ETV Bharat / state

Agitation for DA: সরকারি কর্মীদের মঞ্চে পালিত 'লুটারি' কর্মসূচি, ব্যবহৃত হল মুখ্যমন্ত্রীর কার্টুন - সরকারি কর্মীদের মঞ্চে পালিত লুটারি কর্মসূচি

বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন করছেন সরকারি কর্মীরা (Agitation for DA) ৷ এবার অভিনব কায়দায় প্রতিবাদ করলেন তাঁরা ৷ বিশেষ এই কর্মসূচির নাম 'লুটারি' কর্মসূচি ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন-সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ দেখালেন সরকারি কর্মচারীরা ৷

DA Agitation
বকেয়া ডিএ
author img

By

Published : Feb 26, 2023, 1:36 PM IST

সরকারি কর্মীদের মঞ্চে পালিত 'লুটারি' কর্মসূচি

কলকাতা, 26 ফেব্রুয়ারি: প্রতিবাদ মঞ্চে অনশনের সঙ্গে সঙ্গেই এবার 'লুটারি' কর্মসূচি পালন করলেন সরকারি কর্মচারীরা । আন্দোলন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন-সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ দেখালেন তাঁরা । শনিবার এই 'লুটারি' কর্মসূচি পালন করেন সরকারি কর্মীরা । এই কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেন মুখমন্ত্রী-সহ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের । প্রথম পুরস্কার পাঠানো হয়েছে মুখমন্ত্রীকে । কারণ রাজ্যের কোষাগার ফাঁকা । তাই ডিএ দিতে পারছে না সরকার ! আর এর জন্যেই প্রথম পুরস্কার যাচ্ছে খোদ মুখমন্ত্রীর কাছে ।

Demand for DA
মুখ্যমন্ত্রীর কার্টুন সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ

দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা ৷ তাদেরকে ভিসা বাবদ পুরস্কারের টাকা দেওয়া হয়েছে ৷ তৃতীয় পুরস্কারও দেওয়া হল রাজ্যের নেতা-মন্ত্রীদের । তার কারণ সরকারি কর্মচারীদের মনে হয়েছে যেভাবে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিবৃতি দিচ্ছেন তাতে তাঁদের মানসিক চিকিৎসার দরকার । তাই মানসিক চিকিৎসার খরচ বাবদ এই টাকা দেওয়ার সিদ্ধান্ত শহিদ মিনারের অবস্থানরত আন্দোলকারী রাজ্য সরকারি কর্মচারীদের । তবে এখানেই শেষ নয়, তাদের মতে যেভাবে রাজ্যে লুটেররাজ চলছে তা 'লটারি' নয় 'লুটারি'।

Protest for DA
আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বাম নেতা সুজন চক্রবর্তী

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী পীযূষকান্তি রায় জানান, প্রথমত ডিএ 6 শতাংশ নয়, 3 শতাংশ বেড়েছে । 2020 সালে সেটা দিয়ে 15 শতাংশ করেছিল সরকার । অনৈতিকভাবে 39 শতাংশ ডিএ বকেয়া রয়েছে ৷ এই তিন শতাংশ ডিএকে তারা প্রত্যাখ্যান করছে প্রথম থেকেই । তাঁর মতে, সরকার যে 6 শতাংশের ডিএ দেওয়ার কথা বলেছে সেটা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় ।

পীযূষকান্তি রায় বলেন, "সাধারণ মানুষকে সরকার বোঝাচ্ছে তারা দিয়ে দিচ্ছে 6 শতাংশ ডিএ ৷ আসলে তারা দিচ্ছে 3 শতাংশ । আমাদের আজকের কর্মসূচি ছিল লটারি খেলার কর্মসূচি । এটার নাম দিয়েছি লুটারি । এমন নাম দেওয়ার কারণ এই রাজ্যে এখন লুট চলছে । চাকরি থেকে বেকার যুবকদের মেধা- সবকিছুর লুট চলছে । সরকারি কর্মীদের বকেয়া নিয়েও লুট চলছে । এই সময় আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা-মন্ত্রী বিভিন্ন নামে লটারি কাটছেন । পুরস্কার জিতে কালো টাকা সাদা করছেন ।"

এর পাশাপাশি এ দিন ধরনামঞ্চে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । তিনি জানান, ডিএ নিয়ে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তা ভুল । যারা এই বিজ্ঞপ্তিতে সই করেছেন তাদের আবারও স্কুলে ভরতি হওয়া উচিত। তিন শতাংশ ডিএ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী চিরকুটে লিখেছিলেন দু'বছর আগে ৷ সেই কবে তিন শতাংশ ডিএ বেড়েছিল ! আর সেই দুটোকে যোগ করে এখন 6 শতাংশ করা হচ্ছে । যাঁরা অংকে এতটা খারাপ তাঁদের সরকারি আধিকারিক হওয়া চলে না ।

আরও পড়ুন: ডিএ নিয়ে অবস্থান বিক্ষোভ পৌর কর্মচারীদের, কাজে না-এলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মেয়রের

সরকারি কর্মীদের মঞ্চে পালিত 'লুটারি' কর্মসূচি

কলকাতা, 26 ফেব্রুয়ারি: প্রতিবাদ মঞ্চে অনশনের সঙ্গে সঙ্গেই এবার 'লুটারি' কর্মসূচি পালন করলেন সরকারি কর্মচারীরা । আন্দোলন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন-সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ দেখালেন তাঁরা । শনিবার এই 'লুটারি' কর্মসূচি পালন করেন সরকারি কর্মীরা । এই কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেন মুখমন্ত্রী-সহ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের । প্রথম পুরস্কার পাঠানো হয়েছে মুখমন্ত্রীকে । কারণ রাজ্যের কোষাগার ফাঁকা । তাই ডিএ দিতে পারছে না সরকার ! আর এর জন্যেই প্রথম পুরস্কার যাচ্ছে খোদ মুখমন্ত্রীর কাছে ।

Demand for DA
মুখ্যমন্ত্রীর কার্টুন সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ

দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা ৷ তাদেরকে ভিসা বাবদ পুরস্কারের টাকা দেওয়া হয়েছে ৷ তৃতীয় পুরস্কারও দেওয়া হল রাজ্যের নেতা-মন্ত্রীদের । তার কারণ সরকারি কর্মচারীদের মনে হয়েছে যেভাবে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিবৃতি দিচ্ছেন তাতে তাঁদের মানসিক চিকিৎসার দরকার । তাই মানসিক চিকিৎসার খরচ বাবদ এই টাকা দেওয়ার সিদ্ধান্ত শহিদ মিনারের অবস্থানরত আন্দোলকারী রাজ্য সরকারি কর্মচারীদের । তবে এখানেই শেষ নয়, তাদের মতে যেভাবে রাজ্যে লুটেররাজ চলছে তা 'লটারি' নয় 'লুটারি'।

Protest for DA
আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বাম নেতা সুজন চক্রবর্তী

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী পীযূষকান্তি রায় জানান, প্রথমত ডিএ 6 শতাংশ নয়, 3 শতাংশ বেড়েছে । 2020 সালে সেটা দিয়ে 15 শতাংশ করেছিল সরকার । অনৈতিকভাবে 39 শতাংশ ডিএ বকেয়া রয়েছে ৷ এই তিন শতাংশ ডিএকে তারা প্রত্যাখ্যান করছে প্রথম থেকেই । তাঁর মতে, সরকার যে 6 শতাংশের ডিএ দেওয়ার কথা বলেছে সেটা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় ।

পীযূষকান্তি রায় বলেন, "সাধারণ মানুষকে সরকার বোঝাচ্ছে তারা দিয়ে দিচ্ছে 6 শতাংশ ডিএ ৷ আসলে তারা দিচ্ছে 3 শতাংশ । আমাদের আজকের কর্মসূচি ছিল লটারি খেলার কর্মসূচি । এটার নাম দিয়েছি লুটারি । এমন নাম দেওয়ার কারণ এই রাজ্যে এখন লুট চলছে । চাকরি থেকে বেকার যুবকদের মেধা- সবকিছুর লুট চলছে । সরকারি কর্মীদের বকেয়া নিয়েও লুট চলছে । এই সময় আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা-মন্ত্রী বিভিন্ন নামে লটারি কাটছেন । পুরস্কার জিতে কালো টাকা সাদা করছেন ।"

এর পাশাপাশি এ দিন ধরনামঞ্চে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । তিনি জানান, ডিএ নিয়ে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তা ভুল । যারা এই বিজ্ঞপ্তিতে সই করেছেন তাদের আবারও স্কুলে ভরতি হওয়া উচিত। তিন শতাংশ ডিএ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী চিরকুটে লিখেছিলেন দু'বছর আগে ৷ সেই কবে তিন শতাংশ ডিএ বেড়েছিল ! আর সেই দুটোকে যোগ করে এখন 6 শতাংশ করা হচ্ছে । যাঁরা অংকে এতটা খারাপ তাঁদের সরকারি আধিকারিক হওয়া চলে না ।

আরও পড়ুন: ডিএ নিয়ে অবস্থান বিক্ষোভ পৌর কর্মচারীদের, কাজে না-এলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মেয়রের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.