ETV Bharat / state

কলকাতায় 83 লাখের সোনার বার ও বাংলাদেশি নোটসহ গ্রেপ্তার 3 - nadia bangladesh border

বাংলাদেশ থেকে সোনা পাচার করতে এসে কলকাতায় গ্রেপ্তার তিন । তাদের কাছ থেকে 83 লাখ টাকা মূল্যের সোনার বার ও 10 লাখের বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

গ্রেপ্তার
author img

By

Published : Oct 22, 2019, 1:08 PM IST

Updated : Oct 22, 2019, 1:26 PM IST

কলকাতা, 22 অক্টোবর : ফের বাংলাদেশ থেকে স্মাগলিং সোনা কলকাতায় । নদিয়া-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল সেই সোনার বার । স্মাগলিং চক্রের নদিয়ার দুই চক্রী সেই সোনা ডেলিভারি করতে এসেছিল কলকাতায় । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।

STF সূত্রে খবর, সোনা যে শহরে ঢুকছে তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । নদিয়া থেকে সোনা নিয়ে ট্রেনে করে উলটোডাঙা আসে সাহাজমাল হালসানা ও নওশাদ হালসানা নামে দুই চক্রী । দু'জনই নদিয়ার চাপড়ার বাসিন্দা বলে জানা গেছে । ঠিক ছিল উলটোডাঙা মেইন রোডে অরবিন্দ সেতুর উপর হবে সেই সোনার হাতবদল । সেইমতো অরবিন্দ সেতুতে পৌঁছে যায় বাগুইআটির সজীব মণ্ডল ওরফে সুজিত । সেখানে সাদা পোষাকে ছিল গোয়েন্দারাও । হাত বদলের সময়ে আটক করা হয় ওই তিন জনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে 2 কেজি 125 গ্রাম সোনা । যার বাজার মূল্য 83 লাখ টাকা । এছাড়াও 10 লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

দু'দিন আগেই বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকেন । এদেশে এসে তিনি বনগাঁ থেকে নেন লোকাল ট্রেন । নামেন শিয়ালদায় । তারপর সেখান থেকে অটোতে বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা । কিন্তু তার আগেই STF তাকে গ্রেপ্তার করে ।

ধনতেরাসের আগে এই মুহূর্তে সোনার চাহিদা তুঙ্গে । পুলিশ সূত্রে খবর, সেই কারণে এখন সোনা স্মাগলিংয়ের বাড়বাড়ন্ত । শেষ কয়েকদিনে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ও কাস্টমস উদ্ধার করেছে প্রচুর সোনা । তা বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত । গতকাল গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । পুলিশের দাবি গতকাল ধৃতরা স্বীকার করে নিয়েছে এই সোনা বাংলাদেশ থেকে এসেছিল ।

arrest
উদ্ধার হওয়া সোনারবার ও বাংলাদেশি মূদ্রা

কলকাতা, 22 অক্টোবর : ফের বাংলাদেশ থেকে স্মাগলিং সোনা কলকাতায় । নদিয়া-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল সেই সোনার বার । স্মাগলিং চক্রের নদিয়ার দুই চক্রী সেই সোনা ডেলিভারি করতে এসেছিল কলকাতায় । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।

STF সূত্রে খবর, সোনা যে শহরে ঢুকছে তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । নদিয়া থেকে সোনা নিয়ে ট্রেনে করে উলটোডাঙা আসে সাহাজমাল হালসানা ও নওশাদ হালসানা নামে দুই চক্রী । দু'জনই নদিয়ার চাপড়ার বাসিন্দা বলে জানা গেছে । ঠিক ছিল উলটোডাঙা মেইন রোডে অরবিন্দ সেতুর উপর হবে সেই সোনার হাতবদল । সেইমতো অরবিন্দ সেতুতে পৌঁছে যায় বাগুইআটির সজীব মণ্ডল ওরফে সুজিত । সেখানে সাদা পোষাকে ছিল গোয়েন্দারাও । হাত বদলের সময়ে আটক করা হয় ওই তিন জনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে 2 কেজি 125 গ্রাম সোনা । যার বাজার মূল্য 83 লাখ টাকা । এছাড়াও 10 লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

দু'দিন আগেই বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকেন । এদেশে এসে তিনি বনগাঁ থেকে নেন লোকাল ট্রেন । নামেন শিয়ালদায় । তারপর সেখান থেকে অটোতে বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা । কিন্তু তার আগেই STF তাকে গ্রেপ্তার করে ।

ধনতেরাসের আগে এই মুহূর্তে সোনার চাহিদা তুঙ্গে । পুলিশ সূত্রে খবর, সেই কারণে এখন সোনা স্মাগলিংয়ের বাড়বাড়ন্ত । শেষ কয়েকদিনে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ও কাস্টমস উদ্ধার করেছে প্রচুর সোনা । তা বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত । গতকাল গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । পুলিশের দাবি গতকাল ধৃতরা স্বীকার করে নিয়েছে এই সোনা বাংলাদেশ থেকে এসেছিল ।

arrest
উদ্ধার হওয়া সোনারবার ও বাংলাদেশি মূদ্রা
Intro:কলকাতা, ২১ অক্টোবর: ফের বাংলাদেশ থেকে স্মাগলিং সোনা শহর কলকাতায়। নদিয়া বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে ছিল সেই সোনার বার। স্মাগলিং চক্রের নদীয়ার দুই চক্রী সেই সোনা ডেলিভারি করতে এসেছিল কলকাতায়। কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে।Body:STF সূত্রে খবর, মালিকের সোনা শহরে ডুকছে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই মত চালানো হচ্ছিল নজরদারি। নদিয়া থেকে সোনা নিয়ে ট্রেনে করে উল্টোডাঙ্গা আসে দুই চক্রী। তাদের নাম সাহাজমাল হালসানা এবং নওশাদ হালসানা। দুজনেই নদীয়ার চাপড়ার বাসিন্দা। ঠিক ছিল উল্টোডাঙা মেইন রোডে অরবিন্দ সেতুর ওপর হবে সেই সোনার হাতবদল। সেইমতো অরবিন্দ সেতুতে পৌঁছে যায় বাগুইআটির সজীব মন্ডল ওরফে সুজিত। সেখানে সাদা পোষাকে ছিল গোয়েন্দারাও। হাত বোতলের সময়ে আটক করা হয় তিন জনকে। তাদের কাছে উদ্ধার হয় ২ কেজি ১২৫ গ্রাম সোনা। যার বাজার মূল্য 83 লাখ টাকা। এছাড়াও বাংলাদেশি 10 লাখ টাকা।
Conclusion:দুদিন আগেই বাংলাদেশের লক্ষীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকেন। এদেশে এসে তিনি বনগাঁ থেকে নেন লোকাল ট্রেন। নামেন শিয়ালদায়। তারপর সেখান থেকে অটোতে বড়বাজার। সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা। কিন্তু তার আগেই এসটিএফ গ্রেপ্তার করে তাকে।

ধনতেরাসের আগে এই মুহূর্তে সোনার চাহিদা তুঙ্গে। পুলিশ সূত্রে খবর, সেই কারণে এখন সোনা স্মাগলিং বাড়বাড়ন্ত। শেষ কয়েক দিনে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস উদ্ধার করেছে প্রচুর সোনা। তা বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত। আজও গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা। সোর্স মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায়। পুলিশের দাবি আজ ধৃতরা স্বীকার করে নিয়েছে এই সোনা বাংলাদেশ থেকে এসেছিল।
Last Updated : Oct 22, 2019, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.