ETV Bharat / state

Garga Chatterjee: অবশেষে স্বস্তি গর্গ চট্টোপাধ্যায়ের, মিলল শর্তসাপেক্ষে জামিন - গর্গ চট্টোপাধ্যায়

অবশেষে স্বস্তি পেলেন বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)৷ শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট ৷

Garga Chatterjee
শর্তসাপেক্ষে জামিন গর্গ চট্টোপাধ্যায়ের
author img

By

Published : Aug 11, 2022, 11:02 PM IST

কলকাতা, 11 অগস্ট: দু'বছর পুরনো একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টে অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee got conditional bail)৷

2020 সালে জুন মাসে 'অহম' সম্প্রদায়কে অপমান করার অভিযোগ এনে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । এই বিষয়ে বারবার কলকাতা এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অসম এবং গুয়াহাটি পুলিশকে অসহযোগিতার অভিযোগ ওঠে । কিন্তু অবশেষে আদালতের নির্দেশে কলকাতা পুলিশ পদক্ষেপ গ্রহণ করে ।

যদিও এই বিষয়ে গর্গ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অসমের বিশেষ করে অহম সম্প্রদায়ের মধ্যে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় । 2020 সালের অগস্ট মাসে অহম সম্প্রদায়ের কাছে গর্গ চট্টোপাধ্যায় নিঃস্বার্থভাবে ক্ষমা চাইলেও তা গ্রহণ করেনি ওই সম্প্রদায় । এরপরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও শীর্ষ কর্তা কোনও রকম মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন : হীরাপুরের দৃষ্টিহীন মেধাবী ছাত্রের পাশে বাংলাপক্ষ ও প্রগতি

কলকাতা, 11 অগস্ট: দু'বছর পুরনো একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টে অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee got conditional bail)৷

2020 সালে জুন মাসে 'অহম' সম্প্রদায়কে অপমান করার অভিযোগ এনে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । এই বিষয়ে বারবার কলকাতা এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অসম এবং গুয়াহাটি পুলিশকে অসহযোগিতার অভিযোগ ওঠে । কিন্তু অবশেষে আদালতের নির্দেশে কলকাতা পুলিশ পদক্ষেপ গ্রহণ করে ।

যদিও এই বিষয়ে গর্গ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অসমের বিশেষ করে অহম সম্প্রদায়ের মধ্যে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় । 2020 সালের অগস্ট মাসে অহম সম্প্রদায়ের কাছে গর্গ চট্টোপাধ্যায় নিঃস্বার্থভাবে ক্ষমা চাইলেও তা গ্রহণ করেনি ওই সম্প্রদায় । এরপরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও শীর্ষ কর্তা কোনও রকম মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন : হীরাপুরের দৃষ্টিহীন মেধাবী ছাত্রের পাশে বাংলাপক্ষ ও প্রগতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.