ETV Bharat / state

'আন্দোলন গণতান্ত্রিক অধিকার, আমি আইন মেনে কাজ করি', ছাত্রদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানিয়ে বললেন রাজ্যপাল - Governor CV Ananda Bose welcomes TMCP protest

Governor CV Ananda Bose: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়েছিল শুক্রবার ৷ তৃণমূল ছাত্র পরিষদের ওই পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর কথায়, আন্দোলন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ।

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 5:12 PM IST

Updated : Dec 16, 2023, 6:04 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এ ব্যাপারে শনিবার তিনি বলেন, "কালো পতাকাকে সর্বদা শুভেচ্ছা । আন্দোলন গণতান্ত্রিক অধিকার । কালো পতাকা দেখানো হলেও ভারতবর্ষের যুব সমাজের নিজস্ব সিদ্ধান্তকে স্বাগত । শিক্ষাক্ষেত্রে আমি যা যা করছি সব নিয়ম মেনে করছি । হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবজারভেশন বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছি । আমার দায়িত্ব মেনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি । সুপ্রিম কোর্টের অবজারভেশন মেনে দু'বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি । অমি ওঁনাকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছি সাক্ষাতের জন্য ।"

অচলঅবস্থা ইস্যুতে শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিশ্ববিদ্যালয় ঢোকা এবং বেরোনোর মুখে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় । 'রাজ্যপাল গো ব্যাক, 'রাজ্যপাল দূর হঠো', 'রাজ্যপাল হায় হায়' স্লোগান দেওয়া হয় তাঁর বিরুদ্ধে । গতকালের ঘটনার পর আজ রাজ্যপাল ওই বিষয়ে মুখ খুললেন ৷

এ দিকে রাজ্যের কাছে একাধিকবার হেলিকপ্টার চেয়েও পাননি রাজ্যপাল । দিন দুই আগে রাজ্যপাল নিজে এ বিষয়ে জানিয়েছিলেন ৷ তারপরে আবারও রাজভবনের তরফে আগামী আঠারো এবং কুড়ি তারিখের জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়ে আবেদন করা হয়েছে । কিন্তু নবান্নের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, এই মুহূর্তে হেলিকপ্টার দেওয়া সম্ভব নয় । সূত্রের দাবি, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে রাজ্যপালের এডিসিকে ফোন করে হেলিকপ্টার বিষয়ে বলেন, "উপলব্ধ নেই"। রাজ্যপালের জানিয়েছিলেন, রাজ্যের ছাড়াও তাঁর পক্ষে সেনার হেলিকপ্টার ব্যবহার করা সহজ ৷ তবে কেন রাজ্যের কাছে বারবার তিনি হেলিকপ্টার চাইছেন ? এ ব্যাপারে আজ প্রশ্ন করা হলে রাজ্যপাল বিষয়টি এড়িয়ে যান ।

অন্যদিকে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নাম জানা গেল না । শনিবার এ বিষয়ে আরও জল্পনা বাড়ালেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে । আজ রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন । কিন্তু নাম মনে করতে পারছেন না । ফলে নতুন অ্যাডভোকেট জেনারেল কে হলেন বা হচ্ছেন, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেল ।

যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, রাজ্যের নতুন এজি হচ্ছেন আইনজীবী কিশোর দত্ত । তাঁর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল । ফাইল হাতে পাওয়ার পরেই কিশোরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফাইল ফেরত পাঠানো হয় । জানতে চাওয়া বিস্তারিত তথ্য-সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছয় । তারপর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ার পর রাজ্যপাল এ দিন বলেন, "আমি ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি । নাম মনে করতে পারছি না । একজনের নাম ছিল জানি ।"

আরও পড়ুন:

  1. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা তৃণমূল ছাত্র পরিষদের
  2. 'সেনাবাহিনীর হেলিকপ্টার থাকলে রাজ্যেরটার কোনও দরকার নেই', শান্তিনিকেতনে জবাব রাজ্যপালের
  3. রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে চলেছেন কিশোর দত্ত, সিলমোহর রাজভবনের

কলকাতা, 16 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এ ব্যাপারে শনিবার তিনি বলেন, "কালো পতাকাকে সর্বদা শুভেচ্ছা । আন্দোলন গণতান্ত্রিক অধিকার । কালো পতাকা দেখানো হলেও ভারতবর্ষের যুব সমাজের নিজস্ব সিদ্ধান্তকে স্বাগত । শিক্ষাক্ষেত্রে আমি যা যা করছি সব নিয়ম মেনে করছি । হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবজারভেশন বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছি । আমার দায়িত্ব মেনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি । সুপ্রিম কোর্টের অবজারভেশন মেনে দু'বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি । অমি ওঁনাকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছি সাক্ষাতের জন্য ।"

অচলঅবস্থা ইস্যুতে শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিশ্ববিদ্যালয় ঢোকা এবং বেরোনোর মুখে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় । 'রাজ্যপাল গো ব্যাক, 'রাজ্যপাল দূর হঠো', 'রাজ্যপাল হায় হায়' স্লোগান দেওয়া হয় তাঁর বিরুদ্ধে । গতকালের ঘটনার পর আজ রাজ্যপাল ওই বিষয়ে মুখ খুললেন ৷

এ দিকে রাজ্যের কাছে একাধিকবার হেলিকপ্টার চেয়েও পাননি রাজ্যপাল । দিন দুই আগে রাজ্যপাল নিজে এ বিষয়ে জানিয়েছিলেন ৷ তারপরে আবারও রাজভবনের তরফে আগামী আঠারো এবং কুড়ি তারিখের জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়ে আবেদন করা হয়েছে । কিন্তু নবান্নের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, এই মুহূর্তে হেলিকপ্টার দেওয়া সম্ভব নয় । সূত্রের দাবি, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে রাজ্যপালের এডিসিকে ফোন করে হেলিকপ্টার বিষয়ে বলেন, "উপলব্ধ নেই"। রাজ্যপালের জানিয়েছিলেন, রাজ্যের ছাড়াও তাঁর পক্ষে সেনার হেলিকপ্টার ব্যবহার করা সহজ ৷ তবে কেন রাজ্যের কাছে বারবার তিনি হেলিকপ্টার চাইছেন ? এ ব্যাপারে আজ প্রশ্ন করা হলে রাজ্যপাল বিষয়টি এড়িয়ে যান ।

অন্যদিকে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নাম জানা গেল না । শনিবার এ বিষয়ে আরও জল্পনা বাড়ালেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে । আজ রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন । কিন্তু নাম মনে করতে পারছেন না । ফলে নতুন অ্যাডভোকেট জেনারেল কে হলেন বা হচ্ছেন, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেল ।

যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, রাজ্যের নতুন এজি হচ্ছেন আইনজীবী কিশোর দত্ত । তাঁর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল । ফাইল হাতে পাওয়ার পরেই কিশোরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফাইল ফেরত পাঠানো হয় । জানতে চাওয়া বিস্তারিত তথ্য-সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছয় । তারপর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ার পর রাজ্যপাল এ দিন বলেন, "আমি ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি । নাম মনে করতে পারছি না । একজনের নাম ছিল জানি ।"

আরও পড়ুন:

  1. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা তৃণমূল ছাত্র পরিষদের
  2. 'সেনাবাহিনীর হেলিকপ্টার থাকলে রাজ্যেরটার কোনও দরকার নেই', শান্তিনিকেতনে জবাব রাজ্যপালের
  3. রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে চলেছেন কিশোর দত্ত, সিলমোহর রাজভবনের
Last Updated : Dec 16, 2023, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.