কলকাতা, 17 জুন: সুকান্ত মজুমদারকে সক্রিয় এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু, কী নিয়ে এই আশ্বাস ? সুকান্ত রাজ্যপাল জানিয়েছেন, মনোনয়ন পর্বে রাজ্যে যে অশান্তি ও রক্তপাতের ঘটনা ঘটেছে, তা ভোটের দিনও বজায় থাকবে ৷ কোনওভাবেই হিংসা এড়ানো সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷ তবে, রাজ্যপাল তাঁকে আশ্বাস দিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটবে না ৷ অন্যদিকে, কমিশনের সুপ্রিম কোর্টে আবেদন ইস্যুতে নির্বাচন কমিশনারকে রাজ্য সরকারের 'বাঁদর' বলে কটাক্ষ করেছেন সুকান্ত ৷
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির হিংসার ঘটনা ঘটেছে ৷ মনোনয়ন প্রত্যাহার ও ভোটগ্রহণ পর্বও রক্তাক্ত হতে পারে বলে মনে করছে রাজ্য বিজেপি ৷ যাতে গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হয়, তা নিশ্চিত করতে শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই আইনের গণ্ডিতে থেকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিজেপি সভাপতিকে জানিয়েছেন সিভি আনন্দ বোস ৷ সাক্ষাতের পর সুকান্ত জানিয়েছেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে সক্রিয় এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন ও রাজ্য
পাশাপাশি বাসন্তী-সহ বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচনের আগের যে পরিস্থিতি, তা রাজ্যপালকে বিস্তারিত জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ এমনকী তফসিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ উল্লেখ্য, সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তবে, রাজ্যপালের তলবকে উপেক্ষা করে গিয়েছেন রাজীবা সিনহা ৷
আরও পড়ুন: রাজ্যপালের ডাকলেও গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্বাচনে বাহিনী মোতায়েনের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে কমিশন ও রাজ্য সরকার ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের থাপ্পড় না-খেলে শোধরায় না ৷ রাজ্য নির্বাচন কমিশনের মাথায় যিনি আছেন তিনি হাতের পুতুল এবং তাঁকে নিয়ন্ত্রণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" এ প্রসঙ্গে ভাঙড়ের অশান্তি ও বিরোধীদের মনোনয়ন পেশ করতে না-পারা নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন সুকান্ত মজুমদার ৷ তিনি অভিযোগ করেছেন, কমিশন স্পর্শকাতর এলাকা বুঝে উঠতে পারছে না ৷ আর তাই তাঁর কটাক্ষ, ‘‘রাজ্য সরকারের বাঁদরে পরিণত হয়েছে কমিশন ৷’’