কলকাতা, 22 অক্টোবর : পুলিশ সেজে তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হল চারজনকে । তার মধ্যে একজন শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক বলে জানা গেছে । ঘটনাটি সোনারপুর থানা এালাকার ।
পুলিশ আধিকারিক সেজে মদ-জুয়া-গাঁজার ঠেক থেকে তোলা আদায় । সঙ্গে নিয়মিত মাসোহারা । লোকচক্ষুর আড়ালে এভাবেই চলতি বছরের জানুয়ারি থেকে তোলা তুলছে চারজন । শুধু তাই নয়, এই মদ-জুয়া-সাট্টা বা গাঁজার ঠেক থেকে যেসব জিনিস বাজেয়াপ্ত করত সেগুলো বিক্রি করেও টাকা আদায় করত । কিছুদিন আগে দু'লাখ টাকা তোলা না পেয়ে একজনকে তুলে নিয়ে যাওয়ার পর পুরো বিষয়টি নজরে আসে পুলিশের । ঘটনার তদন্তে তারা এই চক্রের কথা জানতে পারে । তারপরই গতকাল VIP রোডের ধারে একটি ধাবা থেকে শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক শংকরপ্রসাদ নন্দী, সুমন সমাদ্দার, মিঠুন দে ও অরুপ মিত্রকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ । প্রত্যেকেরই বাড়ি যাদবপুর থানা এলাকায় বলে জানা গেছে । এই চারজনের কাছ থেকে 7 হাজার টাকা, 5টি মোবাইল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷ মূল চক্রীসহ চারজনকেই আজ বারুইপুর আদালতে তোলা হবে ।
এবিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান বলেন, "এরা এক জায়গা থেকে দু'লাখ টাকা না পেয়ে একজনকে তুলে নিয়ে যায় ৷ এই খবর সূত্র মারফত পেয়ে VIP রোডের একটি ধাবায় রেড করে পুরো দলটিকে ধরা হয় ৷"