ETV Bharat / state

ট্যাংরা পার্কে গ্রিল ভেঙে মৃত্যু নাবালিকার - নাবালিকার মৃত্যু ট্যাংরা

আজ সন্ধ্যায় সুশীলা পার্কের গ্রিলের গেট ধরে ঝোলাঝুলি খেলছিল । গ্রিলের গেট ভেঙে চাপা পড়ে সে ।

Girl died in tangra
মৃতা সুশীলা হালদার
author img

By

Published : Jan 18, 2020, 11:55 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : ট্যাংরা পার্কের গেটের গ্রিল ভেঙে মৃত্যু হল এক নাবালিকার ৷ মৃতের নাম সুশীলা হালদার (11) ৷ দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধেয় ৷

সুশীলার বাড়ি ট্যাংরা এলাকাতেই ৷ সে ক্লাস সিক্সে পড়ত ৷ ট্যাংরা পার্কে রোজ খেলতে যেত ৷ আজ সন্ধ্যায় সে পার্কের গ্রিলের গেট ধরে ঝোলাঝুলি খেলছিল । ওই এলাকার অনেক শিশু-কিশোরী ওই পার্কে খেলতে যায় । আবার ওই চত্বরের অনেকেই হাঁটতে আসেন । হঠাৎই তাঁরা বিকট শব্দ শুনতে পান । দেখা যায় গ্রিলের গেট ভেঙে পড়েছে । তাতে চাপা পড়েছে সুশীলা হালদার । তাকে দ্রুত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার খবর পেয়ে আসে ট্যাংরা থানার পুলিশ ।

স্থানীয়রা ঘটনায় পৌর নিগমের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন । তাঁদের দাবি, গ্রিলটি ভাঙাচোরা অবস্থায় ছিল । সেটি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল । তারপরও মেরামতের ব্যবস্থা হয়নি । যদি সেটি মেরামত করা হত তবে আজকের দুর্ঘটনা ঘটত না ।

কলকাতা, 18 জানুয়ারি : ট্যাংরা পার্কের গেটের গ্রিল ভেঙে মৃত্যু হল এক নাবালিকার ৷ মৃতের নাম সুশীলা হালদার (11) ৷ দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধেয় ৷

সুশীলার বাড়ি ট্যাংরা এলাকাতেই ৷ সে ক্লাস সিক্সে পড়ত ৷ ট্যাংরা পার্কে রোজ খেলতে যেত ৷ আজ সন্ধ্যায় সে পার্কের গ্রিলের গেট ধরে ঝোলাঝুলি খেলছিল । ওই এলাকার অনেক শিশু-কিশোরী ওই পার্কে খেলতে যায় । আবার ওই চত্বরের অনেকেই হাঁটতে আসেন । হঠাৎই তাঁরা বিকট শব্দ শুনতে পান । দেখা যায় গ্রিলের গেট ভেঙে পড়েছে । তাতে চাপা পড়েছে সুশীলা হালদার । তাকে দ্রুত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার খবর পেয়ে আসে ট্যাংরা থানার পুলিশ ।

স্থানীয়রা ঘটনায় পৌর নিগমের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন । তাঁদের দাবি, গ্রিলটি ভাঙাচোরা অবস্থায় ছিল । সেটি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল । তারপরও মেরামতের ব্যবস্থা হয়নি । যদি সেটি মেরামত করা হত তবে আজকের দুর্ঘটনা ঘটত না ।

Intro:কলকাতা, 18 জানুয়ারি: টাঙ্গাইল পার্কের গেট ধরে খেলতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। ওই গ্রিল মাথার উপর ভেঙে পড়ে তার। দ্রুত ছুটে আসেন ওই পার্কে হাঁটতে আসা মানুষজন। কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে। তখন অঝোরে রক্তপাত হচ্ছিল। কিন্তু বাঁচানো গেল না 11 বছরের ওই কিশোরীকে। মৃত্যু হল তার। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।



Body:ঘটনা আজ সন্ধ্যার। ট্যাংরা এলাকাতেই থাকে সুশীলা হালদার। সে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। ট‍্যাংরা পার্কেই রোজ খেলতে যেত ওই কিশোরী। আজ সন্ধ্যায় সে পার্কের গ্রিলের গেট ধরে ঝুলাঝুলি খেলছিল। ওই এলাকার অনেক শিশু-কিশোরী ওই পার্কে খেলতে যায়। আবার ওই চত্বরের অনেকেই হাঁটতে আসেন। হঠাৎই তারা বিকট শব্দ শুনতে পান। দেখা যায় গ্রিলের গেট ভেঙে পড়েছে। তাতে চাপা পড়েছে সুশীলা হালদার। তারপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে ট‍্যাংরা থানার পুলিশ।


Conclusion:স্থানীয়রা ঘটনায় পৌর নিগমের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, গ্রিলটি ভাঙাচোরা অবস্থায় ছিল। সেটি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও মেরামতের ব্যবস্থা হয়নি। যদি সানি ও মানুষের দাবি মেনে সেটি মেরামত করা হতো তবে আজকের দুর্ঘটনা ঘটতো না। ঘটনায় ক্ষুব্ধ গোটা এলাকার মানুষ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.