ETV Bharat / state

Pollution: বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি ! 15 নভেম্বর থেকে শহরের রাস্তায় জল ছিটানো শুরু

শীতকালের শুরুতেই বাতাসে বাড়ছে ভাসমান ধূলিকণার পরিমাণ । তাই আগামী 15 নভেম্বর থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) ও পরিবেশ দফতর কলকাতা-সহ 6 শহরের রাস্তায় জল ছিটানোর কাজ করবে ৷

government to spray water to contain air pollution during winter
Pollution: বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি ! 15 নভেম্বর থেকে শহরের রাস্তায় জল ছিটানো শুরু
author img

By

Published : Nov 5, 2022, 8:23 PM IST

কলকাতা, 5 নভেম্বর: শীতকালের (Winter) শুরুতেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে । তাপমাত্রা আরও কমতে থাকলে এই ধূলিকণার (Pollution) পরিমাণ আরও বৃদ্ধি পাবে তথা নীচে নামতে শুরু করবে । এরকম পরিস্থিতিতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে শুরু করে । তাই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যেগ নিচ্ছে রাজ্য পরিবেশ দফতর ।

আগামী 15 নভেম্বর থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) ও পরিবেশ দফতরের উদ্যোগে রাজ্যের ছয়টি শহরে দু-বেলা জল ছিটানো শুরু হবে । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি আইপিএস ডক্টর রাজেশ কুমার বলেন, "কলকাতা, হাওড়া, হলদিয়া-সহ মোট ছয়টি শহরের রাস্তায় জল ছিটানো শুরু হবে । চলবে 2023 সালের মার্চ মাস পর্যন্ত । এতে শীতের সময় শ্বাস-প্রশাসের সসম্যা কমবে । পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে অনেকটাই ।"

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমতেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পাবে । মূলত, পিএম 2.5 ও পিএম 10 এই দুই ধরনের ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পায় । যার মধ্যে পিএম 2.5 বেশি বিপজ্জনক । পিএম 2.5 সরাসরি শ্বাস-প্রশাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে । আর পিএম 10 শ্বাস-প্রশাসের সমস্যা ঘটায় । তাই, শহরের ব্যস্ততম রাস্তায় জল ছিটিয়ে ভাসমান ধূলিকণার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় ।

একথা স্বীকার করলেও পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "শুধু রাস্তায় জল ছিটিয়ে বিশেষ লাভ হবে না । রাস্তার পাশের গাছের পাতাও ধুতে হবে । পাতায় ধুলো জমে থাকে । গাছ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বাধা পায় । স্বাভাবিক ভাবেই অক্সিজেন উৎপাদনে সসম্যা হবে । একই সঙ্গে 15 বছরের ঊর্ধের গাড়ি চলা দ্রুত বন্ধ করতে হবে ।"

আরও পড়ুন: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটির ক্ষতিপূরণ দিতে নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের

কলকাতা, 5 নভেম্বর: শীতকালের (Winter) শুরুতেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে । তাপমাত্রা আরও কমতে থাকলে এই ধূলিকণার (Pollution) পরিমাণ আরও বৃদ্ধি পাবে তথা নীচে নামতে শুরু করবে । এরকম পরিস্থিতিতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে শুরু করে । তাই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যেগ নিচ্ছে রাজ্য পরিবেশ দফতর ।

আগামী 15 নভেম্বর থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) ও পরিবেশ দফতরের উদ্যোগে রাজ্যের ছয়টি শহরে দু-বেলা জল ছিটানো শুরু হবে । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি আইপিএস ডক্টর রাজেশ কুমার বলেন, "কলকাতা, হাওড়া, হলদিয়া-সহ মোট ছয়টি শহরের রাস্তায় জল ছিটানো শুরু হবে । চলবে 2023 সালের মার্চ মাস পর্যন্ত । এতে শীতের সময় শ্বাস-প্রশাসের সসম্যা কমবে । পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে অনেকটাই ।"

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমতেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পাবে । মূলত, পিএম 2.5 ও পিএম 10 এই দুই ধরনের ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পায় । যার মধ্যে পিএম 2.5 বেশি বিপজ্জনক । পিএম 2.5 সরাসরি শ্বাস-প্রশাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে । আর পিএম 10 শ্বাস-প্রশাসের সমস্যা ঘটায় । তাই, শহরের ব্যস্ততম রাস্তায় জল ছিটিয়ে ভাসমান ধূলিকণার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় ।

একথা স্বীকার করলেও পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "শুধু রাস্তায় জল ছিটিয়ে বিশেষ লাভ হবে না । রাস্তার পাশের গাছের পাতাও ধুতে হবে । পাতায় ধুলো জমে থাকে । গাছ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বাধা পায় । স্বাভাবিক ভাবেই অক্সিজেন উৎপাদনে সসম্যা হবে । একই সঙ্গে 15 বছরের ঊর্ধের গাড়ি চলা দ্রুত বন্ধ করতে হবে ।"

আরও পড়ুন: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটির ক্ষতিপূরণ দিতে নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.