ETV Bharat / state

BJP Talks Tough on Akhil: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না ! - Suvendu Adhikari

রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের জন্য অখিল গিরিকে (Akhil Giri) মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি উঠল বিধানসভায় (Bengal Assembly News)৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, নিজের মন্তব্য নিয়ে কোনও অনুতাপ নেই কারা প্রতিমন্ত্রীর (BJP Talks Tough On Akhil)৷

Fuming BJP trains gun at Akhil Giri for showing no remorse for comment against President
'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক !' রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না
author img

By

Published : Nov 21, 2022, 2:19 PM IST

Updated : Nov 21, 2022, 3:29 PM IST

কলকাতা, 21 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত বিধানসভা (Bengal Assembly News)৷ নিয়োগ, গরু, কয়লা-সহ নানা দুর্নীতির পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিজেপির নয়া হাতিয়ার রাষ্ট্রপতিকে (Comment against President) নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (BJP Talks Tough On Akhil) মন্তব্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চাইলেও স্বয়ং অখিল গিরির (Akhil Giri) কোনও অনুতাপ নেই ৷ তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক ৷ এই নিয়ে আন্দোলন যে এখনই থামছে না, তা বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷

তিনি এ দিন বলেন, "আজ আমরা চেয়েছিলাম, প্রশ্নোত্তর পর্বের পর মন্ত্রীরা উত্তর দিন ৷ আজ দ্রৌপদী মুর্মুর দিন ৷ আমরা পাঞ্চি পরে এসেছি ৷ আজ পুরো দিন রাষ্ট্রপতির জন্য লড়ব ৷ যে অবৈধ বিল এনেছে সরকার, তাতে বিজেপি ততক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করবে না, যতক্ষণ না মনোজ টিগ্গা বা মনোজ ওঁরাওকে আমাদের প্রস্তাব পড়তে দেওয়া হচ্ছে ৷ আজকের দিন জনজাতিদের দিন ৷ জনজাতিদের রূপ, রং, বর্ণ, চেহারার গঠন নিয়ে যে অশ্লীল ও কুৎসিত ভাষায় দু বার রাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাঁকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন, তার প্রতিবাদ হোক ৷ আমাদের দাবি, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে অখিল গিরিকে ৷"

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, রাষ্ট্রপতিকে কুবাক্য নিয়ে হট্টগোল বিধানসভায়

আজ অখিল গিরির মন্তব্যের বিরোধিতা করে সেই নিয়ে মুলতুবি প্রস্তাব এনে মন্ত্রীদের জবাবদিহি দাবি করেছিলেন বিজেপি বিধায়করা ৷ তবে সেই প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ খারিজ করে দিলে বিজেপি বিধায়করা হই-হট্টগোল শুরু করে দেন ৷ পালটা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ এরপরই অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করে দেন ৷

এই নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, "তৃণমূলের বিধায়কদের ধন্যবাদ দেব ৷ তাঁরা আজ অধিবেশন মুলতুবি করতে সহযোগিতা করেছেন ৷ আমাদের ওয়াক আউট করতে হয়নি ৷ ওঁদের বিক্ষোভের জেরে বাধ্য হয়ে অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করেছেন ৷ অধ্যক্ষ বলছেন বিষয়টি আদালতের বিচারাধীন ৷ গ্রেফতারি নিয়ে আদালত ভাববে ৷ বরখাস্ত তো মুখ্যমন্ত্রীর হাতে ৷ সেটা নিয়ে কেন আলোচনা করা যাবে না ৷"

রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে বিজেপির বিক্ষোভ বিধানসভায়

এ দিন বিক্ষোভে অংশ নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, "এর আগেও যে বিষয় নিয়ে আলোচনা হলে সরকারের অস্বস্তি বাড়বে, সেই বিষয়গুলি নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেওয়া হয়নি ৷ বগটুইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে অপমান আমরা মেনে নেব না ৷"

কলকাতা, 21 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত বিধানসভা (Bengal Assembly News)৷ নিয়োগ, গরু, কয়লা-সহ নানা দুর্নীতির পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিজেপির নয়া হাতিয়ার রাষ্ট্রপতিকে (Comment against President) নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (BJP Talks Tough On Akhil) মন্তব্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চাইলেও স্বয়ং অখিল গিরির (Akhil Giri) কোনও অনুতাপ নেই ৷ তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক ৷ এই নিয়ে আন্দোলন যে এখনই থামছে না, তা বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷

তিনি এ দিন বলেন, "আজ আমরা চেয়েছিলাম, প্রশ্নোত্তর পর্বের পর মন্ত্রীরা উত্তর দিন ৷ আজ দ্রৌপদী মুর্মুর দিন ৷ আমরা পাঞ্চি পরে এসেছি ৷ আজ পুরো দিন রাষ্ট্রপতির জন্য লড়ব ৷ যে অবৈধ বিল এনেছে সরকার, তাতে বিজেপি ততক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করবে না, যতক্ষণ না মনোজ টিগ্গা বা মনোজ ওঁরাওকে আমাদের প্রস্তাব পড়তে দেওয়া হচ্ছে ৷ আজকের দিন জনজাতিদের দিন ৷ জনজাতিদের রূপ, রং, বর্ণ, চেহারার গঠন নিয়ে যে অশ্লীল ও কুৎসিত ভাষায় দু বার রাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাঁকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন, তার প্রতিবাদ হোক ৷ আমাদের দাবি, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে অখিল গিরিকে ৷"

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, রাষ্ট্রপতিকে কুবাক্য নিয়ে হট্টগোল বিধানসভায়

আজ অখিল গিরির মন্তব্যের বিরোধিতা করে সেই নিয়ে মুলতুবি প্রস্তাব এনে মন্ত্রীদের জবাবদিহি দাবি করেছিলেন বিজেপি বিধায়করা ৷ তবে সেই প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ খারিজ করে দিলে বিজেপি বিধায়করা হই-হট্টগোল শুরু করে দেন ৷ পালটা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ এরপরই অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করে দেন ৷

এই নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, "তৃণমূলের বিধায়কদের ধন্যবাদ দেব ৷ তাঁরা আজ অধিবেশন মুলতুবি করতে সহযোগিতা করেছেন ৷ আমাদের ওয়াক আউট করতে হয়নি ৷ ওঁদের বিক্ষোভের জেরে বাধ্য হয়ে অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করেছেন ৷ অধ্যক্ষ বলছেন বিষয়টি আদালতের বিচারাধীন ৷ গ্রেফতারি নিয়ে আদালত ভাববে ৷ বরখাস্ত তো মুখ্যমন্ত্রীর হাতে ৷ সেটা নিয়ে কেন আলোচনা করা যাবে না ৷"

রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে বিজেপির বিক্ষোভ বিধানসভায়

এ দিন বিক্ষোভে অংশ নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, "এর আগেও যে বিষয় নিয়ে আলোচনা হলে সরকারের অস্বস্তি বাড়বে, সেই বিষয়গুলি নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেওয়া হয়নি ৷ বগটুইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে অপমান আমরা মেনে নেব না ৷"

Last Updated : Nov 21, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.