কলকাতা, 30 অক্টোবর: ছটপুজোয় (Chhath Puja) আনারস, লেবু, কলার চাহিদা তুঙ্গে । এই কারণে মুখে চওড়া হাসির দেখা মিলল মেছুয়া বাজারের (Machuabazar) ফল ব্যবসায়ীদের । গত কয়েকদিন ধরে মেছুয়া বাজারে কয়েক কোটি টাকার ফল বিক্রি হয়েছে । কিছুটা দাম বেড়েছে বিভিন্ন ফলের । বিশেষ করে ছটপুজোয় যে সমস্ত ফল প্রয়োজন হয় । তার মধ্যে উল্লেখ্য হারে চাহিদা ও দাম বেড়েছে আনারসের (Fruits Market) । ছোট সাইজের আনারসের চাহিদা সব চেয়ে বেশি বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা ।
দাম ও চাহিদা বেড়েছে লেবুরও । শিয়ালদার কোলে মার্কেটের এক ব্যবসায়ী জানান, কাঁঠালি কলার দামটাও অনেকটাই বেড়েছে । দাম বেড়েছে নারকেলেরও । প্রতি বছরই ছটপুজো ঘিরে নানান ফলের দাম সপ্তাহ খানেক বেশিই থাকে । তারপর দাম স্বাভাবিক হয়ে যায় ।
মেছুয়া বাজারের ফল ব্যবসায়ী মহম্মদ ফারুক বলেন, "গত বছর লকডাউনের কারণে ব্যবসা ভালো হয়নি । এ বছর কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে । ছটপুজাতে যে হারে আনারসের চাহিদাটা বেড়েছে তাতে অনেকটাই লাভবান হয়েছি । মূলত 1-150 গ্রাম ওজনের আনারস 50 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে । ছটপুজো বড় আনারস খুব কম লোক কেনেন । ফলে স্বাভাবিকের তুলনায় ছোট বা কম ওজনের আনারস বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভরতি করে নিয়ে আসা হচ্ছে । এতটাই চাহিদা যে দিনের দিন বিক্রি হয়ে যাচ্ছে আনারস । তাই আমরা চাই ছটপুজোর মতো আরও উৎসব বছর ভোর চলতে থাকুক ।"
লেবু ব্যবসায়ী মহম্মদ আহসামউদ্দিন বলেন, "পুজোর জন্য কিছুটা চাহিদা বেড়েছে । দামটাও বেড়েছে একটু । প্রতিদিন এক দুই গাড়ি করে লেবু নিজেই বিক্রি করছি । গত কয়েকদিনে মান্ডিতে প্রায় 25 থেকে 30 গাড়ি লেবু এসেছে । তা বিক্রি হয়ে গিয়েছে । ব্যবসাটা ভালো হয়েছে বলা যায় । "
আরও পড়ুন: পন্ডিতিয়া রোডে বিকল্প জলাশয়ের কাজ চলছে পুরসভার তরফে
এ বছর বিভিন্ন ফলের দাম বৃদ্ধির কারণ হিসাবে জ্বালানির দাম বৃদ্ধিকে দায়ী করেছেন অনেক ব্যবসায়ী । তাদের অনেকের বক্তব্য আগে শিলিগুড়ি কিংবা অন্য কোনও জায়গা থেকে এক গাড়ি ফল আনতে 10-12 হাজার টাকা লাগতো ৷ এখন তা 17 থেকে 18 হাজার টাকা লাগছে । সেই খরচ তুলতে গিয়ে ফল বেশি দামে বিক্রি করতে হচ্ছে । তাই ফলের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা বিশেষভাবে লাভবান হচ্ছে তেমনটাও নয় ।