কলকাতা, 7 নভেম্বর: এবার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে মেয়েরা । দীর্ঘদিন ধরে স্কটিশ স্কুলে মেয়েদের ভর্তি নিয়ে আর্জি শোনা যেত । সেই আর্জিতেই এবার সাড়া । নতুন শিক্ষাবর্ষ থেকেই পড়তে পারবেন মেয়েরা ।
1830 সালে গড়ে উঠেছিল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল । চার্চ অফ স্কটল্যান্ড টু ইন্ডিয়ার প্রথম মিশনারি হিসাবে আলেকজন্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন চালু করেন । পরে সেটি স্কটিশ চার্চ কলেজ এবং স্কুল হিসাবে পরিচিত হয় । এই বছর তাঁদের 193তম বছর । এতদিন তাঁদের কলেজে মেয়েরা পড়তে পারলেও স্কুল মেয়েদের পড়ার সুযোগ ছিল না । এবার সেই দরজা খুলে গেল ।
কেষ্টপুরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের রয়েছে দ্বিতীয় ক্যাম্পাস । সেই ক্যাম্পাসে 2019 সাল থেকেই ভর্তি হচ্ছে ছাত্রীরা । তবে সেটি দিল্লি বোর্ডের অধীনে । স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এমনিতে গির্জার কর্তৃপক্ষের অধীনে থাকা একটি মিশনারি স্কুল । 2024 শিক্ষাবর্ষ থেকে ডাফ স্ট্রিটে নতুন একটি ক্যাম্পাস করেছেন কর্তৃপক্ষ । সেখানে আগে গির্জা পরিচালিত একটি স্কুল ছিল । সেই স্কুলটি ভালো চলছিল না । তার জায়গায় স্কটিশ চার্চ কর্তৃপক্ষ নিজেদের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুল করেছে । 2024 সাল থেকে ভর্তি শুরু । তিন বছর বয়সি ছেলে এবং মেয়েরা এই স্কুলে ভর্তি হতে পারবে । এই প্রসঙ্গে সেখানকার অধ্যক্ষ বিভাস সান্যাল বলেন, "অনেকেই বলছিলেন মিশনারি স্কুলে কেন মেয়েদের সুযোগ দেওয়া হয় না ! তারপরেই আলোচনা করে এই সিদ্ধান্ত । এবার মেয়েরাও পড়ার সুযোগ পাবে ।"
শুধু স্কুল নয়, চাকুরিরতা মায়েদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা । দু'বছরের বেশি বয়সি বাচ্চা, যাদের মায়েরা চাকরি করেন, তাদের জন্য ডে-কেয়ার এবং ক্রেশও খুলছে স্কুল কর্তৃপক্ষ । যাতে ডাফ স্ট্রিটের ওই ডে-কেয়ারে বাচ্চাদের রেখে মায়েরা চাকরিতে যেতে পারেন । পুরো বিষয়টাই ঠিক হয়েছে স্কুলের পরিচালন সমিতির বৈঠকে । এখন শুধু বোর্ডের অনুমোদনের অপেক্ষা ।
আরও পড়ুন : ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন