ETV Bharat / state

নতুন সরকার গঠনের পরই বিনামূল্যে মিলবে টিকা

author img

By

Published : Apr 28, 2021, 8:55 PM IST

মে মাসের 5 তারিখের পর শুরু হবে বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া ৷ রাজ্যে সরকার গঠনের পর এই টিকাকরণই হতে পারে ওই নতুন সরকারের প্রথম সিদ্ধান্ত ৷

রাজ্যে শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ
রাজ্যে শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যে নতুন সরকার গঠিত হবার পরই রাজ্যের অর্থে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে ছিলেন নিজের খরচে রাজ্যবাসীর জন্য টিকাকরণ করতে । আর সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী । প্রথমে মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে না নিলেও, পরে রাজ্যের দাবিতে মান্যতা দিয়েছে কেন্দ্র । সেইমতো পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের নেতৃত্বে সবার জন্য বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে আগামী মাসের 5 তারিখ থেকে । তার আগেই টিকা সংগ্রহের কাজ করতে চায় রাজ্য । এদিন রাজ্য সরকারের জন্য আরও একটি সুখবর দিয়েছে সেরাম । এ দিন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রাজ্যগুলোর জন্য কোভিশিল্ডের দাম কমানো হল । ডোজ় পিছু কোভিশিল্ড টিকার দাম 400 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হল । ফলে এবার থেকে ডোজ় পিছু কোভিশিল্ড কিনতে 300 টাকা খরচ করতে হবে রাজ্যগুলোকে ।

আরও পড়ুন : দাম কমল কোভিশিল্ডের

উল্লেখ্য, টিকার দাম কমানোর বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার । শেষমেষ সরকারের ডাকে সাড়া দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিল সেরাম । মূলত টিকার মূল্য বৈষম্য নিয়ে কেন্দ্রের জবাবের জন্যই অপেক্ষা করছিল রাজ্য সরকার । মনে করা হচ্ছে, কেন্দ্রের জবাব এসে গেলেই দ্রুতহারে টিকাকরণ শুরু হয়ে যাবে । এদিকে কেন্দ্রীয় অর্থে টিকাকরণের যে কর্মসূচি রাজ্যজুড়ে চলছিল তাও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

কিছুদিন আগেই তিন লাখ ডোজ় ভ্যাকসিন পাঠিয়েছিল কেন্দ্র, কিন্তু বর্তমানের চাহিদার সঙ্গে এই সংখ্যা নগন্য । এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে । এই অবস্থায় এদিন কেন্দ্রের তরফে 10 লাখ কোভিশিল্ড ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র । এর মধ্যে শুধু চার লাখ পেয়েছে শহর কলকাতা । যেহেতু কলকাতা এবং উত্তর 24 পরগনায় ব্যাপকহারে করোনা সংক্রমণ চলছে তাই এই দুই জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে চাইছে রাজ্য ।

আরও পড়ুন : টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

তবে যতদিন পর্যন্ত রাজ্যের তরফে টিকা কেনা না হয় ততক্ষণ কেন্দ্রীয় ভ্যাকসিনই মানুষের ভরসা হতে চলেছে । এদিকে রাজ্য সরকারের তরফ থেকে উৎপাদক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ নতুন সরকার গঠিত হলে, সেই সরকারের প্রথম সিদ্ধান্তই হতে পারে করোনার টিকাকরণ ।

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যে নতুন সরকার গঠিত হবার পরই রাজ্যের অর্থে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে ছিলেন নিজের খরচে রাজ্যবাসীর জন্য টিকাকরণ করতে । আর সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী । প্রথমে মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে না নিলেও, পরে রাজ্যের দাবিতে মান্যতা দিয়েছে কেন্দ্র । সেইমতো পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের নেতৃত্বে সবার জন্য বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে আগামী মাসের 5 তারিখ থেকে । তার আগেই টিকা সংগ্রহের কাজ করতে চায় রাজ্য । এদিন রাজ্য সরকারের জন্য আরও একটি সুখবর দিয়েছে সেরাম । এ দিন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রাজ্যগুলোর জন্য কোভিশিল্ডের দাম কমানো হল । ডোজ় পিছু কোভিশিল্ড টিকার দাম 400 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হল । ফলে এবার থেকে ডোজ় পিছু কোভিশিল্ড কিনতে 300 টাকা খরচ করতে হবে রাজ্যগুলোকে ।

আরও পড়ুন : দাম কমল কোভিশিল্ডের

উল্লেখ্য, টিকার দাম কমানোর বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার । শেষমেষ সরকারের ডাকে সাড়া দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিল সেরাম । মূলত টিকার মূল্য বৈষম্য নিয়ে কেন্দ্রের জবাবের জন্যই অপেক্ষা করছিল রাজ্য সরকার । মনে করা হচ্ছে, কেন্দ্রের জবাব এসে গেলেই দ্রুতহারে টিকাকরণ শুরু হয়ে যাবে । এদিকে কেন্দ্রীয় অর্থে টিকাকরণের যে কর্মসূচি রাজ্যজুড়ে চলছিল তাও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

কিছুদিন আগেই তিন লাখ ডোজ় ভ্যাকসিন পাঠিয়েছিল কেন্দ্র, কিন্তু বর্তমানের চাহিদার সঙ্গে এই সংখ্যা নগন্য । এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে । এই অবস্থায় এদিন কেন্দ্রের তরফে 10 লাখ কোভিশিল্ড ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র । এর মধ্যে শুধু চার লাখ পেয়েছে শহর কলকাতা । যেহেতু কলকাতা এবং উত্তর 24 পরগনায় ব্যাপকহারে করোনা সংক্রমণ চলছে তাই এই দুই জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে চাইছে রাজ্য ।

আরও পড়ুন : টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

তবে যতদিন পর্যন্ত রাজ্যের তরফে টিকা কেনা না হয় ততক্ষণ কেন্দ্রীয় ভ্যাকসিনই মানুষের ভরসা হতে চলেছে । এদিকে রাজ্য সরকারের তরফ থেকে উৎপাদক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ নতুন সরকার গঠিত হলে, সেই সরকারের প্রথম সিদ্ধান্তই হতে পারে করোনার টিকাকরণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.