ETV Bharat / state

GSI Official Arrested in Kolkata: তহবিল তছরুপের অভিযোগে গ্রেফতার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক - GSI Official Arrested in Kolkata

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তহবিল তছরুপের (Fund Defalcation) অভিযোগে কলকাতা অফিসের এক আধিকারিককে গ্রেফতার (Geological Survey of India Top Official Arrests) করল সিআইডি ৷ অভিযুক্তের নাম সব্যসাচী সাহা ৷

Geological Survey of India Top Official Arrests for Departmental Fund Defalcation in Kolkata
Geological Survey of India Top Official Arrests for Departmental Fund Defalcation in Kolkata
author img

By

Published : Nov 9, 2022, 1:57 PM IST

কলকাতা, 9 নভেম্বর: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা অফিসের এক আধিকারিককে গ্রেফতার (Geological Survey of India Top Official Arrests) করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ প্রায় 1 কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগে (Geological Survey of India Fund Defalcation) বুধবার এমনটাই জানানো হয়েছে ভবানী ভবন সূত্রে ৷ সব্যসাচী সাহা নামে বছর 51’র ওই আধিকারিককে বিধাননগরের কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাড়ি থেকে গ্রেফতার করেছে সিআইডি আধিকারিকরা ৷ তবে, কবে ও কখন তাঁকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে কিছু জানানো হয়নি গোয়েন্দা দফতরের তরফে ৷

সিআইডি সূত্রে খবর, সব্যসাচী সাহার বিরুদ্ধে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তহবিলের প্রায় 1 কোটি টাকা তছরুপের মামলায় তদন্ত করছিলsv সিআইডি’র গোয়েন্দারা ৷ ওই আধিকারিকের বিরুদ্ধে জিএসআই এর তরফেই একটি অভিযোগ করা হয়েছিল ৷ তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত সব্যসাচী সাহা তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে জিএসআই এর টাকা ট্রান্সফার করেছেন ৷

জানা গিয়েছে, গত কয়েকবছর আগে সব্যসাচী সাহার বিরুদ্ধে বিভাগীয় তহবিলের জন্য মঞ্জুর হওয়া টাকা হাতানোর অভিযোগ উঠেছিল ৷ সেই মামলার তদন্ত চলাকালীন সব্যসাচী সাহাকে সাসপেন্ড করা হয়েছিল ৷ প্রসঙ্গত, সিআইডি’র হাতে এই তদন্তভার আসে জিএসআই কর্তৃপক্ষ সব্যসাচী সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পর ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় সব্যসাচী সাহাকে একাধিকবার সিআইডি’র গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিল ৷

আরও পড়ুন: আর্থিক তছরুপে গ্রেফতার করতে পারে ইডি, অধিকার বহাল সুপ্রিম কোর্টে

সিআইডি তদন্তে নেমে সব্যসাচীর স্ত্রী এবং তাঁর পরিবারের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় ৷ সেখানে মজুত থাকা বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে, এই প্রশ্নে জবাব সব্যসাচী সাহা তদন্তকারী আধিকারিকদের দিতে পারেননি বলে ভবানী ভবন (Bhabani Bhawan) সূত্রে খবর ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে সিআইডি ।

কলকাতা, 9 নভেম্বর: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা অফিসের এক আধিকারিককে গ্রেফতার (Geological Survey of India Top Official Arrests) করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ প্রায় 1 কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগে (Geological Survey of India Fund Defalcation) বুধবার এমনটাই জানানো হয়েছে ভবানী ভবন সূত্রে ৷ সব্যসাচী সাহা নামে বছর 51’র ওই আধিকারিককে বিধাননগরের কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাড়ি থেকে গ্রেফতার করেছে সিআইডি আধিকারিকরা ৷ তবে, কবে ও কখন তাঁকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে কিছু জানানো হয়নি গোয়েন্দা দফতরের তরফে ৷

সিআইডি সূত্রে খবর, সব্যসাচী সাহার বিরুদ্ধে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তহবিলের প্রায় 1 কোটি টাকা তছরুপের মামলায় তদন্ত করছিলsv সিআইডি’র গোয়েন্দারা ৷ ওই আধিকারিকের বিরুদ্ধে জিএসআই এর তরফেই একটি অভিযোগ করা হয়েছিল ৷ তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্ত সব্যসাচী সাহা তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে জিএসআই এর টাকা ট্রান্সফার করেছেন ৷

জানা গিয়েছে, গত কয়েকবছর আগে সব্যসাচী সাহার বিরুদ্ধে বিভাগীয় তহবিলের জন্য মঞ্জুর হওয়া টাকা হাতানোর অভিযোগ উঠেছিল ৷ সেই মামলার তদন্ত চলাকালীন সব্যসাচী সাহাকে সাসপেন্ড করা হয়েছিল ৷ প্রসঙ্গত, সিআইডি’র হাতে এই তদন্তভার আসে জিএসআই কর্তৃপক্ষ সব্যসাচী সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পর ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় সব্যসাচী সাহাকে একাধিকবার সিআইডি’র গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিল ৷

আরও পড়ুন: আর্থিক তছরুপে গ্রেফতার করতে পারে ইডি, অধিকার বহাল সুপ্রিম কোর্টে

সিআইডি তদন্তে নেমে সব্যসাচীর স্ত্রী এবং তাঁর পরিবারের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় ৷ সেখানে মজুত থাকা বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে, এই প্রশ্নে জবাব সব্যসাচী সাহা তদন্তকারী আধিকারিকদের দিতে পারেননি বলে ভবানী ভবন (Bhabani Bhawan) সূত্রে খবর ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে সিআইডি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.