ETV Bharat / state

4 ও 5 সেপ্টেম্বর ইলেভেন-টুয়েলভের শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং - Fourth phase counselling for class 11 and 12

4 ও 5 সেপ্টেম্বর ক্লাস ইলেভেন-টুয়েলভের শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং হবে ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন ।

স্কুল সার্ভিস কমিশন
author img

By

Published : Aug 31, 2019, 4:04 AM IST

কলকাতা, 31 অগাস্ট : অবশেষে হতে চলেছে ক্লাস ইলেভেন-টুয়েলভের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং । 4 ও 5 সেপ্টেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার কাউন্সেলিং হবে । গতকাল বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পনসর্ড হাই সেকেন্ডারি স্কুলগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (1st SLST) 2016-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার ভেরিফিকেশন করা হবে । 4 ও 5 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে হবে কাউন্সেলিং ।

2 সেপ্টেম্বর সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com -এ এই চতুর্থ দফার কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । একই দিনে শূন্যপদের বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দেওয়া হবে । 2 সেপ্টেম্বর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 14 সংখ্যার রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ।

SSC
SSC-র বিজ্ঞপ্তি

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "প্রায় 600 শূন্যপদ রয়েছে । 600-র দুটো কম বা দুটো বেশি হতে পারে । ইলেভেন-টুয়েলভের পর নাইন-টেনের ফোর্থ ফেজ়ের কাউন্সেলিং হবে । আগে ইলেভেন-টুয়েলভটা হোক ।"

কলকাতা, 31 অগাস্ট : অবশেষে হতে চলেছে ক্লাস ইলেভেন-টুয়েলভের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং । 4 ও 5 সেপ্টেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার কাউন্সেলিং হবে । গতকাল বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পনসর্ড হাই সেকেন্ডারি স্কুলগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (1st SLST) 2016-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার ভেরিফিকেশন করা হবে । 4 ও 5 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে হবে কাউন্সেলিং ।

2 সেপ্টেম্বর সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com -এ এই চতুর্থ দফার কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । একই দিনে শূন্যপদের বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দেওয়া হবে । 2 সেপ্টেম্বর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 14 সংখ্যার রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ।

SSC
SSC-র বিজ্ঞপ্তি

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "প্রায় 600 শূন্যপদ রয়েছে । 600-র দুটো কম বা দুটো বেশি হতে পারে । ইলেভেন-টুয়েলভের পর নাইন-টেনের ফোর্থ ফেজ়ের কাউন্সেলিং হবে । আগে ইলেভেন-টুয়েলভটা হোক ।"

Intro:কলকাতা, ৩০ অগাস্ট: অবশেষে হতে চলেছে ক্লাস ইলেভেন-টুয়েলভের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার কাউন্সেলিং হবে। আজ বিজ্ঞপ্তি জারি করে এমনই জানালো স্কুল সার্ভিস কমিশন।
Body:বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পনসর্ড হাই সেকেন্ডারি স্কুলগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (1st SLST) ২০১৬-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার ভেরিফিকেশন করা হবে। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে কাউন্সেলিং করা হবে।

আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যেবেলা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com -এ এই চতুর্থ দফার কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই দিনে শূন্যপদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ২ সেপ্টেম্বর কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ১৪ সংখ্যার রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "প্রায় ৬০০ শূন্যপদ রয়েছে। ৬০০-র দুটো কম বা দুটো বেশি হতে পারে। ইলেভেন-টুয়েলভের পরে নাইন-টেনের ফোর্থ ফেজের কাউন্সেলিং হবে। আগে ইলেভেন-টুয়েলভটা হোক।"
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.