ETV Bharat / state

Governor Appoints Vice-Chancellors: রাজ্য-রাজভবন বিতর্কের মাঝেই 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বোসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:33 PM IST

রাজ্য-রাজভবন বিতর্কের মাঝেই ফের 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে কোনও অধ্যাপক নন, নিয়োগ প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রনকে ৷

Governor C V Ananda Bose
আচার্য সিভি আনন্দ বোস

কলকাতা, 1 অক্টোবর: ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করল রাজভবন । রবিবার 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য সিভি আনন্দ বোস । এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মহাত্মা গান্ধি, আলিপুরদুয়ার, বিশ্ববাংলা,পঞ্চানন বর্মা-সহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হলেন অচিন্ত সাহা ৷ মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক বিবি পাড়িদা ৷ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন অধ্যাপক নিখিল চন্দ্র রায়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক দিলীপ মাইতি । তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও দেখা দিয়েছে বিতর্ক । কারণ ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসলেন প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রন ।

এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল বিবাদ দেখা দিয়েছিল । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও যোগাযোগ না করেই একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য বোস । এই নিয়ে দু'পক্ষের মাঝে বিভিন্ন কটাক্ষের সুরও শোনা যায় । সেই বিতর্কের মাঝে আবারও উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল । অধ্যাপনার সঙ্গে জড়িত না থাকা ব্যক্তি কীভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করছেন, সেই প্রশ্ন তোলে শাসকপন্থী শিক্ষকেরা । এ দিনের নিয়োগের পর সেই প্রশ্ন আরও একবার প্রাসঙ্গিক হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ।

আরও পড়ুন: এক রাতেই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

শুধুই উপাচার্য নিয়োগ নয়, সার্চ কমিটি নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক । সুপ্রিম কোর্টের আদেশ মেনে পাঁচজনের নামের তালিকা শীর্ষ আদালতে জমা করেছে রাজভবন । তবে সেই নামের তালিকায় নেই একজনও রাজ্যের প্রতিনিধি । রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অধ্যাপকের নাম লেখেননি সিভি আনন্দ বোস । তাতেই আবারও দেখা গিয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ফের তুলে আনেন উপাচার্য প্রসঙ্গ । ব্রাত্য বসু বলেন,"উনি কিছু পাপেট, যারা ওনার কথায় উঠবেন-নাচবেন তেমন কিছু পুতুলকে উপাচার্য করছিলেন । সেই প্রক্রিয়াকে জারি রাখতে চাইছেন ।"

কলকাতা, 1 অক্টোবর: ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করল রাজভবন । রবিবার 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য সিভি আনন্দ বোস । এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মহাত্মা গান্ধি, আলিপুরদুয়ার, বিশ্ববাংলা,পঞ্চানন বর্মা-সহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হলেন অচিন্ত সাহা ৷ মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক বিবি পাড়িদা ৷ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন অধ্যাপক নিখিল চন্দ্র রায়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক দিলীপ মাইতি । তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও দেখা দিয়েছে বিতর্ক । কারণ ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসলেন প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রন ।

এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল বিবাদ দেখা দিয়েছিল । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও যোগাযোগ না করেই একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য বোস । এই নিয়ে দু'পক্ষের মাঝে বিভিন্ন কটাক্ষের সুরও শোনা যায় । সেই বিতর্কের মাঝে আবারও উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল । অধ্যাপনার সঙ্গে জড়িত না থাকা ব্যক্তি কীভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করছেন, সেই প্রশ্ন তোলে শাসকপন্থী শিক্ষকেরা । এ দিনের নিয়োগের পর সেই প্রশ্ন আরও একবার প্রাসঙ্গিক হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ।

আরও পড়ুন: এক রাতেই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

শুধুই উপাচার্য নিয়োগ নয়, সার্চ কমিটি নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক । সুপ্রিম কোর্টের আদেশ মেনে পাঁচজনের নামের তালিকা শীর্ষ আদালতে জমা করেছে রাজভবন । তবে সেই নামের তালিকায় নেই একজনও রাজ্যের প্রতিনিধি । রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অধ্যাপকের নাম লেখেননি সিভি আনন্দ বোস । তাতেই আবারও দেখা গিয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ফের তুলে আনেন উপাচার্য প্রসঙ্গ । ব্রাত্য বসু বলেন,"উনি কিছু পাপেট, যারা ওনার কথায় উঠবেন-নাচবেন তেমন কিছু পুতুলকে উপাচার্য করছিলেন । সেই প্রক্রিয়াকে জারি রাখতে চাইছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.