ETV Bharat / state

DA Rally in Kolkata: ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান - ডিএর দাবিতে আন্দোলনের 100 দিন

হাজরা মোড় থেকে শুরু হয়েছে ডিএ'র দাবিতে আন্দোলনের 100 দিনে সরকারি কর্মীদের মিছিল ৷ পোস্টার হাতে হাজারো সরকারি কর্মচারী জেলার বিভিন্ন প্রান্ত দিয়ে ভিড় জমিয়েছেন ৷ চলছে সরকারের বিরুদ্ধে স্লোগান ৷ আন্দোলনের থিম গানে মুখরিত কলকাতার রাজপথ ৷

govt employees rally in kolkata
ডিএ'র আন্দোনলকারীদের মিছিল
author img

By

Published : May 6, 2023, 1:35 PM IST

Updated : May 6, 2023, 4:17 PM IST

রাজপথে মিছিল করছেন সরকারি কর্মীরা

কলকাতা, 6 মে: শনিবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে ধরনা মঞ্চের 100 দিন ৷ এই দিনটি উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজন করা হয় কলকাতায় ৷ দুপুর 1টার সময় হাজরা মোড় থেকে শুরু হয় সরকারি কর্মীদের মিছিল ৷ তার আগে জেলার বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মীদের বিশাল জমায়েত হয়েছে হাজরা মোড়ে ৷ ডিএ'র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয় ৷

শনিবার সরকারি কর্মীরা হাজরা মোড় দিয়ে মিছিল শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যায় ৷ সেখান থেকে মিছিল ঘুরে আবারও ফিরে আসে হাজরা মোড়ে ৷ যেখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয় । এ দিনের মিছিলে ব্যবহৃত হয়েছে বহু ট্যাবলো ৷ অন্যতম ব্যস্ত রাস্তা হাজরা মোড় ৷ মিছিলের শুরু হওয়ার আগেই রীতিমত মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে যায় মহানগর ৷

তবে এই মিছিল ঘিরে সরকারি কর্মীদের কয়েকটি সংগঠন আপত্তি জানিয়েছিল । তাদের দাবি, কোন রাস্তা ধরে মিছিল হবে তা তাদের সঙ্গে কথা না বলেই ঠিক করা হয়েছে । আর এই দাবিকে সামনে রেখে ওই সমস্ত সংগঠন এই মিছিলে অংশ নেয়নি । তবে নির্ধারিত সময় মেনেই হাজরা থেকে মিছিল শুরু করেছেন সরকারি কর্মীরা ।

govt employees rally in kolkata
কার্টুন হাতে মিছিলে সরকারি কর্মীরা ৷

আরও পড়ুন: মিছিলের রুট নিয়ে আপত্তি, আন্দোলনের 100 দিনের আগে সরকারি কর্মীদের সংগঠনে ফাটল

জানা গিয়েছে, মিছিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ৷ যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ছড়ায় ৷ সংগ্ৰামী যৌথ মঞ্চের তরফে আন্দোলনকে জোরদার করতে নতুন থিম সং করা হয়েছে । সেটি রচনা ও সুর দিয়েছেন কিংশুক ঘোষ । বুলেট চক্রবর্তীর গাওয়া এই গান শোনা যাচ্ছে মিছিলে । একটি কাঠের খাটে করে প্রতীকী দেহ নিয়ে মিছিল করে সরকারি কর্মীরা ৷ তাতে লেখা ছিল, পশ্চিমবঙ্গ সরকারের বিবেক ৷

govt employees rally in kolkata
সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মিছিল কলকাতায়

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল অভিষেকের বাড়ির সামনে পৌঁছলে চোর স্লোগান দিতে থাকে সরকারি কর্মীরা ৷ একই ছবি ধরা পড়েছে হরিশ মুখার্জী রোডে থাকা একটি তৃণমূল কার্যালয়ের সামনেও ৷ সেখান থেকে মিছিল যাওয়ার সময়ও চোর স্লোগান শোনা যায় আন্দোলনকারীদের মুখে ৷ এ নিয়ে সরকারি কর্মী নাফিসা মেহমুদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোর, ডাকাত ও নন্দলাল বলে স্বীকৃতি দিয়েছেন ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যাওযার সময় নিজেদেরই আমরা চোর চোর বলে স্লোগান দিচ্ছি ৷ ঠিক আছে আমরা চোর ৷ আমরা চোর হলে মুখ্যমন্ত্রী চোরেদের রানি ৷"

রাজপথে মিছিল করছেন সরকারি কর্মীরা

কলকাতা, 6 মে: শনিবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে ধরনা মঞ্চের 100 দিন ৷ এই দিনটি উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজন করা হয় কলকাতায় ৷ দুপুর 1টার সময় হাজরা মোড় থেকে শুরু হয় সরকারি কর্মীদের মিছিল ৷ তার আগে জেলার বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মীদের বিশাল জমায়েত হয়েছে হাজরা মোড়ে ৷ ডিএ'র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয় ৷

শনিবার সরকারি কর্মীরা হাজরা মোড় দিয়ে মিছিল শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যায় ৷ সেখান থেকে মিছিল ঘুরে আবারও ফিরে আসে হাজরা মোড়ে ৷ যেখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয় । এ দিনের মিছিলে ব্যবহৃত হয়েছে বহু ট্যাবলো ৷ অন্যতম ব্যস্ত রাস্তা হাজরা মোড় ৷ মিছিলের শুরু হওয়ার আগেই রীতিমত মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে যায় মহানগর ৷

তবে এই মিছিল ঘিরে সরকারি কর্মীদের কয়েকটি সংগঠন আপত্তি জানিয়েছিল । তাদের দাবি, কোন রাস্তা ধরে মিছিল হবে তা তাদের সঙ্গে কথা না বলেই ঠিক করা হয়েছে । আর এই দাবিকে সামনে রেখে ওই সমস্ত সংগঠন এই মিছিলে অংশ নেয়নি । তবে নির্ধারিত সময় মেনেই হাজরা থেকে মিছিল শুরু করেছেন সরকারি কর্মীরা ।

govt employees rally in kolkata
কার্টুন হাতে মিছিলে সরকারি কর্মীরা ৷

আরও পড়ুন: মিছিলের রুট নিয়ে আপত্তি, আন্দোলনের 100 দিনের আগে সরকারি কর্মীদের সংগঠনে ফাটল

জানা গিয়েছে, মিছিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ৷ যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ছড়ায় ৷ সংগ্ৰামী যৌথ মঞ্চের তরফে আন্দোলনকে জোরদার করতে নতুন থিম সং করা হয়েছে । সেটি রচনা ও সুর দিয়েছেন কিংশুক ঘোষ । বুলেট চক্রবর্তীর গাওয়া এই গান শোনা যাচ্ছে মিছিলে । একটি কাঠের খাটে করে প্রতীকী দেহ নিয়ে মিছিল করে সরকারি কর্মীরা ৷ তাতে লেখা ছিল, পশ্চিমবঙ্গ সরকারের বিবেক ৷

govt employees rally in kolkata
সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মিছিল কলকাতায়

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল অভিষেকের বাড়ির সামনে পৌঁছলে চোর স্লোগান দিতে থাকে সরকারি কর্মীরা ৷ একই ছবি ধরা পড়েছে হরিশ মুখার্জী রোডে থাকা একটি তৃণমূল কার্যালয়ের সামনেও ৷ সেখান থেকে মিছিল যাওয়ার সময়ও চোর স্লোগান শোনা যায় আন্দোলনকারীদের মুখে ৷ এ নিয়ে সরকারি কর্মী নাফিসা মেহমুদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোর, ডাকাত ও নন্দলাল বলে স্বীকৃতি দিয়েছেন ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যাওযার সময় নিজেদেরই আমরা চোর চোর বলে স্লোগান দিচ্ছি ৷ ঠিক আছে আমরা চোর ৷ আমরা চোর হলে মুখ্যমন্ত্রী চোরেদের রানি ৷"

Last Updated : May 6, 2023, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.