ETV Bharat / state

আজ থেকে পুনরায় চালু হচ্ছে গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটের ট্রাম পরিষেবা - গড়িয়াহাট-এসপ্লানেড রুটে ট্রাম পরিষেবা চালু

সোমবার গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটে পরীক্ষামূলকভাবে দৌড় করানো হয় ট্রাম। ট্রায়াল সফল হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, আজ থেকে এই রুটে আবার ট্রাম চলাচল শুরু হবে।

Again tram service launched on Goriyahat-Esplanade route on 21 July
Again tram service launched on Goriyahat-Esplanade route on 21 July
author img

By

Published : Jul 21, 2020, 1:05 AM IST

কলকাতা, 21 জুলাই : আজ থেকে পুনরায় শুরু হচ্ছে গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটের ট্রাম পরিষেবা। গতকাল এই রুটে পরীক্ষামূলকভাবে ট্রাম চালানো হয়। লকডাউন ও আমফানের পর এনিয়ে তৃতীয় ট্রাম রুট চালু হল ।

লকডাউনের জেরে বন্ধ ছিল ট্রাম পরিষেবা । এরপর আমফান ঘূর্ণিঝড়ের জেরে বিধ্বস্ত হয় সারা রাজ্য। শহর ও শহরতলিতে হাজার হাজার গাছ পড়ে ছিঁড়ে যায় ট্রামের ওভারহেডের তার। এখনও বিভিন্ন রুটে মেরামতির কাজ চলছে। ইতিমধ্যেই দুটি রুটের মেরামত শেষ করে চালু হয়েছে- টালিগঞ্জ-বালিগঞ্জ ও রাজাবাজার-হাওড়ার ট্রাম পরিষবা। এবার চালু হতে চলেছে ট্রামের 25 নম্বর রুটটি।

সোমবার গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটে পরীক্ষামূলকভাবে দৌড় করানো হয় ট্রাম। ট্রায়াল সফল হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, আজ থেকে এই রুটে আবার ট্রাম চলাচল শুরু হবে। এই রুটে পড়ে পাক সার্কাস, AJC বোস রোড, এলিট রোড, রফি আহমেদ কিদোয়াই রোড ও লেনিন সরণি দিয়ে ।

আমফানের জেরে এই রুটের থার্ড লাইনটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা মেরামত করতে বেশ কিছুটা সময় লাগে বলে জানিয়েছেন আধিকারিকরা।

স্বাভাবিক হচ্ছে শহর ও জেলার গণপরিবহন ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের ফলে ট্রামের তার ও ট্র্যাক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে চালু করা যায়নি ট্রাম পরিষেবা। কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) ট্র্যাক ও ওভারহেড তারের মেরামতের কাজ করে চলেছে এখনও।

বর্তমানে যে 6টি রুটে ট্রাম চলাচল করে তার মধ্যে চালু হয়েছে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ট্রাম পরিষেবা। এই রুটে 13 জুন ট্রায়াল রান করানো হয়। টালিগঞ্জ-বালিগঞ্জ (রুট নম্বর 24/29) রুটটিকে মেরামত করে পুনরায় ঠিক করা হয়েছে। এরপর WBTC-র ইঞ্জিনিয়াররা জানান যে এই রুটটি যাত্রী পরিষেবার জন্য তৈরি। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত রুটগুলিতে চলছে ট্রাম। যতগুলি আসন ততজন যাত্রীকে তোলা হচ্ছে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সমাজিক দূরত্ব। প্রতি 25 মিনিট অন্তর একটি করে ট্রাম ছাড়া হচ্ছে। যাত্রী ও কর্মী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিবার পরিষেবা শুরুর আগে ও শেষে ট্রামগুলিকে ভালোভাবে স্যানিটাইজ় করা হচ্ছে বলে জানানো হয়েছে।

কলকাতা, 21 জুলাই : আজ থেকে পুনরায় শুরু হচ্ছে গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটের ট্রাম পরিষেবা। গতকাল এই রুটে পরীক্ষামূলকভাবে ট্রাম চালানো হয়। লকডাউন ও আমফানের পর এনিয়ে তৃতীয় ট্রাম রুট চালু হল ।

লকডাউনের জেরে বন্ধ ছিল ট্রাম পরিষেবা । এরপর আমফান ঘূর্ণিঝড়ের জেরে বিধ্বস্ত হয় সারা রাজ্য। শহর ও শহরতলিতে হাজার হাজার গাছ পড়ে ছিঁড়ে যায় ট্রামের ওভারহেডের তার। এখনও বিভিন্ন রুটে মেরামতির কাজ চলছে। ইতিমধ্যেই দুটি রুটের মেরামত শেষ করে চালু হয়েছে- টালিগঞ্জ-বালিগঞ্জ ও রাজাবাজার-হাওড়ার ট্রাম পরিষবা। এবার চালু হতে চলেছে ট্রামের 25 নম্বর রুটটি।

সোমবার গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটে পরীক্ষামূলকভাবে দৌড় করানো হয় ট্রাম। ট্রায়াল সফল হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, আজ থেকে এই রুটে আবার ট্রাম চলাচল শুরু হবে। এই রুটে পড়ে পাক সার্কাস, AJC বোস রোড, এলিট রোড, রফি আহমেদ কিদোয়াই রোড ও লেনিন সরণি দিয়ে ।

আমফানের জেরে এই রুটের থার্ড লাইনটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা মেরামত করতে বেশ কিছুটা সময় লাগে বলে জানিয়েছেন আধিকারিকরা।

স্বাভাবিক হচ্ছে শহর ও জেলার গণপরিবহন ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের ফলে ট্রামের তার ও ট্র্যাক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে চালু করা যায়নি ট্রাম পরিষেবা। কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) ট্র্যাক ও ওভারহেড তারের মেরামতের কাজ করে চলেছে এখনও।

বর্তমানে যে 6টি রুটে ট্রাম চলাচল করে তার মধ্যে চালু হয়েছে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ট্রাম পরিষেবা। এই রুটে 13 জুন ট্রায়াল রান করানো হয়। টালিগঞ্জ-বালিগঞ্জ (রুট নম্বর 24/29) রুটটিকে মেরামত করে পুনরায় ঠিক করা হয়েছে। এরপর WBTC-র ইঞ্জিনিয়াররা জানান যে এই রুটটি যাত্রী পরিষেবার জন্য তৈরি। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত রুটগুলিতে চলছে ট্রাম। যতগুলি আসন ততজন যাত্রীকে তোলা হচ্ছে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সমাজিক দূরত্ব। প্রতি 25 মিনিট অন্তর একটি করে ট্রাম ছাড়া হচ্ছে। যাত্রী ও কর্মী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিবার পরিষেবা শুরুর আগে ও শেষে ট্রামগুলিকে ভালোভাবে স্যানিটাইজ় করা হচ্ছে বলে জানানো হয়েছে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.