ETV Bharat / state

ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে ফাঁসল 4 ভুয়ো পুলিশ

পুলিশ আধিকারিক সেজে মদ-জুয়া-গাঁজার ঠেক থেকে তোলা আদায় । সঙ্গে নিয়মিত মাসোহারা । গ্রেপ্তার মূল চক্রীসহ চারজন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 22, 2019, 9:20 AM IST

Updated : Oct 22, 2019, 12:03 PM IST

কলকাতা, 22 অক্টোবর : পুলিশ সেজে তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হল চারজনকে । তার মধ্যে একজন শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক বলে জানা গেছে । ঘটনাটি সোনারপুর থানা এালাকার ।

পুলিশ আধিকারিক সেজে মদ-জুয়া-গাঁজার ঠেক থেকে তোলা আদায় । সঙ্গে নিয়মিত মাসোহারা । লোকচক্ষুর আড়ালে এভাবেই চলতি বছরের জানুয়ারি থেকে তোলা তুলছে চারজন । শুধু তাই নয়, এই মদ-জুয়া-সাট্টা বা গাঁজার ঠেক থেকে যেসব জিনিস বাজেয়াপ্ত করত সেগুলো বিক্রি করেও টাকা আদায় করত । কিছুদিন আগে দু'লাখ টাকা তোলা না পেয়ে একজনকে তুলে নিয়ে যাওয়ার পর পুরো বিষয়টি নজরে আসে পুলিশের । ঘটনার তদন্তে তারা এই চক্রের কথা জানতে পারে । তারপরই গতকাল VIP রোডের ধারে একটি ধাবা থেকে শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক শংকরপ্রসাদ নন্দী, সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্রকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ । প্রত্যেকেরই বাড়ি যাদবপুর থানা এলাকায় বলে জানা গেছে । এই চারজনের কাছ থেকে 7 হাজার টাকা, 5টি মোবাইল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷ মূল চক্রীসহ চারজনকেই আজ বারুইপুর আদালতে তোলা হবে ।

এবিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান বলেন, "এরা এক জায়গা থেকে দু'লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সূত্র মারফত পেয়ে VIP রোডের একটি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরা হয় ৷"

দেখুন ভিডিয়ো

কলকাতা, 22 অক্টোবর : পুলিশ সেজে তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হল চারজনকে । তার মধ্যে একজন শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক বলে জানা গেছে । ঘটনাটি সোনারপুর থানা এালাকার ।

পুলিশ আধিকারিক সেজে মদ-জুয়া-গাঁজার ঠেক থেকে তোলা আদায় । সঙ্গে নিয়মিত মাসোহারা । লোকচক্ষুর আড়ালে এভাবেই চলতি বছরের জানুয়ারি থেকে তোলা তুলছে চারজন । শুধু তাই নয়, এই মদ-জুয়া-সাট্টা বা গাঁজার ঠেক থেকে যেসব জিনিস বাজেয়াপ্ত করত সেগুলো বিক্রি করেও টাকা আদায় করত । কিছুদিন আগে দু'লাখ টাকা তোলা না পেয়ে একজনকে তুলে নিয়ে যাওয়ার পর পুরো বিষয়টি নজরে আসে পুলিশের । ঘটনার তদন্তে তারা এই চক্রের কথা জানতে পারে । তারপরই গতকাল VIP রোডের ধারে একটি ধাবা থেকে শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক শংকরপ্রসাদ নন্দী, সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্রকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ । প্রত্যেকেরই বাড়ি যাদবপুর থানা এলাকায় বলে জানা গেছে । এই চারজনের কাছ থেকে 7 হাজার টাকা, 5টি মোবাইল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷ মূল চক্রীসহ চারজনকেই আজ বারুইপুর আদালতে তোলা হবে ।

এবিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান বলেন, "এরা এক জায়গা থেকে দু'লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সূত্র মারফত পেয়ে VIP রোডের একটি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরা হয় ৷"

দেখুন ভিডিয়ো
Intro:পুলিশ সেজে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার চার ৷ ধৄতদের মধ্যে একজন এক্সাইজ ডিপার্টমেন্টের প্রাক্তন আধিকারিক ৷ তার নাম শঙ্কর প্রসাদ নন্দী ৷ এছাড়াও তার সাথে এই কাজে যুক্ত ছিল সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্র ৷ এদের প্রত্যেকের বাড়িই যাদবপুর থানা এলাকায় ৷ সোমবার রাতে ভিআইপি ধাবা থেকে এদেরকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে শঙ্কর প্রসাদ নন্দী এই চক্রের মুল মাথা ৷ তিনিই বাকিদের নিয়ে বিভিন্ন এলাকায় জুয়া ও সাট্টার ঠেক থেকে পুলিশ সেজে টাকা তুলতেন ৷ নিয়মিত মাসোহারাও নিতেন ৷ জেরায় জানা গিয়েছে জানুয়ারী মাস থেকে তারা এই কাজে লিপ্ত ছিলেন ৷ শুধু টাকা তোলা বা মাসোহারা নেওয়াই নয় তারা বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে ফের অন্যত্র বিক্রি করে দিয়ে সেখান থেকেও টাকা আয় করতেন বলে জানা গিয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান এরা এক জায়গা থেকে ২ লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সোর্স মারফত পুলিশ পেয়ে ভিআইপি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরে ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার টাকা, ৫টি মোবাইল ও গাঁজা ৷ ধৄতদের আজ আদালতে তোলা হবে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
বাইট - রশিদ মুনির খান, পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা Body:পুলিশ সেজে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার চার ৷ ধৄতদের মধ্যে একজন এক্সাইজ ডিপার্টমেন্টের প্রাক্তন আধিকারিক ৷ তার নাম শঙ্কর প্রসাদ নন্দী ৷ এছাড়াও তার সাথে এই কাজে যুক্ত ছিল সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্র ৷ এদের প্রত্যেকের বাড়িই যাদবপুর থানা এলাকায় ৷ সোমবার রাতে ভিআইপি ধাবা থেকে এদেরকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে শঙ্কর প্রসাদ নন্দী এই চক্রের মুল মাথা ৷ তিনিই বাকিদের নিয়ে বিভিন্ন এলাকায় জুয়া ও সাট্টার ঠেক থেকে পুলিশ সেজে টাকা তুলতেন ৷ নিয়মিত মাসোহারাও নিতেন ৷ জেরায় জানা গিয়েছে জানুয়ারী মাস থেকে তারা এই কাজে লিপ্ত ছিলেন ৷ শুধু টাকা তোলা বা মাসোহারা নেওয়াই নয় তারা বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে ফের অন্যত্র বিক্রি করে দিয়ে সেখান থেকেও টাকা আয় করতেন বলে জানা গিয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান এরা এক জায়গা থেকে ২ লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সোর্স মারফত পুলিশ পেয়ে ভিআইপি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরে ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার টাকা, ৫টি মোবাইল ও গাঁজা ৷ ধৄতদের আজ আদালতে তোলা হবে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
বাইট - রশিদ মুনির খান, পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা Conclusion:পুলিশ সেজে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার চার ৷ ধৄতদের মধ্যে একজন এক্সাইজ ডিপার্টমেন্টের প্রাক্তন আধিকারিক ৷ তার নাম শঙ্কর প্রসাদ নন্দী ৷ এছাড়াও তার সাথে এই কাজে যুক্ত ছিল সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্র ৷ এদের প্রত্যেকের বাড়িই যাদবপুর থানা এলাকায় ৷ সোমবার রাতে ভিআইপি ধাবা থেকে এদেরকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে শঙ্কর প্রসাদ নন্দী এই চক্রের মুল মাথা ৷ তিনিই বাকিদের নিয়ে বিভিন্ন এলাকায় জুয়া ও সাট্টার ঠেক থেকে পুলিশ সেজে টাকা তুলতেন ৷ নিয়মিত মাসোহারাও নিতেন ৷ জেরায় জানা গিয়েছে জানুয়ারী মাস থেকে তারা এই কাজে লিপ্ত ছিলেন ৷ শুধু টাকা তোলা বা মাসোহারা নেওয়াই নয় তারা বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে ফের অন্যত্র বিক্রি করে দিয়ে সেখান থেকেও টাকা আয় করতেন বলে জানা গিয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান এরা এক জায়গা থেকে ২ লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সোর্স মারফত পুলিশ পেয়ে ভিআইপি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরে ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার টাকা, ৫টি মোবাইল ও গাঁজা ৷ ধৄতদের আজ আদালতে তোলা হবে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
বাইট - রশিদ মুনির খান, পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা
Last Updated : Oct 22, 2019, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.