কলকাতা, 21 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুনে ধৃত মিঠু হালদারকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর স্বীকারোক্তি ৷ আজই তাকে আলিপুর আদালতে তোলার কথা ৷ তার আগে পুলিশি জেরায় ওই পরিচারিকা বলেছে, "সুবীর চাকিকে খুনের কোনও পরিকল্পনা ছিল না ভিকির । ছিল শুধুই টাকা হাতানোর পরিকল্পনা । কিন্তু ভিকিকে চিনে ফেলায় মেজাজ হারিয়ে ফেলে সুবীর । আর তার জন্যই এক কোপে প্রথমে শেষ করে দেওয়া হয় সুবীর চাকিকে । পরে মৃত্যু নিশ্চিত করতে ধীরে ধীরে তার গলা ও পায়ে একাধিক কোপ মারা হয় ।"
গোটা ঘটনার সাক্ষী থেকে গিয়েছিলেন সুবীর চাকির গাড়ির চালক রবীন মণ্ডল । ফলে ভিকি ও তার বন্ধুরা মিলে রবীন মণ্ডলকে উপরের ঘরে নিয়ে গিয়ে ফের একাধিক কোপ মেরে মেঝেতেই ফেলে দেওয়া হয় দেহ । এদিন আলিপুর আদালতে ধৃত মিঠু হালদারকে তোলার আগে লালবাজারে গোয়েন্দাদের কাঁদতে কাঁদতে গোটা ঘটনায় কথা জানায় মিঠু হালদার ।
আরও পড়ুন: জোড়া খুনে ধৃত পরিচারিকাকে আজ তোলা হবে আদালতে
লালবাজার সূত্রের খবর, ঘটনার সময় ওই পরিচারিকা ঘটনাস্থলে না থাকলেও সেই গোটা ঘটনার নীল নক্সা তৈরি করে । জেরায় গোয়েন্দাদের কাছে তা স্বীকার করেছে মিঠু হালদার । কিন্তু কাঁদতে কাঁদতে একটা কথাই সে বারবার গোয়েন্দাদের বলতে থাকে, "আমি প্রাণে মারতে নিষেধ করেছিলাম । শুধু টাকাটা নিয়ে গা ঢাকা দেওয়ার কথাই ছেলে ও ছেলের বন্ধুদের বলেছিলাম ।"