ETV Bharat / state

Agitation for DA: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে - বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা

তৃণমূল সরকার নতুন অর্থবর্ষের বাজেটে 3 শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছেন ৷ তাও বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা ৷ অফিসে গেলেও অনেকেই দফতরে যাননি, কাজ করেননি বলে জানা গিয়েছে (Government Employees agitation demanding Dearness allowance) ৷

DA Agitation
বকেয়া ডিএ
author img

By

Published : Feb 21, 2023, 5:28 PM IST

বকেয়া ডিএর দাবিতে আন্দোলন, অনশনে হাজির কর্মচারীরা

কলকাতা, 21 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ মেটানোর দাবিতে 48 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ সেই ডাক মেনে বহু সরকারি দফতরে কর্মবিরতির ছবি উঠে এল ৷ খাদ্যভবনের পাশাপাশি এদিন আন্দোলন চলে একাধিক সরকারি অফিস, বিভাগে ৷ সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিন প্রায় সকলে তাদের অফিসে উপস্থিত থেকেও কাজ না-করার কথা উঠে এসেছে ৷ শহর কলকাতার পাশাপাশি এদিন এই ছবি দেখা যায় জেলাগুলিতেও (Dearness allowance sit in protest of Government Employees) ৷

অন্যদিকে, যেমন অফিসগুলিতে কর্মবিরতি চলছে তেমন আন্দোলন চলছে শহিদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চে ৷ বহু সরকারি কর্মচারীরা এই 2 দিন তাঁদের ধরনামঞ্চে উপস্থিত হন ৷ মঞ্চে এসে তাঁদের সমর্থন জানিয়েছেন কর্মচারীরা ৷ প্রায় 26 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা ৷ অনেকে অনশন করেও আন্দোলনে সামিল হয়েছেন ৷ 12 দিন ধরে অনশন করে তাঁরা এর প্রতিবাদ জানাচ্ছেন ৷

আন্দোলনকারী এক সরকারি কর্মচারী সৌগত লাহিড়ী বলেন, "আজ আমাদের রাজ্য স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে, জিএসটিতে এক নম্বর ৷ তাহলে এর জন্য কাজগুলো কে করেছেন ? কোনও মন্ত্রী নাকি 4-5 জন আমলা ? এই সব তো আমরা করেছি, রাজ্য সরকারি কর্মচারীরা ৷ আমরা কাজ করতে চাই ৷ এই কর্মবিরতির মধ্যে দিয়ে আমরা আমাদের শক্তি বোঝাতে চাইছি ৷ রাজ্য সরকার যদি আমাদের বকেয়া টাকাটা ফেরত দেয়, তাহলে কিন্তু আমরা আবার রাজ্যকে সর্বত্র এক নম্বরে নিয়ে যেতে পারব ৷"

আরও পড়ুন: ডিএ ইস্যুতে কর্মবিরতিতে সামিল হাইকোর্টের কর্মচারীরা, ব্যাহত বিচার প্রক্রিয়া

অনশনকারী আরও এক সরকারি কর্মী অর্পিতা সাহা বলেন, "বিভিন্ন সরকারি দফতরে খবর নিলে জানতে পারবেন, আমরা ব্যাপক হারে সাড়া পেয়েছি ৷ ময়ূখ ভবন, পূর্ত ভবন, খাদ্য ভবন, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, নবান্ন, মহাকরণ, সব জায়গায় আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি ৷ আমরা বলতে পারি, এটা আমাদের নৈতিক জয় ৷ সরকার বলছে কাজে বিঘ্ন ঘটছে ৷ তাহলে আমরা বলতে পারি, করোনা অতিমারি পর্ব পেরিয়ে যাওয়ার পরেও দু'বছর ধরে স্কুলগুলিকে বন্ধ রাখা হল ৷ অহেতুক বন্ধ রাখা হল ৷ আমার সরকারকে পালটা প্রশ্ন, তখন কর্ম চঞ্চল্যে ভাটা পড়েনি ?"

বকেয়া ডিএর দাবিতে আন্দোলন, অনশনে হাজির কর্মচারীরা

কলকাতা, 21 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ মেটানোর দাবিতে 48 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ সেই ডাক মেনে বহু সরকারি দফতরে কর্মবিরতির ছবি উঠে এল ৷ খাদ্যভবনের পাশাপাশি এদিন আন্দোলন চলে একাধিক সরকারি অফিস, বিভাগে ৷ সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিন প্রায় সকলে তাদের অফিসে উপস্থিত থেকেও কাজ না-করার কথা উঠে এসেছে ৷ শহর কলকাতার পাশাপাশি এদিন এই ছবি দেখা যায় জেলাগুলিতেও (Dearness allowance sit in protest of Government Employees) ৷

অন্যদিকে, যেমন অফিসগুলিতে কর্মবিরতি চলছে তেমন আন্দোলন চলছে শহিদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চে ৷ বহু সরকারি কর্মচারীরা এই 2 দিন তাঁদের ধরনামঞ্চে উপস্থিত হন ৷ মঞ্চে এসে তাঁদের সমর্থন জানিয়েছেন কর্মচারীরা ৷ প্রায় 26 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা ৷ অনেকে অনশন করেও আন্দোলনে সামিল হয়েছেন ৷ 12 দিন ধরে অনশন করে তাঁরা এর প্রতিবাদ জানাচ্ছেন ৷

আন্দোলনকারী এক সরকারি কর্মচারী সৌগত লাহিড়ী বলেন, "আজ আমাদের রাজ্য স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে, জিএসটিতে এক নম্বর ৷ তাহলে এর জন্য কাজগুলো কে করেছেন ? কোনও মন্ত্রী নাকি 4-5 জন আমলা ? এই সব তো আমরা করেছি, রাজ্য সরকারি কর্মচারীরা ৷ আমরা কাজ করতে চাই ৷ এই কর্মবিরতির মধ্যে দিয়ে আমরা আমাদের শক্তি বোঝাতে চাইছি ৷ রাজ্য সরকার যদি আমাদের বকেয়া টাকাটা ফেরত দেয়, তাহলে কিন্তু আমরা আবার রাজ্যকে সর্বত্র এক নম্বরে নিয়ে যেতে পারব ৷"

আরও পড়ুন: ডিএ ইস্যুতে কর্মবিরতিতে সামিল হাইকোর্টের কর্মচারীরা, ব্যাহত বিচার প্রক্রিয়া

অনশনকারী আরও এক সরকারি কর্মী অর্পিতা সাহা বলেন, "বিভিন্ন সরকারি দফতরে খবর নিলে জানতে পারবেন, আমরা ব্যাপক হারে সাড়া পেয়েছি ৷ ময়ূখ ভবন, পূর্ত ভবন, খাদ্য ভবন, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, নবান্ন, মহাকরণ, সব জায়গায় আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি ৷ আমরা বলতে পারি, এটা আমাদের নৈতিক জয় ৷ সরকার বলছে কাজে বিঘ্ন ঘটছে ৷ তাহলে আমরা বলতে পারি, করোনা অতিমারি পর্ব পেরিয়ে যাওয়ার পরেও দু'বছর ধরে স্কুলগুলিকে বন্ধ রাখা হল ৷ অহেতুক বন্ধ রাখা হল ৷ আমার সরকারকে পালটা প্রশ্ন, তখন কর্ম চঞ্চল্যে ভাটা পড়েনি ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.