কলকাতা, 7 সেপ্টেম্বর : লকডাউনে বাড়ির সামনেই খেলছিল দুই নাবালক। খেলা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি বাধে। তা থেকেই বচসা এবং হাতাহাতি। হাতাহাতির জেরে এক নাবালকের মাথায় গুরুতর আঘাত লাগে। মাটিতে পড়ে যায় ওই নাবালক । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি গড়িয়াহাট থানা এলাকার ডোভার লেন টেরেসের।
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার উপর খেলছিল বছর বারোর ওই দুই নাবালক। খেলা নিয়েই তাদের মধ্যে মারপিট বাধে। তখনি হাতহাতিতে এক নাবালকের মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় গড়িরহাট থানার টহলদারি ভ্যান। অচেতন অবস্থায় ওই নাবালককে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই নাবালক। চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে ওই নাবালকের।
নাবালকের মৃত্যুতে শোকস্তব্ধ ডোভার লেন টেরেস অঞ্চল। যার সঙ্গে বচসার কারণে ওই নাবালকের মৃত্যু হল তাকে আটক করেছে পুলিশ। মৃত নাবালকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ।