ETV Bharat / state

Governor to Rail Minister: রাজ্যের বড় শত্রু হিংসা, রেলমন্ত্রীর কাছে শান্তি এক্সপ্রেস চাইলেন রাজ্যপাল বোস - Governor cv ananda Bose

অমৃত ভারত স্টেশনের সংস্কার প্রকল্পের অনুষ্ঠানে আজ শিয়ালদা স্টেশনে বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানেই তিনি রেলমন্ত্রীর কাছে শান্তি এক্সপ্রেস চাইলেন ৷

Etv Bharat
রাজ্য়পাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Aug 6, 2023, 1:40 PM IST

Updated : Aug 6, 2023, 2:21 PM IST

কলকাতা, 6 অগস্ট: হিংসার পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শান্তি এক্সপ্রেস বা পিস ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের বক্তব্য, "বাংলার সব থেকে বড় শত্রু হিংসা।" সেই সঙ্গে তিনি কলকাতা থেকে কিষাণ এক্সপ্রেস (Kishan Train) এবং কালচারাল হুইলস (Cultural Huils Train) চালাতেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেন। অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে শিয়ালদা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রাজ্যপাল ।

এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সকাল 9টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌছন রাজ্যপাল । সেখানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান । তারপর সকাল 10টা 20 মিনিট নাগাদ তিনি শিয়ালদা স্টেশনে পৌঁছন । রাজভবন সূত্রের খবর, আজ হাওড়ার বেলুড় মঠে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল ।

এদিকে, আজকের অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে শিয়ালদা স্টেশনে তাঁর বক্তব্যে রাজ্যর রাজনৈতিক হিংসার প্রসঙ্গ উঠে আসে । সেই কারণে তিনি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শান্তি এক্সপ্রেস চালানোর প্রসঙ্গ তোলেন । এই বক্তব্য রাজনৈতিকভাবে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের একটা বড় অংশের দাবি ।

উল্লেখ্য, আজ দেশজুড়ে 508টি স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থি ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিকে, শিয়ালদা স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ অনেকে । এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জানান, অমৃত স্টেশন স্কিমের আওতায় 508টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে ৷ রেলের সঙ্গে দেশের বিভিন্ন শহরের পরিচয়ও জুড়ে রয়েছে ৷ এই স্টেশনগুলি শহরের 'হার্ট অফ দ্য সিটি'তে পরিণত হয়েছে ।

তিনি আরও বলেন, "রেলকে আমাদের দেশের লাইফলাইন বলা হয় ৷ ভারতীয় রেলের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । চলতি বছরে দেড় লক্ষ কোটি টাকারও বেশি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে ৷ এই অঙ্ক 2014 সালের বাজেটের তুলনায় 5 গুণ বেশি ৷ রেলের সামগ্রিক উন্নতির জন্য কাজ হচ্ছে ৷ এই 9 বছর লোকোমোটিভ উৎপাদন 9 গুণ বেড়েছে ৷ এইচএলবি কোচ তৈরি হচ্ছে ৷"

আরও পড়ুন : নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় স্টেশন, উত্তর-পূর্বেও রেলের বিস্তারে জোর

কলকাতা, 6 অগস্ট: হিংসার পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শান্তি এক্সপ্রেস বা পিস ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের বক্তব্য, "বাংলার সব থেকে বড় শত্রু হিংসা।" সেই সঙ্গে তিনি কলকাতা থেকে কিষাণ এক্সপ্রেস (Kishan Train) এবং কালচারাল হুইলস (Cultural Huils Train) চালাতেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেন। অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে শিয়ালদা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রাজ্যপাল ।

এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সকাল 9টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌছন রাজ্যপাল । সেখানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান । তারপর সকাল 10টা 20 মিনিট নাগাদ তিনি শিয়ালদা স্টেশনে পৌঁছন । রাজভবন সূত্রের খবর, আজ হাওড়ার বেলুড় মঠে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল ।

এদিকে, আজকের অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে শিয়ালদা স্টেশনে তাঁর বক্তব্যে রাজ্যর রাজনৈতিক হিংসার প্রসঙ্গ উঠে আসে । সেই কারণে তিনি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শান্তি এক্সপ্রেস চালানোর প্রসঙ্গ তোলেন । এই বক্তব্য রাজনৈতিকভাবে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের একটা বড় অংশের দাবি ।

উল্লেখ্য, আজ দেশজুড়ে 508টি স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থি ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিকে, শিয়ালদা স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ অনেকে । এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জানান, অমৃত স্টেশন স্কিমের আওতায় 508টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে ৷ রেলের সঙ্গে দেশের বিভিন্ন শহরের পরিচয়ও জুড়ে রয়েছে ৷ এই স্টেশনগুলি শহরের 'হার্ট অফ দ্য সিটি'তে পরিণত হয়েছে ।

তিনি আরও বলেন, "রেলকে আমাদের দেশের লাইফলাইন বলা হয় ৷ ভারতীয় রেলের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । চলতি বছরে দেড় লক্ষ কোটি টাকারও বেশি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে ৷ এই অঙ্ক 2014 সালের বাজেটের তুলনায় 5 গুণ বেশি ৷ রেলের সামগ্রিক উন্নতির জন্য কাজ হচ্ছে ৷ এই 9 বছর লোকোমোটিভ উৎপাদন 9 গুণ বেড়েছে ৷ এইচএলবি কোচ তৈরি হচ্ছে ৷"

আরও পড়ুন : নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় স্টেশন, উত্তর-পূর্বেও রেলের বিস্তারে জোর

Last Updated : Aug 6, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.