কলকাতা, 16 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এ ব্যাপারে শনিবার তিনি বলেন, "কালো পতাকাকে সর্বদা শুভেচ্ছা । আন্দোলন গণতান্ত্রিক অধিকার । কালো পতাকা দেখানো হলেও ভারতবর্ষের যুব সমাজের নিজস্ব সিদ্ধান্তকে স্বাগত । শিক্ষাক্ষেত্রে আমি যা যা করছি সব নিয়ম মেনে করছি । হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবজারভেশন বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছি । আমার দায়িত্ব মেনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি । সুপ্রিম কোর্টের অবজারভেশন মেনে দু'বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি । অমি ওঁনাকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছি সাক্ষাতের জন্য ।"
অচলঅবস্থা ইস্যুতে শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিশ্ববিদ্যালয় ঢোকা এবং বেরোনোর মুখে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় । 'রাজ্যপাল গো ব্যাক, 'রাজ্যপাল দূর হঠো', 'রাজ্যপাল হায় হায়' স্লোগান দেওয়া হয় তাঁর বিরুদ্ধে । গতকালের ঘটনার পর আজ রাজ্যপাল ওই বিষয়ে মুখ খুললেন ৷
এ দিকে রাজ্যের কাছে একাধিকবার হেলিকপ্টার চেয়েও পাননি রাজ্যপাল । দিন দুই আগে রাজ্যপাল নিজে এ বিষয়ে জানিয়েছিলেন ৷ তারপরে আবারও রাজভবনের তরফে আগামী আঠারো এবং কুড়ি তারিখের জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়ে আবেদন করা হয়েছে । কিন্তু নবান্নের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, এই মুহূর্তে হেলিকপ্টার দেওয়া সম্ভব নয় । সূত্রের দাবি, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে রাজ্যপালের এডিসিকে ফোন করে হেলিকপ্টার বিষয়ে বলেন, "উপলব্ধ নেই"। রাজ্যপালের জানিয়েছিলেন, রাজ্যের ছাড়াও তাঁর পক্ষে সেনার হেলিকপ্টার ব্যবহার করা সহজ ৷ তবে কেন রাজ্যের কাছে বারবার তিনি হেলিকপ্টার চাইছেন ? এ ব্যাপারে আজ প্রশ্ন করা হলে রাজ্যপাল বিষয়টি এড়িয়ে যান ।
অন্যদিকে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নাম জানা গেল না । শনিবার এ বিষয়ে আরও জল্পনা বাড়ালেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে । আজ রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি'র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন । কিন্তু নাম মনে করতে পারছেন না । ফলে নতুন অ্যাডভোকেট জেনারেল কে হলেন বা হচ্ছেন, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেল ।
যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, রাজ্যের নতুন এজি হচ্ছেন আইনজীবী কিশোর দত্ত । তাঁর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল । ফাইল হাতে পাওয়ার পরেই কিশোরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফাইল ফেরত পাঠানো হয় । জানতে চাওয়া বিস্তারিত তথ্য-সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছয় । তারপর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ার পর রাজ্যপাল এ দিন বলেন, "আমি ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি । নাম মনে করতে পারছি না । একজনের নাম ছিল জানি ।"
আরও পড়ুন: