ETV Bharat / state

Jadavpur University: যাদবপুরের সমাবর্তনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা রাজ্যপালের - সি ভি আনন্দ বোস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠান (Convocation Ceremony) চলাকালীন ছাত্র সংসদের নির্বাচনের (Student Council Election) দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ৷ অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁদের সঙ্গে সরাসরি কথা বললেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) ৷

Governor C V Ananda Bose met with Agitating Students of Jadavpur University during Convocation Ceremony
পড়ুয়াদের পাশে থাকার বার্তা রাজ্যপালের ৷
author img

By

Published : Dec 24, 2022, 2:14 PM IST

Updated : Dec 24, 2022, 3:00 PM IST

আচার্যের সঙ্গে কথা ৷

কলকাতা, 24 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানে (Convocation Ceremony) যোগ দিতে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) ৷ প্রায় পাঁচ মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পড়ুয়ারা তাঁকে জানান, শতাব্দীপ্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে গত তিনবছর ধরে ছাত্র সংসদের নির্বাচন (Student Council Election) হয়নি ৷ তাই অবিলম্বে নির্বাচন হোক, এটাই চান তাঁরা ৷ সব শুনে রাজ্যপাল বিক্ষোভকারীদের বলেন, তিনি সবেমাত্র পশ্চিমবঙ্গের দায়িত্বভার পেয়েছেন ৷ সংশ্লিষ্ট সমস্ত বিষয়টিগুলি তাঁর জানা নেই ৷ তবে, তিনি সবদিক খতিয়ে দেখবেন ৷ প্রয়োজনে আধিকারিকদের সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবেন ৷

এদিন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 65তম সমবর্তন অনুষ্ঠান ৷ সেই কর্মসূচি চলাকালীনই অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ দেখাতে দেখা যায় ছাত্রছাত্রীদের ৷ এসএফআই এবং ফেটসুর পক্ষ থেকে এর আয়োজন করা হয় ৷ সেখানে ছাত্রদের স্লোগান দিতে এবং ব্য়ানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ যদিও এসএফআইয়ের পক্ষে শুভঙ্কর মজুমদার দাবি, এদিনের কর্মসূচি কোনও বিক্ষোভ ছিল না ৷ তাঁরা শুধুমাত্র নিজেদের বার্তা আচার্যের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং সেই চেষ্টায় তাঁরা সফল হয়েছেন ৷

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ! বামপন্থী ছাত্রসংগঠনের তুমুল বিক্ষোভ

রাজ্যপাল যে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, তাঁদের মধ্যে শুভঙ্করও ছিলেন ৷ তিনি জানান, "এসএফআইয়ের পক্ষ থেকে তিনটি দাবি নিয়ে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত তিনবছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ দ্বিতীয়ত, আর্থিক সঙ্কটের জেরে বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণাগার বন্ধ হয়ে যাচ্ছে ৷ তাই রাজ্য এবং কেন্দ্র যাতে বিশ্ববিদ্য়ালয়ের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেয়, আচার্যের কাছে সেই আবেদনও করেছি আমরা ৷ পাশাপাশি, শিক্ষা পরিকাঠামোর উন্নতির নামে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পিপিপি মডেল আনার চেষ্টা করা হচ্ছে ৷ এটি আদতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ারই নামান্তর ৷ এই অপচেষ্টা যাতে অবিলম্বে বন্ধ হয়, সেই বিষয়েও আমরা আচার্যের হস্তক্ষেপ চেয়েছি ৷" রাজ্যপাল তাঁদের সমস্ত কথা মন দিয়ে শুনেছেন বলে জানিয়েছেন শুভঙ্কর ৷

আচার্যের সঙ্গে কথা ৷

কলকাতা, 24 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানে (Convocation Ceremony) যোগ দিতে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) ৷ প্রায় পাঁচ মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পড়ুয়ারা তাঁকে জানান, শতাব্দীপ্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে গত তিনবছর ধরে ছাত্র সংসদের নির্বাচন (Student Council Election) হয়নি ৷ তাই অবিলম্বে নির্বাচন হোক, এটাই চান তাঁরা ৷ সব শুনে রাজ্যপাল বিক্ষোভকারীদের বলেন, তিনি সবেমাত্র পশ্চিমবঙ্গের দায়িত্বভার পেয়েছেন ৷ সংশ্লিষ্ট সমস্ত বিষয়টিগুলি তাঁর জানা নেই ৷ তবে, তিনি সবদিক খতিয়ে দেখবেন ৷ প্রয়োজনে আধিকারিকদের সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবেন ৷

এদিন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 65তম সমবর্তন অনুষ্ঠান ৷ সেই কর্মসূচি চলাকালীনই অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ দেখাতে দেখা যায় ছাত্রছাত্রীদের ৷ এসএফআই এবং ফেটসুর পক্ষ থেকে এর আয়োজন করা হয় ৷ সেখানে ছাত্রদের স্লোগান দিতে এবং ব্য়ানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ যদিও এসএফআইয়ের পক্ষে শুভঙ্কর মজুমদার দাবি, এদিনের কর্মসূচি কোনও বিক্ষোভ ছিল না ৷ তাঁরা শুধুমাত্র নিজেদের বার্তা আচার্যের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং সেই চেষ্টায় তাঁরা সফল হয়েছেন ৷

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ! বামপন্থী ছাত্রসংগঠনের তুমুল বিক্ষোভ

রাজ্যপাল যে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, তাঁদের মধ্যে শুভঙ্করও ছিলেন ৷ তিনি জানান, "এসএফআইয়ের পক্ষ থেকে তিনটি দাবি নিয়ে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত তিনবছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ দ্বিতীয়ত, আর্থিক সঙ্কটের জেরে বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণাগার বন্ধ হয়ে যাচ্ছে ৷ তাই রাজ্য এবং কেন্দ্র যাতে বিশ্ববিদ্য়ালয়ের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেয়, আচার্যের কাছে সেই আবেদনও করেছি আমরা ৷ পাশাপাশি, শিক্ষা পরিকাঠামোর উন্নতির নামে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পিপিপি মডেল আনার চেষ্টা করা হচ্ছে ৷ এটি আদতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ারই নামান্তর ৷ এই অপচেষ্টা যাতে অবিলম্বে বন্ধ হয়, সেই বিষয়েও আমরা আচার্যের হস্তক্ষেপ চেয়েছি ৷" রাজ্যপাল তাঁদের সমস্ত কথা মন দিয়ে শুনেছেন বলে জানিয়েছেন শুভঙ্কর ৷

Last Updated : Dec 24, 2022, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.