কলকাতা, 29 অক্টোবর : লক্ষ্মীপুজোর আগে চড়া দামে বিকোচ্ছে পুজোর সামগ্রী । ফুল-ফল যে কোনও কিছু কিনতে গিয়েই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি ।
ফল থেকে ফুল, সবকিছুরই দাম অনেক গুণ বেড়ে গিয়েছে । এই অবস্থাতেই বাজার করতে বাধ্য হচ্ছেন সকলে । আজ বাজারে প্রতিটি নারকেল 40 টাকা দামে বিক্রি হচ্ছে । 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপেল । আঁখ বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি পিস । এক ডজন কলার দাম 70 থেকে 80 টাকা । পেঁপে 50 টাকা প্রতি কেজি । পেয়ারা 80 টাকা প্রতি কেজি । নাসপাতি বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি দামে ।
100 গ্রাম আঙুরের দাম 100 টাকা । সব ফলেরই 10 থেকে 20 টাকা দাম বেড়েছে । টাস্ক ফোর্স আধিকারিক রবীন্দ্র কোলে বলেন, প্রত্যেক বছর লক্ষ্মীপুজোর আগেই ফলের দাম অস্বাভাবিক হারে বাড়ে । এই সময় চাহিদা অনেক বেশি থাকে । সরবরাহের পরিমাণ কম থাকায় ফলের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে । লক্ষ্মীপুজোর পর চাহিদা কমে গেলে ফের আবার দাম কমে যাবে ।
একই সঙ্গে দাম বেড়েছে পদ্মের । একটি পদ্ম খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় 30 টাকায় । বড় গাঁদার মালার দাম বেড়েছে । প্রতিটির দাম প্রায় 20 টাকা । একটি বড় রজনীগন্ধার মালার দাম প্রায় 200 থেকে 250 টাকা । ছোটো মালার দামও বেড়েছে । প্রতিটি মালার দাম প্রায় 15 থেকে 20 টাকা । সবমিলিয়ে বাজারে আগুন দামে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির ।