজভবনে বসে এই ধরনের মন্তব্য করা যায় না । যে কথাটা BJP সভাপতি দিলীপ ঘোষ বলছেন, আজ সেই কথাটাই রাজ্যপাল বলছেন। পুরোপুরি BJP-র হয়ে কথা বলছেন তিনি । আর এই রাজ্যের প্রধান নেই তিনি। তিনি আরও বলেন, "রাজভবনে বসে এধরনের বক্তব্যের মাধ্যমে মানববিরোধী রাজনীতি করছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে কাজ করছেন। তাই রাজভবনে বসে এইসব না করে রাস্তায় নেমে মানুষের পাশে থাকা উচিত তাঁর । কীভাবে কঠিন পরিস্থিতি থেকে রাজ্য বের হতে পারে, সেই নিয়ে আলোচনা করা উচিত তাঁর।"
কোরোনার তথ্য় গোপনের অভিযোগ নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, "রাজ্য সরকার কোনও তথ্য গোপন করছে না । কেন তথ্য় গোপন করবে? এই পরিস্থিতির পিছনে রাজ্য সরকারের কোনও হাত নেই । তাই তথ্য গোপন করার কোনও প্রশ্নই ওঠে না। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে চলছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বচ্ছতা পছন্দ করেন । তাই রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে এই ধরনের নোংরা রাজনীতি করছে বিরোধীরা।"