ETV Bharat / state

Search Committee: সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দেওয়া নিয়ে মন্তব্যে নারাজ রাজ্যপাল - বাদ দেওয়া নিয়ে মন্তব্যে নারাজ রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দেওয়া নিয়ে অর্ডিন্যান্স তৈরি হয়েছে ৷ এই নিয়ে বিতর্ক হচ্ছে ৷ এই নিয়ে মঙ্গলবার কোনও মন্তব্যই করতে চাইলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose
author img

By

Published : May 16, 2023, 6:49 PM IST

কলকাতা, 16 মে: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্সে সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ ইউজিসি-র প্রস্তাবিত সার্চ কমিটিকে অগ্রাহ্য করে এই অর্ডিন্যান্স তৈরি করা হয়েছে বলে অভিযোগ । যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । মঙ্গলবার এই সার্চ কমিটি নিয়ে কোনও মন্তব্যই করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন রাজভবনে সংবাদিকদের প্রশ্ন শুনে তিনি শুধু বললেন, "নো কমেন্টস ৷"

প্রসঙ্গত, ওই অর্ডিন্যান্সে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন ৷ মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, এমনকী উচ্চশিক্ষার সংসদের মনোনীত প্রতিনিধি থাকবেন ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি থাকবেন না ৷ এই সিদ্ধান্ত একেবারেই বেআইনি বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির একাংশের । শুধু তাই নয় তাদের আরও অভিযোগ, সার্চ কমিটি যাতে রাজনৈতিক ভাবে রাজ্য সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ।

Governor CV Ananda Bose
সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজভবনে

এ দিন সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন আয়োজন করা হয় রাজভবনে । রাজ্যপাল সিভি আনন্দ বোস-সহ সেই রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পারস্পরিক সৌজন্য বিনিময়, গান পরিবেশনের পর সিকিম নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন প্রাক্তন আইএএস অফিসার তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

তিনি বলেন, "আমাদের জন্য অন্যদের দিন । আমাদের পাশের রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন হল আজ । সিকিম হিমালয় কন্যা । সিকিম প্রথম অর্গানিক রাজ্য হয়েছে । এখানকার সন্তান মেহনতি এবং নিষ্ঠাবান হন । প্রকৃতির সৌন্দর্য সিকিমে দেখা যায় । আমি আইএএস থাকার সময় সিকিমে থেকেছি । তথ্য প্রযুক্তি মিশনে আমার সিকিমে থাকার সুযোগ হয়েছে ।’’

Governor CV Ananda Bose
সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজভবনে

তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্র তৈরি হয় তাদের সভ্যতা থেকে । ছোট যে সুন্দর হয় তারই উদহারণ রয়েছে সিকিম । সিকিমের নতুন প্রজন্ম তাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে । তথা অস্তু মানে হয় যে আমি পারব আর করব । তাই সিকিম থেকে অনেক শিক্ষা পাওয়া যায় । যে ছোট হলে ও তার নিজের গুরত্ব রয়েছে ।"

এছাড়াও, আজকের অনুষ্ঠানে রাজ্যপাল কর্মজীবী অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অবসরপ্রাপ্ত আইপিএস সিএন নরেন্দ্রকে রাজ্যপাল কর্মজীবী অ্যাওয়ার্ড দেওয়া হয় । যিনি মুখ্যসচিব সিকিম, ডি জি এনএসজি আধিকারিক হিসাবেও কাজ করেছেন । তার জন্য 1 লক্ষ টাকা নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার ঘোষণা করা হল ।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগের সার্চ কমিটির থেকে বাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, রাজ্যের অর্ডিন্যান্স ঘিরে বিতর্ক

কলকাতা, 16 মে: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্সে সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ ইউজিসি-র প্রস্তাবিত সার্চ কমিটিকে অগ্রাহ্য করে এই অর্ডিন্যান্স তৈরি করা হয়েছে বলে অভিযোগ । যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । মঙ্গলবার এই সার্চ কমিটি নিয়ে কোনও মন্তব্যই করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন রাজভবনে সংবাদিকদের প্রশ্ন শুনে তিনি শুধু বললেন, "নো কমেন্টস ৷"

প্রসঙ্গত, ওই অর্ডিন্যান্সে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন ৷ মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, এমনকী উচ্চশিক্ষার সংসদের মনোনীত প্রতিনিধি থাকবেন ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি থাকবেন না ৷ এই সিদ্ধান্ত একেবারেই বেআইনি বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির একাংশের । শুধু তাই নয় তাদের আরও অভিযোগ, সার্চ কমিটি যাতে রাজনৈতিক ভাবে রাজ্য সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ।

Governor CV Ananda Bose
সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজভবনে

এ দিন সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন আয়োজন করা হয় রাজভবনে । রাজ্যপাল সিভি আনন্দ বোস-সহ সেই রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পারস্পরিক সৌজন্য বিনিময়, গান পরিবেশনের পর সিকিম নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন প্রাক্তন আইএএস অফিসার তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

তিনি বলেন, "আমাদের জন্য অন্যদের দিন । আমাদের পাশের রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন হল আজ । সিকিম হিমালয় কন্যা । সিকিম প্রথম অর্গানিক রাজ্য হয়েছে । এখানকার সন্তান মেহনতি এবং নিষ্ঠাবান হন । প্রকৃতির সৌন্দর্য সিকিমে দেখা যায় । আমি আইএএস থাকার সময় সিকিমে থেকেছি । তথ্য প্রযুক্তি মিশনে আমার সিকিমে থাকার সুযোগ হয়েছে ।’’

Governor CV Ananda Bose
সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজভবনে

তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্র তৈরি হয় তাদের সভ্যতা থেকে । ছোট যে সুন্দর হয় তারই উদহারণ রয়েছে সিকিম । সিকিমের নতুন প্রজন্ম তাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে । তথা অস্তু মানে হয় যে আমি পারব আর করব । তাই সিকিম থেকে অনেক শিক্ষা পাওয়া যায় । যে ছোট হলে ও তার নিজের গুরত্ব রয়েছে ।"

এছাড়াও, আজকের অনুষ্ঠানে রাজ্যপাল কর্মজীবী অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অবসরপ্রাপ্ত আইপিএস সিএন নরেন্দ্রকে রাজ্যপাল কর্মজীবী অ্যাওয়ার্ড দেওয়া হয় । যিনি মুখ্যসচিব সিকিম, ডি জি এনএসজি আধিকারিক হিসাবেও কাজ করেছেন । তার জন্য 1 লক্ষ টাকা নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার ঘোষণা করা হল ।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগের সার্চ কমিটির থেকে বাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, রাজ্যের অর্ডিন্যান্স ঘিরে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.