ETV Bharat / state

West Bengal Weather Update: বিদায় বর্ষা, শুষ্ক হাওয়ায় অপেক্ষা শুরু শীতের - rain likely to occur in west bengal

বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের । কারণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ৷ বর্ষা বিদায়ের সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে (West Bengal Weather Update)।

West Bengal Weather Update
শুষ্ক হাওয়ায় শীতের অপেক্ষা
author img

By

Published : Oct 17, 2022, 6:50 AM IST

কলকাতা, 17 অক্টোবর: উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা । এবার দক্ষিণবঙ্গ থেকে আগামী 2 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে । বর্ষা বিদায়ের সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে (West Bengal Weather Update)। তবে গ্রীষ্মকালের মত শুষ্কতা থাকবে না । 18 থেকে 20 অক্টোবর অর্থাৎ আগামিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে । তবে তা হবে বিক্ষিপ্তভাবে ।

বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের । কারণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে । যা আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে । ফলে কালিপুজোর আগে বৃষ্টি হতে পারে । তবে তার সঙ্গে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই । বরং ধীরে ধীরে বাতাসে শুষ্কতা বাড়বে । রাতের তাপমাত্রা কিছুটা শীতল হবে । ইতিমধ্যে ভোরের দিকে হিমেল পরশ টের পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে পদোন্নতি কোন কোন রাশির, জানুন রাশিফলে

রবিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 90 শতাংশ । সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল । বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 17 অক্টোবর: উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা । এবার দক্ষিণবঙ্গ থেকে আগামী 2 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে । বর্ষা বিদায়ের সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে (West Bengal Weather Update)। তবে গ্রীষ্মকালের মত শুষ্কতা থাকবে না । 18 থেকে 20 অক্টোবর অর্থাৎ আগামিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে । তবে তা হবে বিক্ষিপ্তভাবে ।

বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের । কারণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে । যা আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে । ফলে কালিপুজোর আগে বৃষ্টি হতে পারে । তবে তার সঙ্গে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই । বরং ধীরে ধীরে বাতাসে শুষ্কতা বাড়বে । রাতের তাপমাত্রা কিছুটা শীতল হবে । ইতিমধ্যে ভোরের দিকে হিমেল পরশ টের পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে পদোন্নতি কোন কোন রাশির, জানুন রাশিফলে

রবিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 90 শতাংশ । সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল । বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.