ETV Bharat / state

Bengal Taxi Assosiation : প্রয়াত বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ - বিমল কুমার গুহ

মারা গেলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । ই এম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

Bengal Taxi Assosiation
Bengal Taxi Assosiation
author img

By

Published : Sep 6, 2021, 4:08 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রয়াত হলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । ই এম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর ।

দীর্ঘদিন ধরেই ক্যান্সার-সহ বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বিমলবাবু । কল্যাণ ভদ্রর হাত ধরে তৈরি হয় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (BTA) । এর পরে তিনি এই সংগঠনের পুরো দায়িত্ব দেন বিমলবাবুর কাঁধেই ।

বিমলবাবুর জামাই তথা ভবানীপুরের পৌরপিতা অসীম বসু বলেন, "35 বছরেরও বেশি সময় ধরে সংগঠনের প্রধান হিসেবে বিমলবাবু রাজ্যের ট্যাক্সি চালকদের অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করে গিয়েছেন । এর পাশাপাশি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পার্ক সার্কাসে নিজের মোটর ট্রেনিং স্কুলে সময় দিয়েছেন ।"

আজ দুপুর তিনটে নাগাদ তাঁর মরদেহ শরৎ বোস রোডে BTA-এর অফিসে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Taxi Strike : ভাড়া না বাড়লে 12 ও 13 অগস্ট ট্যাক্সি ধর্মঘট

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রয়াত হলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । ই এম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর ।

দীর্ঘদিন ধরেই ক্যান্সার-সহ বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বিমলবাবু । কল্যাণ ভদ্রর হাত ধরে তৈরি হয় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (BTA) । এর পরে তিনি এই সংগঠনের পুরো দায়িত্ব দেন বিমলবাবুর কাঁধেই ।

বিমলবাবুর জামাই তথা ভবানীপুরের পৌরপিতা অসীম বসু বলেন, "35 বছরেরও বেশি সময় ধরে সংগঠনের প্রধান হিসেবে বিমলবাবু রাজ্যের ট্যাক্সি চালকদের অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করে গিয়েছেন । এর পাশাপাশি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পার্ক সার্কাসে নিজের মোটর ট্রেনিং স্কুলে সময় দিয়েছেন ।"

আজ দুপুর তিনটে নাগাদ তাঁর মরদেহ শরৎ বোস রোডে BTA-এর অফিসে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Taxi Strike : ভাড়া না বাড়লে 12 ও 13 অগস্ট ট্যাক্সি ধর্মঘট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.