ETV Bharat / state

Governor CV Ananda Bose: আর্থিক অডিট রিপোর্ট জমা রাজ্যের, প্রাপ্তিস্বীকার রাজ্যপালের

author img

By

Published : May 10, 2023, 10:39 PM IST

Updated : May 10, 2023, 10:59 PM IST

2022 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষের রাজ্যের আর্থিক অডিট রিপোর্ট তিনি পেয়েছেন বলে বুধবার জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Etv Bharat
রাজ্যপালকে রিপোর্ট রাজ্যের

কলকাতা, 10 মে: রাজ্য সরকারের তরফে জমা দেওয়া অডিট রিপোর্টের প্রাপ্তি স্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অবশেষে রাজভবনে জমা পড়েছে রাজ্য সরকারের অর্থ দফতরের দেওয়া অডিট রিপোর্ট । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের মতো না-হলেও শিক্ষা দফতরকে নিয়ে ইদানিং রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে ঠোকাঠুকি একাধিকবার প্রকাশ্যে এসেছে । বিশেষত আচার্য বিলে রাজ্যপালের স্বাক্ষর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার কটাক্ষ করেছেন সিভি আনন্দ বোসকে ৷

সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বোস স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হলে তিনি হ্যামলেটের মতো 'টু বি অর নট টু বি'-র দ্বন্দ্বে চুপ করে বসে থাকতে পারবেন না । রাজ্যপালের এই বক্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি । আর এই বিতর্কের মাঝেই বুধবার রাজ্যপালের তরফ থেকে এক টুইট বার্তায় জানিয়ে দেওয়া হল রাজভবনে রাজ্য অর্থ দফতরের 2022 সালের অডিট রিপোর্ট জমা পড়েছে ।

  • Shri Satish Kumar Garg, Principal Accountant General (Audit-I), WB has submitted the Report of the Comptroller & Auditor General of India, State Finances Audit Report for the year ended March 2022 (GoWB Report No.1 of 2023) to the Hon'ble Governor of West Bengal on 8 May, 2023. pic.twitter.com/4R4WRX209d

    — Governor of West Bengal (@BengalGovernor) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাজভবনের তরফ থেকে যে টুইটটি করা হয় সেখানে বলা হয়েছে, প্রধান হিসাবরক্ষক সতীশকুমার গর্গ অডিট রিপোর্ট জমা দিয়েছেন । 2022 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষের অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে চলতি বছরের 8 মে । উল্লেখ্য, এই অডিট রিপোর্টে কোনও অসংগতি রয়েছে কি না, তা অবশ্য রাজ্যপাল জানাননি । ফলে মনে করা হচ্ছে, শুধুমাত্র সাধারণ মানুষকে অবগত করার জন্যই এই তথ্য জানিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

রাজভবনে সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কে নানা উত্থান-পতন দেখা গিয়েছে । এই রাজ্যপালকে একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদানের মঞ্চে তার ভূয়ষি প্রশংসা করতে শোনা গিয়েছিল । একইভাবে একাধিক ক্ষেত্রে কড়াবার্তাও দিতে দেখা গিয়েছে । আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের আগ্রহ এই অডিট রিপোর্টে কোনও অসঙ্গতি রাজ্যপাল পেলেন কি না, সে সম্পর্কে এখনও নীরব রাজ্যপাল । তাঁর এদিনের টুইট অডিট রিপোর্টের প্রাপ্তিস্বীকার মাত্র।

কলকাতা, 10 মে: রাজ্য সরকারের তরফে জমা দেওয়া অডিট রিপোর্টের প্রাপ্তি স্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অবশেষে রাজভবনে জমা পড়েছে রাজ্য সরকারের অর্থ দফতরের দেওয়া অডিট রিপোর্ট । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের মতো না-হলেও শিক্ষা দফতরকে নিয়ে ইদানিং রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে ঠোকাঠুকি একাধিকবার প্রকাশ্যে এসেছে । বিশেষত আচার্য বিলে রাজ্যপালের স্বাক্ষর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার কটাক্ষ করেছেন সিভি আনন্দ বোসকে ৷

সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বোস স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হলে তিনি হ্যামলেটের মতো 'টু বি অর নট টু বি'-র দ্বন্দ্বে চুপ করে বসে থাকতে পারবেন না । রাজ্যপালের এই বক্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি । আর এই বিতর্কের মাঝেই বুধবার রাজ্যপালের তরফ থেকে এক টুইট বার্তায় জানিয়ে দেওয়া হল রাজভবনে রাজ্য অর্থ দফতরের 2022 সালের অডিট রিপোর্ট জমা পড়েছে ।

  • Shri Satish Kumar Garg, Principal Accountant General (Audit-I), WB has submitted the Report of the Comptroller & Auditor General of India, State Finances Audit Report for the year ended March 2022 (GoWB Report No.1 of 2023) to the Hon'ble Governor of West Bengal on 8 May, 2023. pic.twitter.com/4R4WRX209d

    — Governor of West Bengal (@BengalGovernor) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাজভবনের তরফ থেকে যে টুইটটি করা হয় সেখানে বলা হয়েছে, প্রধান হিসাবরক্ষক সতীশকুমার গর্গ অডিট রিপোর্ট জমা দিয়েছেন । 2022 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষের অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে চলতি বছরের 8 মে । উল্লেখ্য, এই অডিট রিপোর্টে কোনও অসংগতি রয়েছে কি না, তা অবশ্য রাজ্যপাল জানাননি । ফলে মনে করা হচ্ছে, শুধুমাত্র সাধারণ মানুষকে অবগত করার জন্যই এই তথ্য জানিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক

রাজভবনে সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কে নানা উত্থান-পতন দেখা গিয়েছে । এই রাজ্যপালকে একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদানের মঞ্চে তার ভূয়ষি প্রশংসা করতে শোনা গিয়েছিল । একইভাবে একাধিক ক্ষেত্রে কড়াবার্তাও দিতে দেখা গিয়েছে । আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের আগ্রহ এই অডিট রিপোর্টে কোনও অসঙ্গতি রাজ্যপাল পেলেন কি না, সে সম্পর্কে এখনও নীরব রাজ্যপাল । তাঁর এদিনের টুইট অডিট রিপোর্টের প্রাপ্তিস্বীকার মাত্র।

Last Updated : May 10, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.