ETV Bharat / state

Gov Returning to Kolkata: রিষড়ায় অশান্তির খবরে দার্জিলিং সফর কাটছাঁট, কলকাতার পথে রাজ্যপাল - Rishra Violence

রিষড়ায় নতুন করে অশান্তির খবর পেতেই, জরুরি ভিত্তিতে দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল ৷ সংবাদ সংস্থা এএনআই এর তরফে দেওয়া খবরে এমনটাই জানানো হয়েছে ৷

Gov Returning from Darjeeling ETV BHARAT
Gov Returning from Darjeeling
author img

By

Published : Apr 4, 2023, 10:43 AM IST

Updated : Apr 4, 2023, 11:02 AM IST

কলকাতা, 4 এপ্রিল: দার্জিলিং সফর কাটছাঁট করে জরুরিভিত্তিতে কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হুগলির রিষড়ায় সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে ৷ সেই ঘটনার খবর পেয়ে তিনি জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরে আসছেন ৷ উল্লেখ্য, রবিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ সেই ঘটনায় রবিবার রাতেই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন ৷ রবিবার রাতের ঘটনার পর থেকে সোমবার সারাদিন থমথমে পরিবেশ ছিল রিষড়ায় ৷ কিন্তু, গতকাল রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়ার সন্ধ্যাবাজার ছাই গলি এলাকা ৷

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, রাজ্যপাল জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরছেন ৷ দার্জিলিং সফরে তাঁর একাধিক কর্মসূচি ছিল ৷ কিন্তু, সেই সব কর্মসূতি বাতিল করে দিয়েছেন ৷ গতকাল রাত থেকে নতুন করে অশান্ত হয়ে রিষড়া ৷ অভিযোগ, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ সোমবার রাত থেকে ঘনঘন বোমাবাজি হতে থাকে ৷ যার জেরে রাতভর আতঙ্কে কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় বলেও জানা গিয়েছে ৷ ঘটনার পর আজ থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে রিষড়ায় ৷

  • West Bengal Governor CV Anand Bose curtailed his programme in Darjeeling and is on his way to Kolkata after receiving information about fresh violence in Hooghly last night.

    (file pic) pic.twitter.com/JWssDNuUrq

    — ANI (@ANI) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এদিন পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ রিষড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে 4 নম্বর রেল গেটের কাছে একটি হাউজিং কমপ্লেক্স রয়েছে ৷ সেখানকার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধেই পালটা অত্যাচারের অভিযোগ করেছেন ৷ তাঁদের অভিযোগ, পুলিশই রাতভর এলাকায় তাণ্ডব চালিয়েছে ৷ দ্বিতীয়বার রিষড়া অশান্ত হওয়ার পিছনে পুলিশকেই দায়ী করেছেন স্থানীয়দের একাংশ ৷ এমনকী রবিবার পুলিশ ঘটনাস্থলে ছিল না বলে অভিযোগ উঠেছে ৷

স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, পুলিশ রাত 1টা নাগাদ হাউজিংয়ের গেট ভেঙে ভিতরে ঢুকেছিল ৷ সেখানকার বিভিন্ন বাড়িতে ঢুকে লোকজনদের মারধর করা হয় ৷ বেশ কয়েকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ তাঁদের দাবি, হাউজিংয়ের বাসিন্দারা কোনওভাবেই রবিবারের ঘটনার সঙ্গে জড়িত নন ৷ প্রায় 10 জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: বোমাবাজি-পুলিশের গাড়িতে আগুন, উত্তপ্ত রিষড়ায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর থেকে ফের অশান্ত হয়ে ওঠে রিষড়া ও শ্রীরামপুর এলাকা ৷ সেই সময় ঘটনাস্থলে হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী ছিলেন ৷ ফলে প্রাথমিকভাবে পুলিশে পিছু হটতে হয় ৷ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিন্তু, পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, তাঁরাও হিমশিম খেয়ে যায় ৷ রিষড়া 4 নম্বর রেলগেটের কাছে হওয়া, পুলিশ বড় কোনও পদক্ষেপও নিতে পারছিল না ৷ এই অবস্থায় রেল গেটের দায়িত্বে থাকা গেটম্যানেরও কোনও হদিশ মেলেনি ৷ বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে বলেও অভিযোগ ৷ যার জেরে রাত 9টার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ বেশ কয়েকঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারও পরিষেবা শুরু হয় ৷

কলকাতা, 4 এপ্রিল: দার্জিলিং সফর কাটছাঁট করে জরুরিভিত্তিতে কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হুগলির রিষড়ায় সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে ৷ সেই ঘটনার খবর পেয়ে তিনি জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরে আসছেন ৷ উল্লেখ্য, রবিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ সেই ঘটনায় রবিবার রাতেই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন ৷ রবিবার রাতের ঘটনার পর থেকে সোমবার সারাদিন থমথমে পরিবেশ ছিল রিষড়ায় ৷ কিন্তু, গতকাল রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়ার সন্ধ্যাবাজার ছাই গলি এলাকা ৷

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, রাজ্যপাল জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরছেন ৷ দার্জিলিং সফরে তাঁর একাধিক কর্মসূচি ছিল ৷ কিন্তু, সেই সব কর্মসূতি বাতিল করে দিয়েছেন ৷ গতকাল রাত থেকে নতুন করে অশান্ত হয়ে রিষড়া ৷ অভিযোগ, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ সোমবার রাত থেকে ঘনঘন বোমাবাজি হতে থাকে ৷ যার জেরে রাতভর আতঙ্কে কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় বলেও জানা গিয়েছে ৷ ঘটনার পর আজ থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে রিষড়ায় ৷

  • West Bengal Governor CV Anand Bose curtailed his programme in Darjeeling and is on his way to Kolkata after receiving information about fresh violence in Hooghly last night.

    (file pic) pic.twitter.com/JWssDNuUrq

    — ANI (@ANI) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এদিন পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ রিষড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে 4 নম্বর রেল গেটের কাছে একটি হাউজিং কমপ্লেক্স রয়েছে ৷ সেখানকার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধেই পালটা অত্যাচারের অভিযোগ করেছেন ৷ তাঁদের অভিযোগ, পুলিশই রাতভর এলাকায় তাণ্ডব চালিয়েছে ৷ দ্বিতীয়বার রিষড়া অশান্ত হওয়ার পিছনে পুলিশকেই দায়ী করেছেন স্থানীয়দের একাংশ ৷ এমনকী রবিবার পুলিশ ঘটনাস্থলে ছিল না বলে অভিযোগ উঠেছে ৷

স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, পুলিশ রাত 1টা নাগাদ হাউজিংয়ের গেট ভেঙে ভিতরে ঢুকেছিল ৷ সেখানকার বিভিন্ন বাড়িতে ঢুকে লোকজনদের মারধর করা হয় ৷ বেশ কয়েকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ তাঁদের দাবি, হাউজিংয়ের বাসিন্দারা কোনওভাবেই রবিবারের ঘটনার সঙ্গে জড়িত নন ৷ প্রায় 10 জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: বোমাবাজি-পুলিশের গাড়িতে আগুন, উত্তপ্ত রিষড়ায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর থেকে ফের অশান্ত হয়ে ওঠে রিষড়া ও শ্রীরামপুর এলাকা ৷ সেই সময় ঘটনাস্থলে হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী ছিলেন ৷ ফলে প্রাথমিকভাবে পুলিশে পিছু হটতে হয় ৷ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিন্তু, পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, তাঁরাও হিমশিম খেয়ে যায় ৷ রিষড়া 4 নম্বর রেলগেটের কাছে হওয়া, পুলিশ বড় কোনও পদক্ষেপও নিতে পারছিল না ৷ এই অবস্থায় রেল গেটের দায়িত্বে থাকা গেটম্যানেরও কোনও হদিশ মেলেনি ৷ বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে বলেও অভিযোগ ৷ যার জেরে রাত 9টার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ বেশ কয়েকঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারও পরিষেবা শুরু হয় ৷

Last Updated : Apr 4, 2023, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.