ETV Bharat / state

West Bengal Weather Update: বর্ষা বিদায়ের ইঙ্গিত, নিম্নচাপের প্রভাব পড়বে না বঙ্গে

দেশের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে ৷ সময়ের কিছুটা আগেই এবার শেষ হচ্ছে এই ঋতু ৷ বাংলাতেও তার আভাস মিলছে ৷ তবে পুজো কেমন কাটবে, এখনই বলতে পারছে না হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
ETV Bharat
author img

By

Published : Sep 22, 2022, 7:00 AM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিতে ফের প্যাচপ্যাচে গরমের শঙ্কা জনজীবনে । ভাদ্র পেরিয়ে আশ্বিন । তবে শরতের শিশির কণা নেই । রাতের দিকে হিমের পরশের অনুভূতি । সকাল হলে তো সেই প্রখর তাপে জেরবার হওয়ার দশা । হাওয়া অফিস বলছে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে । ফলে গরমের অস্বস্তি সঙ্গী হবে (IMD Kolkata Weather update generally cloudy sky with one or two spells of rain likely to occur) ।

নিম্নচাপের ভ্রুকুটি দেখা গেলেও তার প্রভাব নেই বঙ্গে । বরং সমুদ্রের উপরে নিম্নচাপ অবস্থান করায় ঝোড়ো হাওয়া বইবে উপকূলে । তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস নেই । বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি এবং অঞ্চলভিত্তিক হবে । উত্তরবঙ্গের জন্যও একই পূর্বাভাস । বৃষ্টির সেভাবে আর দেখা নেই । ফলে দিনের তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের (West Bengal Weather Update)।

আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থ ভাগ্য কেমন ? জানুন রাশিফলে

পুজোয় আবহাওয়া কেমন- এই প্রশ্নে এখনই কিছু না বলে আবহাত্তয়াবিদরা আরেকটু দেখতে চাইছেন । তবে বর্ষা বিদায়ের পালা যে শুরু হয়ে গিয়েছে, তা সত্যি । পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা দীর্ঘায়িত হয় । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিতে ফের প্যাচপ্যাচে গরমের শঙ্কা জনজীবনে । ভাদ্র পেরিয়ে আশ্বিন । তবে শরতের শিশির কণা নেই । রাতের দিকে হিমের পরশের অনুভূতি । সকাল হলে তো সেই প্রখর তাপে জেরবার হওয়ার দশা । হাওয়া অফিস বলছে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে । ফলে গরমের অস্বস্তি সঙ্গী হবে (IMD Kolkata Weather update generally cloudy sky with one or two spells of rain likely to occur) ।

নিম্নচাপের ভ্রুকুটি দেখা গেলেও তার প্রভাব নেই বঙ্গে । বরং সমুদ্রের উপরে নিম্নচাপ অবস্থান করায় ঝোড়ো হাওয়া বইবে উপকূলে । তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস নেই । বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি এবং অঞ্চলভিত্তিক হবে । উত্তরবঙ্গের জন্যও একই পূর্বাভাস । বৃষ্টির সেভাবে আর দেখা নেই । ফলে দিনের তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের (West Bengal Weather Update)।

আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থ ভাগ্য কেমন ? জানুন রাশিফলে

পুজোয় আবহাওয়া কেমন- এই প্রশ্নে এখনই কিছু না বলে আবহাত্তয়াবিদরা আরেকটু দেখতে চাইছেন । তবে বর্ষা বিদায়ের পালা যে শুরু হয়ে গিয়েছে, তা সত্যি । পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা দীর্ঘায়িত হয় । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.