ETV Bharat / state

দলের দায়িত্ব থেকে অব্যাহতি গৌতম-মানবের - CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

একসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি ৷ কিন্তু বাধ সেধেছে শারীরিক অসুস্থতা ৷ আজকাল দলের কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো । আজ দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন CPI(M) রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেব ৷ গৌতম দেবের সঙ্গেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্পাদকমণ্ডলীর তিন সদস্য নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত ও মানব মুখোপাধ্যায় ৷

ছবি
author img

By

Published : Oct 18, 2019, 10:22 PM IST

Updated : Oct 19, 2019, 3:03 AM IST

কলকাতা, 18 অক্টোবর : দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন CPI(M) রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেব ৷ গৌতম দেবের সঙ্গেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্পাদকমণ্ডলীর তিন সদস্য নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত ও মানব মুখোপাধ্যায় ৷ শারীরিক অসুস্থতার কারণে গতকাল কমিউনিস্ট পার্টির শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে আসতে পারেননি গৌতমবাবু ।

একসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি ৷ কিন্তু বাধ সেধেছে শারীরিক অসুস্থতা ৷ আজকাল দলের কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো । সম্প্রতি দলের দায়িত্ব থেকে অব্যাহতি চান গৌতম ৷ তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ৷ দু'দিন ধরে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে চলছে বৈঠক ৷ বৈঠকে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । উপস্থিত রয়েছেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি কেন্দ্রীয় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের সামনে । পাশাপাশি গৌতম দেবের অব্যাহতির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ৷

দুই আমন্ত্রিত সদস্য অনাদি সাহু ও সুমিত দে সম্পাদকমণ্ডলীর পূর্ণ সদস্য হয়েছেন । বামফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং মানব মুখোপাধ্যায়ের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন CPI(M) নেতা রবীন দেব । তিনি বলেন, "মানব মুখোপাধ্যায় এবং গৌতম দেব শারীরিক অসুস্থতার জন্য দৈনন্দিন সম্পাদকমণ্ডলীর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না । তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হল । সম্পাদকমণ্ডলী থেকে সরে দাঁড়ালেও মানব মুখার্জি, গৌতম দেব সহ বাকি দু'জনের উপরে দল যে দায়িত্ব দিয়েছে তা তাঁরা পালন করবেন ।"

দু'দিনের বৈঠকে কিছু সাংগঠনিক পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে । কল্লোল মজুমদার ও পলাশ দাস সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছেন ৷ শমীক লাহিড়ি স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন । রাজ্য সম্পাদক মণ্ডলীর কমিটিতে একটি স্থান আগেই শূন্য ছিল । সেখানে বীরভূমের শ্যামলী প্রধান এসেছেন । রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ময়ূখ বিশ্বাস, প্রতিকূর রহমান, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সর্বাণীপ্রসাদ সাঁতরার নাম ।

কলকাতা, 18 অক্টোবর : দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন CPI(M) রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেব ৷ গৌতম দেবের সঙ্গেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্পাদকমণ্ডলীর তিন সদস্য নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত ও মানব মুখোপাধ্যায় ৷ শারীরিক অসুস্থতার কারণে গতকাল কমিউনিস্ট পার্টির শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে আসতে পারেননি গৌতমবাবু ।

একসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি ৷ কিন্তু বাধ সেধেছে শারীরিক অসুস্থতা ৷ আজকাল দলের কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো । সম্প্রতি দলের দায়িত্ব থেকে অব্যাহতি চান গৌতম ৷ তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ৷ দু'দিন ধরে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে চলছে বৈঠক ৷ বৈঠকে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । উপস্থিত রয়েছেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি কেন্দ্রীয় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের সামনে । পাশাপাশি গৌতম দেবের অব্যাহতির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ৷

দুই আমন্ত্রিত সদস্য অনাদি সাহু ও সুমিত দে সম্পাদকমণ্ডলীর পূর্ণ সদস্য হয়েছেন । বামফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং মানব মুখোপাধ্যায়ের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন CPI(M) নেতা রবীন দেব । তিনি বলেন, "মানব মুখোপাধ্যায় এবং গৌতম দেব শারীরিক অসুস্থতার জন্য দৈনন্দিন সম্পাদকমণ্ডলীর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না । তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হল । সম্পাদকমণ্ডলী থেকে সরে দাঁড়ালেও মানব মুখার্জি, গৌতম দেব সহ বাকি দু'জনের উপরে দল যে দায়িত্ব দিয়েছে তা তাঁরা পালন করবেন ।"

দু'দিনের বৈঠকে কিছু সাংগঠনিক পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে । কল্লোল মজুমদার ও পলাশ দাস সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছেন ৷ শমীক লাহিড়ি স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন । রাজ্য সম্পাদক মণ্ডলীর কমিটিতে একটি স্থান আগেই শূন্য ছিল । সেখানে বীরভূমের শ্যামলী প্রধান এসেছেন । রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ময়ূখ বিশ্বাস, প্রতিকূর রহমান, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সর্বাণীপ্রসাদ সাঁতরার নাম ।

Intro:সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেব পার্টির দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। শারীরিক অসুস্থতার কারণে গতকাল তিনি কমিউনিস্ট পার্টির শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে আসতে পারেননি। একসময় যে গৌতম দেব পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রথম সারিতে এসেছিলেন, এখন পার্টির বিভিন্ন কর্মসূচিতে তার অনুপস্থিতি চোখে পড়ার মতো। গৌতম দেব ছাড়াও সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তিন সদস্য নৃপেন চৌধুরী, দীপক দাশগুপ্ত ও মানব মুখোপাধ্যায়ও স্বেচ্ছায় সম্পাদকমণ্ডলীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।


Body:সম্পাদকমন্ডলীর দুই আমন্ত্রিত সদস্য অনাদি সাহু ও সুমিত দে সম্পাদকমণ্ডলীর পূর্ণ সদস্য হয়েছেন। আজ সিপিআইএম রাজ্য কমিটির দু'দিনের বৈঠক আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন তিনি কেন্দ্রীয় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের সামনে।
বামফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দই প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং মানব মুখোপাধ্যায়ের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতা রবীন দেব। তিনি বলেন, দৈনন্দিন সম্পাদকমণ্ডলীর কাজে মানব মুখোপাধ্যায় এবং গৌতম দেব শারীরিক অসুস্থতার কারণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না। তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হল। সম্পাদক মন্ডলীর থেকে সরে দাঁড়ালেও, মানব মুখার্জি, গৌতম দেব সহ বাকি দুজনের ও ওপরে পার্টি যে দায়িত্ব দিয়েছে তা তাঁরা পালন করবেন।
দুদিনের বৈঠকে কিছু সাংগঠনিক পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। কল্লোল মজুমদার ও পলাশ দাস সম্পাদকমণ্ডলীর সদস্য ও শমীক লাহিড়ী স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন।
রাজ্য সম্পাদক মন্ডলীর কমিটিতে একটি স্থান আগেই শূণ্য ছিল। সেখানে বীরভূমের শ‍্যামলী প্রধান অন্তর্ভুক্ত হয়েছেন। রাজ‍্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, এস এফ আইয়ের রাজ‍্যসম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ময়ূখ বিশ্বাস, প্রতিকূর রহমান, মীনাক্ষী মুখার্জি, এবং সর্বানী প্রসাদ সাঁতরা।


Conclusion:
Last Updated : Oct 19, 2019, 3:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.