কলকাতা, 9 অক্টোবর: আজ ধরনা কর্মসূচির পঞ্চম দিন । অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রবিবারই রাজ্যপাল রাজভবনে ফিরে জানিয়েছিলেন, রাজ্যের বঞ্চিত 100 দিনের কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন । তবে এক পক্ষ নয়, সব পক্ষের সঙ্গে । এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় দিলেন সিভি আনন্দ বোস । সূত্রের খবর, আজ বিকেল চারটের সময় রাজভবনে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল ।
প্রসঙ্গত, কলকাতায় ফিরেই গতকাল গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দেন তিনি । ফলে গত পাঁচ দিন ধরে চলা ধরনা কর্মসূচির এবার কি সমাপ্তি ঘটবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সোমবার রাজভবনে যাবেন ডায়মন্ডহারবারের সাংসদ । এরপর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের ফল কী দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষায় রাজনৈতিকমহল ।
আরও পড়ুন: বিজেপি রাজভবন অভিযান করলে পুলিশে অভিযোগ করেন না রাজ্যপাল, কটাক্ষ অভিষেকের
গতকাল রাতে ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গভীর রাত পর্যন্ত তাঁকে রাজভবন থেকে কোনও ফোন করা হয়নি । এমনকী দেখা করার জন্য সময় দেওয়া হয়নি । যদিও তার পরবর্তী সময়ে এই পট পরিবর্তন হয় । ধরনা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কড়া সমালোচনা করেছিলেন ৷ তিনি বলেছিলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে সাক্ষাতের কোন দিনক্ষণ জানানো হয়নি । আমরা চারদিন রাস্তায় বসে আছি ৷ আপনি কলকাতায় না এসে চলে গেলেন দার্জিলিংয়ে । আপনার আজও কোনও কর্মসূচি ছিল না ৷ গতকালও কোন কর্মসূচি ছিল না । আপনি কেন দেখা করছেন না । আপনি বলছেন বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন । বন্যা তো হয়েছে জলপাইগুড়িতে আপনি দার্জিলিংয়ে কী করছেন ।"