কলকাতা ও বনগাঁ, 10 মার্চ: বিএসএফের তৎপরতায় ব্যর্থ হল সোনা পাচারকারীদের চক্রান্ত (BSF Sized 23 Gold Biscuit) ৷ বিএসফের তাড়া খেয়ে পাচারকারীরা ভারতীয় সীমানায় ফেলে গেল প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট ! বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য 1 কোটি 43 লক্ষ টাকা ৷ বর্ডার আউট পোস্ট মালিদা সীমান্ত থেকে 23টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ।
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 107তম বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা দেখতে পান বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের কাছে একজন চোরাকারবারি আসছে । জওয়ানরা তাকে থামতে বললে সে কাঁটাতারের উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে বাংলাদেশে ফিরে যায় । ঘটনাটি কর্তব্যরত জওয়ানদের চোখে পড়তেই তাঁরা এলাকায় তল্লাশি চালান। তল্লাশির সময়, জওয়ানরা ওই সন্দেহজনক প্যাকেট খুঁজে পায় ৷ সেখান থেকেই ২৩টি সোনার বিস্কুট উদ্ধার হয় । অবৈধ সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করেছে ৷ বাজেয়াপ্ত সোনার ওজন 2 কেজি 683.08 গ্রাম । যার মোট মূল্য 1 কোটি 43 লক্ষ 57 হাজার 54 টাকা । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট বাগদাহ কাস্টম বিভাগে হস্তান্তর করা হয়েছে ।
আরও পড়ুন: ফের বিএসএফের সাফল্য, পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট
এই প্রসঙ্গেই সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, ''চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে । কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণে চোরাকারবারীরা ধরা পড়ছে । তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে । তবে এই সোনার বিস্কুট কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করার চেষ্টা করছিলেন পাচারকারীরা তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ '' প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে এক সপ্তাহের মধ্যে এটি বিএসএফের দ্বিতীয় বড় সাফল্য । সম্প্রতি 06 মার্চ, বর্ডার ফাঁড়ি কল্যাণীর 158 ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে 40 টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছিল ৷ যার বাজারমূল্য ছিল 2.64 কোটি টাকা ৷